ভয় definitions

Bangla-Tangla Dictionary
ভয় – fear (+ দেখানো = to frighten) (+ করা = to fear) (+ পাওয়া = to fear, to get scared)
Samsad Bengali-English Dictionary
ভয় [ bhaẏa ] n fear, dread, awe, terror; fright, consternation, dismay; horror; alarm, apprehension; panic; threat. ভয় করা v. to fear; to be afraid of. ভয় খাওয়া v. to be frightened, to get or have a fright; to fear. ভয় খাওয়ানো v. to frighten, to give a fright. ভয় দেখানো v. to threaten, to frighten, to hold out threats. ভয় পাওয়া same as ভয় খাওয়া, ভয় পাওয়ানো, ভয় পাইয়ে দেওয়া same as ভয় খাওয়ানো । ভয় ভাঙা v. to be freed from fear; to free from fear, to dispel fear. ভয় হওয়া v. to be stricken with fear. ভয়ে জড়সড় হওয়া v. to crouch in fear; to be numbed or stupefied with fright. ভয়-ভয়ে adv. timidly, timorously, fearfully. ভয়ংকর a. awful, terrific, fearful, terrible, dreadful, frightful; horrible; severe (ভয়ংকর রোদ); monstrous (ভয়ংকর মূর্তি); fierce (ভয়ংকর যুদ্ধ); tremendous (ভয়ংকর লোভ) fem. a. ভয়ংকরী । ~কাতর, ~কাতুরে a. panicky; timid. ~তরাসে a. (dial.) pan icky; timid. ~ত্রাতা a. & n. one who delivers from fear. ~দ, ~প্রদ a. awe-inspiring, frightening, terrific, dreadful, fearful. fem. ~দা, ~প্রদা । ~প্রদর্শন n. act of threatening. ভয়প্রদর্শন করা v. to threaten. ~প্রাপ্ত a. alarmed; frightened. ~বিহ্বল a. terror-stricken, panic-stricken, overwhelmed or bewildered with fear. ~হীন a. fearless, dauntless, intrepid.
Samsad Bangla Abhidhan
ভয় [ bhaẏa ] বি. বিপদের জন্য বা বিপদের সম্ভানায় যন্ত্রণাময় মানসিক প্রতিক্রিয়া; ভীতি, শঙ্কা। [সং. √ ভী + অ]। ভয় করা, ভয় খাওয়া ক্রি. বি. ভীত হওয়া। ভয় জন্মানো ক্রি. বি. ভয়ের সৃষ্টি হওয়া; ভীত করা। ~তরাসে বিণ. একটুতেই ভয় পায় এমন (ভয়তরাসে লোক)। ~ভয় ভাঙা ক্রি. বি. ভয় দূর করা বা হওয়া। ভয়ে কেঁচো ভয়ে একেবারে জড়সড়।

Processing time: 0.43 s