Off by 2 letters:
ভাসব definitions

Bangla-Tangla Dictionary
1st person future tense of ভাসা: ভাসা – to float
Samsad Bengali-English Dictionary
1st person future tense of ভাসা: ভাসা [ bhāsā ] v to float, to drift; to swim; to be buoyant; to be flooded (with) (বন্যায় দেশ ভাসা); to rise or strike or appear in, to occur to (মনে ভাসা); (fig.) to be overflowing. ভাসান n. immersion (as of an image of a deity); a kind of folk song celebrating activities of some deities (মনসার ভাসান). ভাসা-ভাসা a. shallow, superficial. ভাসা-ভাসা জ্ঞান index learning, skin-deep or superficial knowledge. ভাসানো v. to cause to float; to float; to levitate, to set adrift; to flood or overflow.
Samsad Bangla Abhidhan
1st person future tense of ভাসা: ভাসা [ bhāsā ] ক্রি. 1 জল বা বায়ুর উপর ভর করে থাকা বা সঞ্চরণ করা (আকাশে মেঘ ভাসছে, কাগজটা জলে ভাসছে); 2 ডুবে না যাওয়া (শোলা জলে ভাসছে); 3 উদিত হওয়া (কথাটা মনে ভাসছে); 4 প্লাবিত হওয়া (বন্যায় গ্রাম ভাসছে, চোখের জলে বুক ভেসে যায়); 5 প্রবাহিত হওয়া (সুর ভেসে আসছে); 6 সহায়হীন হওয়া (বাপ মরলে ছেলেটা ভেসে যাবে)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. ভাসন্ত; প্লাবিত (বন্যায় ভাসা গ্রাম)। [সং. √ ভাস্ + বাং. আ]। ~ বি. 1 নদী বা জলাশয়ে বিসর্জন (দুর্গাপ্রতিমার ভাসান); 2 মনসা দেবীর কাহিনি-অবলম্বনে পালাগান (মনসার ভাসান শুনতে যাবে); 3 ভাসন্ত অবস্থা। ~নো ক্রি. বি. 1 ভাসিয়ে দেওয়া ('তালদিঘিতে ভাসিয়ে দেব': রবীন্দ্র; স্রোতে গা ভাসানো); 2 প্লাবিত করা (কেঁদে বুক ভাঁসিয়ে দিচ্ছে)। ☐ বি. বিণ. উক্ত দুই অর্থে (জলে ভাসানো নৌকো)। ভাসা-ভাসা বিণ. অগভীর, যৎসামান্য (ভাসা-ভাসা জ্ঞান)।
Off by 3 letters:
ক্লাব definitions

Bangla-Tangla Dictionary
ক্লাব – club [English]
Samsad Bengali-English Dictionary
ক্লাব [ klāba ] n a club, an association, a society.
Samsad Bangla Abhidhan
ক্লাব [ klāba ] বি. স্থায়ী সমিতি, গোষ্ঠী; খেলাধূলা ব্যায়ামচর্চা বা সংস্কৃতিচর্চার প্রতিষ্ঠান। [ইং. club]।
ক্লাস definitions

Bangla-Tangla Dictionary
ক্লাস – class [English]
Samsad Bengali-English Dictionary
ক্লাস [ klāsa ] n a class. ক্লাসে ওঠা v. to move to or to be promoted to a higher class. ক্লাসে তোলা v. to promote to a higher class.
Samsad Bangla Abhidhan
ক্লাস [ klāsa ] বি. 1 শ্রেণি, বিভাগ; 2 বিদ্যালয়াদির পাঠশ্রেণি (কোন ক্লাসে পড়)। [ইং. class]। ক্লাস-ঘর বি. বিদ্যালয়ে এক-একটি শ্রেণির জন্য নির্দিষ্ট কক্ষ।
গ্লাস definitions

Samsad Bengali-English Dictionary
গ্লাস [ glāsa ] n a tumbler, a glass.
প্লাস definitions

Samsad Bengali-English Dictionary
প্লাস1 [ plāsa1 ] n (math.) plus, the plus sign. প্লাস2 [ plāsa2 ] n pliers.
Samsad Bangla Abhidhan
প্লাস1 [ plāsa1 ] বি. (গণি.) যোগচিহ্ন। [ইং. plus]।
ভাব definitions

Bangla-Tangla Dictionary
ভাব – emotion (+ জমানো = to flirt)

2nd person ordinary present simple tense of ভাবা:
ভাবা – to think

Samsad Bengali-English Dictionary
ভাব [ bhāba ] n birth, origination; existence, presence, essence, esse; shape (নবভাবে প্রকাশ); intention; state, condition (মিশ্রভাব, তীব্রভাব); mental state, mood (ভাবান্তর); nature (তার ভাবখানা ওই); love, attachment, friendship, amity (দুজনের বেজায় ভাব); acquaintance ) তার সঙ্গে অনেক লোকের ভাব); manner, mode (এভাবে চলবে); inner significance, implication, an idea (কবিতার ভাব); an abstract idea or thought, imagination (ভাবলোক); meditation, cogitation (ভাবমগ্ন); reverie, ecstasy (ঠাকুর ভাবে বিভোর); emotion, an outburst of emotion (ভাবোদ্দীপন); (amongst children) amity, peace (আড়ি-ভাব). ভাব করা v. to establish friendship with; to make friends with; to make acquaintance with; (amongst children) to be on amicable terms with, to make peace with. ভাব জাগা, ভাব লাগা v. to be affected with an emotion or idea; to be under the spell of a reverie or ecstasy. ভাব হওয়া v. to become friendly with; to be acquainted with; (amongst children) to be at peace with. ~গত a. relating to inner significance or to the underlying idea; ideological; abstract. ~গতিক n. intention and activities; attitude and bearing; manner, mode. ~গম্ভীর a. full of weighty or solemn ideas; inspiring solemn ideas; grave and thoughtful. ~গর্ভ a. impregnated with (deep) thoughts, thoughtful; having a deep meaning or significance; pregnant with ideas, imaginative. ~গ্রাহী a. capable of grasping the inner significance or the under lying idea; appreciative; capable of reading the inmost thoughts; omniscient. ~জগৎ n. the world of imagination. ~তরঙ্গ n. a thought-wave. ~ধারা n. a trend of thought, a line of thinking. ~পূর্ণ same as ~গর্ভ । ~প্রবণ a. emotional; sentimental; maudlin. ~প্রবণতা n. emotionalism; sentimentalism, sentimentality; maudlinism. ~বাচক a. (chiefly in gr.) abstract (ভাববাচক বিশেষ্য = an abstract noun). ~বাচ্য n. (gr.) the impersonal voice. ~বাদ n. idealism. ~বাদী a. idealistic; idealist. ☐ n. an idealist. ~বিলাসী a. given to abstract speculation, visionary, idealistic. ~বিহ্বল a. overwhelmed with emotion or ecstasy. ~ব্যঞ্জক a. signifying a thought. ~ভঙ্গি same as ~গতিক । ~মূর্তি n. an image; (loos.) the image of something; an ide ated or ideal or imaginary shape or form or concept; a symbol of personification of an idea. ~লেশহীন a. utterly blank or expressionless. ~শুদ্ধি n. purity of idea or thought. ~শূন্য, ~হীন a. blank, expressionless. ~সূচক same as ~ব্যঞ্জক । 2nd person ordinary present simple tense of ভাবা: ভাবা [ bhābā ] v to think, to cogitate; to contemplate, to reflect; to conceive, to imagine; to consider, to judge; to regard, to take (one) for; to intend or re solve (কী ভেবে পড়া ছাড়লে); to contrive, to devise (উপায় ভাবা); to sup pose or guess (বৃষ্টি হবে ভাবছ ?); to worry (for) (রোগা ছেলের জন্য ভাবা). ভেবেচিন্তে upon careful consideration.
Samsad Bangla Abhidhan
ভাব [ bhāba ] বি. 1 মানসিক অবস্থা (ভাবান্তর); 2 অস্তিত্ব, সত্তা; 3 অভিপ্রায়; 4 জন্ম, উৎপত্তি, সৃষ্টি; 5 স্বভাব, প্রকৃতি (পাশ্চাত্য ভাবাপন্ন); 6 প্রীতি, প্রণয়, সুসম্পর্ক (দুজনের মধ্যে বেশ ভাব আছে); 7 প্রকার, রকম (সম্পূর্ণভাবে, একভাবে); 8 নিগূঢ় অর্থ, অন্তরের কথা, মর্ম (কবিতার ভাব); 9 চিন্তা, ধ্যান (ভাবমগ্ন); 1 ভক্তি, আবেগ (ভাবে বিভোর); 11 অনুভূতির গভীরতা বা আধিক্য, হৃদয়াবেগ, emotion. [সং. √ ভূ + অ]। ভাবাত্মক, ভাবান্তর, ভাবাবেগ, ভাবাবেশ, ভাবার্থ, ভাবালু [ bhābātmaka, bhābāntara, bhābābēga, bhābābēśa, bhābārtha, bhābālu ] দ্র ভাব ভাবোচ্ছ্বাস, ভাবোদয়, ভাবোদ্দীপক, ভাবোদ্দীপন, ভাবোন্মত্ত, ভাবোন্মাদ [ bhābōcchbāsa, bhābōdaẏa, bhābōddīpaka, bhābōddīpana, bhābōnmatta, bhābōnmāda ] দ্র ভাব 2nd person ordinary present simple tense of ভাবা: ভাবা [ bhābā ] ক্রি. 1 চিন্তা করা (কী ভাবছ:); 2 দুশ্চিন্তা করা (অত ভেবে কী হবে?); 3 বিচার-বিবেচনা করা (একটু ভেবে দেখি); 4 সংকল্প করা (চাকরিটা ছাড়ব ভেবেছি); 5 অনুমান করা (ভবাছি বৃষ্টি হবে কি না); 6 গণ্য করা (পণ্ডিত ভাবা); 7 উদ্ভাবন করা (একটা উপায় ভাবো)। [< সং. ভাবি]। ~নো ক্রি. বি. চিন্তিত বা উদ্বিগ্ন করা (ভাবিয়ে তোলা, ওকে এত ভাবাচ্ছ কেন?)।
ভালবাসব definitions

Bangla-Tangla Dictionary
1st person future tense of ভালবাসা: ভালবাসা – to love, love
ভাস definitions

Bangla-Tangla Dictionary
2nd person ordinary present simple tense of ভাসা: ভাসা – to float
Samsad Bengali-English Dictionary
ভাস1 [ bhāsa1 ] n the vulture; the cock. ভাস2 [ bhāsa2 ] n glow, radiance, tinge. ভাস3 [ bhāsa3 ] n a Sanskrit playwright of ancient India. 2nd person ordinary present simple tense of ভাসা: ভাসা [ bhāsā ] v to float, to drift; to swim; to be buoyant; to be flooded (with) (বন্যায় দেশ ভাসা); to rise or strike or appear in, to occur to (মনে ভাসা); (fig.) to be overflowing. ভাসান n. immersion (as of an image of a deity); a kind of folk song celebrating activities of some deities (মনসার ভাসান). ভাসা-ভাসা a. shallow, superficial. ভাসা-ভাসা জ্ঞান index learning, skin-deep or superficial knowledge. ভাসানো v. to cause to float; to float; to levitate, to set adrift; to flood or overflow.
Samsad Bangla Abhidhan
ভাস [ bhāsa ] বি. দীপ্তি, উজ্জ্বলতা, আভা; 2 শোভা, সৌন্দর্য; 3 শকুন; 4 কুক্কুট পাখি; 5 প্রাচীন সংস্কৃত নাট্যকারবিশেষ। [সং. √ ভাস্ + অ]। 2nd person ordinary present simple tense of ভাসা: ভাসা [ bhāsā ] ক্রি. 1 জল বা বায়ুর উপর ভর করে থাকা বা সঞ্চরণ করা (আকাশে মেঘ ভাসছে, কাগজটা জলে ভাসছে); 2 ডুবে না যাওয়া (শোলা জলে ভাসছে); 3 উদিত হওয়া (কথাটা মনে ভাসছে); 4 প্লাবিত হওয়া (বন্যায় গ্রাম ভাসছে, চোখের জলে বুক ভেসে যায়); 5 প্রবাহিত হওয়া (সুর ভেসে আসছে); 6 সহায়হীন হওয়া (বাপ মরলে ছেলেটা ভেসে যাবে)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. ভাসন্ত; প্লাবিত (বন্যায় ভাসা গ্রাম)। [সং. √ ভাস্ + বাং. আ]। ~ বি. 1 নদী বা জলাশয়ে বিসর্জন (দুর্গাপ্রতিমার ভাসান); 2 মনসা দেবীর কাহিনি-অবলম্বনে পালাগান (মনসার ভাসান শুনতে যাবে); 3 ভাসন্ত অবস্থা। ~নো ক্রি. বি. 1 ভাসিয়ে দেওয়া ('তালদিঘিতে ভাসিয়ে দেব': রবীন্দ্র; স্রোতে গা ভাসানো); 2 প্লাবিত করা (কেঁদে বুক ভাঁসিয়ে দিচ্ছে)। ☐ বি. বিণ. উক্ত দুই অর্থে (জলে ভাসানো নৌকো)। ভাসা-ভাসা বিণ. অগভীর, যৎসামান্য (ভাসা-ভাসা জ্ঞান)।
ভাসবি definitions

Bangla-Tangla Dictionary
2nd person intimate future tense and future imperative of ভাসা: ভাসা – to float
Samsad Bengali-English Dictionary
2nd person intimate future tense and future imperative of ভাসা: ভাসা [ bhāsā ] v to float, to drift; to swim; to be buoyant; to be flooded (with) (বন্যায় দেশ ভাসা); to rise or strike or appear in, to occur to (মনে ভাসা); (fig.) to be overflowing. ভাসান n. immersion (as of an image of a deity); a kind of folk song celebrating activities of some deities (মনসার ভাসান). ভাসা-ভাসা a. shallow, superficial. ভাসা-ভাসা জ্ঞান index learning, skin-deep or superficial knowledge. ভাসানো v. to cause to float; to float; to levitate, to set adrift; to flood or overflow.
Samsad Bangla Abhidhan
2nd person intimate future tense and future imperative of ভাসা: ভাসা [ bhāsā ] ক্রি. 1 জল বা বায়ুর উপর ভর করে থাকা বা সঞ্চরণ করা (আকাশে মেঘ ভাসছে, কাগজটা জলে ভাসছে); 2 ডুবে না যাওয়া (শোলা জলে ভাসছে); 3 উদিত হওয়া (কথাটা মনে ভাসছে); 4 প্লাবিত হওয়া (বন্যায় গ্রাম ভাসছে, চোখের জলে বুক ভেসে যায়); 5 প্রবাহিত হওয়া (সুর ভেসে আসছে); 6 সহায়হীন হওয়া (বাপ মরলে ছেলেটা ভেসে যাবে)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. ভাসন্ত; প্লাবিত (বন্যায় ভাসা গ্রাম)। [সং. √ ভাস্ + বাং. আ]। ~ বি. 1 নদী বা জলাশয়ে বিসর্জন (দুর্গাপ্রতিমার ভাসান); 2 মনসা দেবীর কাহিনি-অবলম্বনে পালাগান (মনসার ভাসান শুনতে যাবে); 3 ভাসন্ত অবস্থা। ~নো ক্রি. বি. 1 ভাসিয়ে দেওয়া ('তালদিঘিতে ভাসিয়ে দেব': রবীন্দ্র; স্রোতে গা ভাসানো); 2 প্লাবিত করা (কেঁদে বুক ভাঁসিয়ে দিচ্ছে)। ☐ বি. বিণ. উক্ত দুই অর্থে (জলে ভাসানো নৌকো)। ভাসা-ভাসা বিণ. অগভীর, যৎসামান্য (ভাসা-ভাসা জ্ঞান)।
ভাসবে definitions

Bangla-Tangla Dictionary
2nd person ordinary future tense and future imperative of ভাসা: ভাসা – to float

3rd person ordinary future tense of ভাসা:
ভাসা – to float

Samsad Bengali-English Dictionary
2nd person ordinary future tense and future imperative of ভাসা: ভাসা [ bhāsā ] v to float, to drift; to swim; to be buoyant; to be flooded (with) (বন্যায় দেশ ভাসা); to rise or strike or appear in, to occur to (মনে ভাসা); (fig.) to be overflowing. ভাসান n. immersion (as of an image of a deity); a kind of folk song celebrating activities of some deities (মনসার ভাসান). ভাসা-ভাসা a. shallow, superficial. ভাসা-ভাসা জ্ঞান index learning, skin-deep or superficial knowledge. ভাসানো v. to cause to float; to float; to levitate, to set adrift; to flood or overflow. 3rd person ordinary future tense of ভাসা: ভাসা [ bhāsā ] v to float, to drift; to swim; to be buoyant; to be flooded (with) (বন্যায় দেশ ভাসা); to rise or strike or appear in, to occur to (মনে ভাসা); (fig.) to be overflowing. ভাসান n. immersion (as of an image of a deity); a kind of folk song celebrating activities of some deities (মনসার ভাসান). ভাসা-ভাসা a. shallow, superficial. ভাসা-ভাসা জ্ঞান index learning, skin-deep or superficial knowledge. ভাসানো v. to cause to float; to float; to levitate, to set adrift; to flood or overflow.
Samsad Bangla Abhidhan
2nd person ordinary future tense and future imperative of ভাসা: ভাসা [ bhāsā ] ক্রি. 1 জল বা বায়ুর উপর ভর করে থাকা বা সঞ্চরণ করা (আকাশে মেঘ ভাসছে, কাগজটা জলে ভাসছে); 2 ডুবে না যাওয়া (শোলা জলে ভাসছে); 3 উদিত হওয়া (কথাটা মনে ভাসছে); 4 প্লাবিত হওয়া (বন্যায় গ্রাম ভাসছে, চোখের জলে বুক ভেসে যায়); 5 প্রবাহিত হওয়া (সুর ভেসে আসছে); 6 সহায়হীন হওয়া (বাপ মরলে ছেলেটা ভেসে যাবে)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. ভাসন্ত; প্লাবিত (বন্যায় ভাসা গ্রাম)। [সং. √ ভাস্ + বাং. আ]। ~ বি. 1 নদী বা জলাশয়ে বিসর্জন (দুর্গাপ্রতিমার ভাসান); 2 মনসা দেবীর কাহিনি-অবলম্বনে পালাগান (মনসার ভাসান শুনতে যাবে); 3 ভাসন্ত অবস্থা। ~নো ক্রি. বি. 1 ভাসিয়ে দেওয়া ('তালদিঘিতে ভাসিয়ে দেব': রবীন্দ্র; স্রোতে গা ভাসানো); 2 প্লাবিত করা (কেঁদে বুক ভাঁসিয়ে দিচ্ছে)। ☐ বি. বিণ. উক্ত দুই অর্থে (জলে ভাসানো নৌকো)। ভাসা-ভাসা বিণ. অগভীর, যৎসামান্য (ভাসা-ভাসা জ্ঞান)। 3rd person ordinary future tense of ভাসা: ভাসা [ bhāsā ] ক্রি. 1 জল বা বায়ুর উপর ভর করে থাকা বা সঞ্চরণ করা (আকাশে মেঘ ভাসছে, কাগজটা জলে ভাসছে); 2 ডুবে না যাওয়া (শোলা জলে ভাসছে); 3 উদিত হওয়া (কথাটা মনে ভাসছে); 4 প্লাবিত হওয়া (বন্যায় গ্রাম ভাসছে, চোখের জলে বুক ভেসে যায়); 5 প্রবাহিত হওয়া (সুর ভেসে আসছে); 6 সহায়হীন হওয়া (বাপ মরলে ছেলেটা ভেসে যাবে)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. ভাসন্ত; প্লাবিত (বন্যায় ভাসা গ্রাম)। [সং. √ ভাস্ + বাং. আ]। ~ বি. 1 নদী বা জলাশয়ে বিসর্জন (দুর্গাপ্রতিমার ভাসান); 2 মনসা দেবীর কাহিনি-অবলম্বনে পালাগান (মনসার ভাসান শুনতে যাবে); 3 ভাসন্ত অবস্থা। ~নো ক্রি. বি. 1 ভাসিয়ে দেওয়া ('তালদিঘিতে ভাসিয়ে দেব': রবীন্দ্র; স্রোতে গা ভাসানো); 2 প্লাবিত করা (কেঁদে বুক ভাঁসিয়ে দিচ্ছে)। ☐ বি. বিণ. উক্ত দুই অর্থে (জলে ভাসানো নৌকো)। ভাসা-ভাসা বিণ. অগভীর, যৎসামান্য (ভাসা-ভাসা জ্ঞান)।
ভাসাব definitions

Bangla-Tangla Dictionary
1st person future tense of ভাসানো: ভাসানো – to cause to float
Samsad Bengali-English Dictionary
1st person future tense of ভাসানো: ভাসা [ bhāsā ] v to float, to drift; to swim; to be buoyant; to be flooded (with) (বন্যায় দেশ ভাসা); to rise or strike or appear in, to occur to (মনে ভাসা); (fig.) to be overflowing. ভাসান n. immersion (as of an image of a deity); a kind of folk song celebrating activities of some deities (মনসার ভাসান). ভাসা-ভাসা a. shallow, superficial. ভাসা-ভাসা জ্ঞান index learning, skin-deep or superficial knowledge. ভাসানো v. to cause to float; to float; to levitate, to set adrift; to flood or overflow.
Samsad Bangla Abhidhan
1st person future tense of ভাসানো: ভাসা [ bhāsā ] ক্রি. 1 জল বা বায়ুর উপর ভর করে থাকা বা সঞ্চরণ করা (আকাশে মেঘ ভাসছে, কাগজটা জলে ভাসছে); 2 ডুবে না যাওয়া (শোলা জলে ভাসছে); 3 উদিত হওয়া (কথাটা মনে ভাসছে); 4 প্লাবিত হওয়া (বন্যায় গ্রাম ভাসছে, চোখের জলে বুক ভেসে যায়); 5 প্রবাহিত হওয়া (সুর ভেসে আসছে); 6 সহায়হীন হওয়া (বাপ মরলে ছেলেটা ভেসে যাবে)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. ভাসন্ত; প্লাবিত (বন্যায় ভাসা গ্রাম)। [সং. √ ভাস্ + বাং. আ]। ~ বি. 1 নদী বা জলাশয়ে বিসর্জন (দুর্গাপ্রতিমার ভাসান); 2 মনসা দেবীর কাহিনি-অবলম্বনে পালাগান (মনসার ভাসান শুনতে যাবে); 3 ভাসন্ত অবস্থা। ~নো ক্রি. বি. 1 ভাসিয়ে দেওয়া ('তালদিঘিতে ভাসিয়ে দেব': রবীন্দ্র; স্রোতে গা ভাসানো); 2 প্লাবিত করা (কেঁদে বুক ভাঁসিয়ে দিচ্ছে)। ☐ বি. বিণ. উক্ত দুই অর্থে (জলে ভাসানো নৌকো)। ভাসা-ভাসা বিণ. অগভীর, যৎসামান্য (ভাসা-ভাসা জ্ঞান)।
ভাসিব definitions

Bangla-Tangla Dictionary
shadhu 1st person future tense of ভাসা: ভাসা – to float
Samsad Bengali-English Dictionary
shadhu 1st person future tense of ভাসা: ভাসা [ bhāsā ] v to float, to drift; to swim; to be buoyant; to be flooded (with) (বন্যায় দেশ ভাসা); to rise or strike or appear in, to occur to (মনে ভাসা); (fig.) to be overflowing. ভাসান n. immersion (as of an image of a deity); a kind of folk song celebrating activities of some deities (মনসার ভাসান). ভাসা-ভাসা a. shallow, superficial. ভাসা-ভাসা জ্ঞান index learning, skin-deep or superficial knowledge. ভাসানো v. to cause to float; to float; to levitate, to set adrift; to flood or overflow.
Samsad Bangla Abhidhan
shadhu 1st person future tense of ভাসা: ভাসা [ bhāsā ] ক্রি. 1 জল বা বায়ুর উপর ভর করে থাকা বা সঞ্চরণ করা (আকাশে মেঘ ভাসছে, কাগজটা জলে ভাসছে); 2 ডুবে না যাওয়া (শোলা জলে ভাসছে); 3 উদিত হওয়া (কথাটা মনে ভাসছে); 4 প্লাবিত হওয়া (বন্যায় গ্রাম ভাসছে, চোখের জলে বুক ভেসে যায়); 5 প্রবাহিত হওয়া (সুর ভেসে আসছে); 6 সহায়হীন হওয়া (বাপ মরলে ছেলেটা ভেসে যাবে)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. ভাসন্ত; প্লাবিত (বন্যায় ভাসা গ্রাম)। [সং. √ ভাস্ + বাং. আ]। ~ বি. 1 নদী বা জলাশয়ে বিসর্জন (দুর্গাপ্রতিমার ভাসান); 2 মনসা দেবীর কাহিনি-অবলম্বনে পালাগান (মনসার ভাসান শুনতে যাবে); 3 ভাসন্ত অবস্থা। ~নো ক্রি. বি. 1 ভাসিয়ে দেওয়া ('তালদিঘিতে ভাসিয়ে দেব': রবীন্দ্র; স্রোতে গা ভাসানো); 2 প্লাবিত করা (কেঁদে বুক ভাঁসিয়ে দিচ্ছে)। ☐ বি. বিণ. উক্ত দুই অর্থে (জলে ভাসানো নৌকো)। ভাসা-ভাসা বিণ. অগভীর, যৎসামান্য (ভাসা-ভাসা জ্ঞান)।
ভুলাস definitions

Bangla-Tangla Dictionary
shadhu 2nd person intimate future imperative tense of ভোলানো: ভোলানো – to distract

shadhu 2nd person intimate present simple tense of ভোলানো:
ভোলানো – to distract

Samsad Bangla Abhidhan
shadhu 2nd person intimate future imperative tense of ভোলানো: ভুলানো, ভোলানো [ bhulānō, bhōlānō ] ক্রি. 1 ভুল করানো; 2 বিস্মৃত করানো (ব্যাথা ভুলানো); 3 মুগ্ধ করানো ('আমার নয়ন ভুলানো এলে': রবীন্দ্র)। ☐ বি. উক্ত অর্থে (আমাকে ভুলানো অত সহজ নয়)। ☐ বিণ. যে বা যা ভুলাতে বা মুগ্ধ করতে পারে (ছেলেভুলানো ছড়া)। ভুলো, ভোলা বিণ. প্রায়ই ভুল করে বা ভুলে যায় বা বিস্মৃত হয় এমন (ভুলো লোক, ভোলা মন)। shadhu 2nd person intimate future imperative tense of ভোলানো: ভোলা [ bhōlā ] ক্রি. 1 ভুলে যাওয়া, বিস্মৃত হওয়া (নাম ভোলা, পড়া ভোলা); 2 বশীভূত বা প্রভাবিত হওয়া (লোকের কথায় ভোলা)। ☐ বি. উক্ত অর্থে। ☐বিণ ভুলায় এমন; ভোলে এমন (ভোলা মন)। ~নাথ বি. শিব। ~নো ক্রি. বি. ভুলিয়ে দেওয়া, ভুল করানো। ☐বিণ. যা ভোলায় এমন (ছেলেভোলানো গান)। shadhu 2nd person intimate present simple tense of ভোলানো: ভুলানো, ভোলানো [ bhulānō, bhōlānō ] ক্রি. 1 ভুল করানো; 2 বিস্মৃত করানো (ব্যাথা ভুলানো); 3 মুগ্ধ করানো ('আমার নয়ন ভুলানো এলে': রবীন্দ্র)। ☐ বি. উক্ত অর্থে (আমাকে ভুলানো অত সহজ নয়)। ☐ বিণ. যে বা যা ভুলাতে বা মুগ্ধ করতে পারে (ছেলেভুলানো ছড়া)। ভুলো, ভোলা বিণ. প্রায়ই ভুল করে বা ভুলে যায় বা বিস্মৃত হয় এমন (ভুলো লোক, ভোলা মন)। shadhu 2nd person intimate present simple tense of ভোলানো: ভোলা [ bhōlā ] ক্রি. 1 ভুলে যাওয়া, বিস্মৃত হওয়া (নাম ভোলা, পড়া ভোলা); 2 বশীভূত বা প্রভাবিত হওয়া (লোকের কথায় ভোলা)। ☐ বি. উক্ত অর্থে। ☐বিণ ভুলায় এমন; ভোলে এমন (ভোলা মন)। ~নাথ বি. শিব। ~নো ক্রি. বি. ভুলিয়ে দেওয়া, ভুল করানো। ☐বিণ. যা ভোলায় এমন (ছেলেভোলানো গান)।
ভোলাব definitions

Bangla-Tangla Dictionary
1st person future tense of ভোলানো: ভোলানো – to distract
Samsad Bangla Abhidhan
1st person future tense of ভোলানো: ভুলানো, ভোলানো [ bhulānō, bhōlānō ] ক্রি. 1 ভুল করানো; 2 বিস্মৃত করানো (ব্যাথা ভুলানো); 3 মুগ্ধ করানো ('আমার নয়ন ভুলানো এলে': রবীন্দ্র)। ☐ বি. উক্ত অর্থে (আমাকে ভুলানো অত সহজ নয়)। ☐ বিণ. যে বা যা ভুলাতে বা মুগ্ধ করতে পারে (ছেলেভুলানো ছড়া)। ভুলো, ভোলা বিণ. প্রায়ই ভুল করে বা ভুলে যায় বা বিস্মৃত হয় এমন (ভুলো লোক, ভোলা মন)। 1st person future tense of ভোলানো: ভোলা [ bhōlā ] ক্রি. 1 ভুলে যাওয়া, বিস্মৃত হওয়া (নাম ভোলা, পড়া ভোলা); 2 বশীভূত বা প্রভাবিত হওয়া (লোকের কথায় ভোলা)। ☐ বি. উক্ত অর্থে। ☐বিণ ভুলায় এমন; ভোলে এমন (ভোলা মন)। ~নাথ বি. শিব। ~নো ক্রি. বি. ভুলিয়ে দেওয়া, ভুল করানো। ☐বিণ. যা ভোলায় এমন (ছেলেভোলানো গান)।
ভোলাস definitions

Bangla-Tangla Dictionary
2nd person intimate future imperative tense of ভোলানো: ভোলানো – to distract

2nd person intimate present simple tense of ভোলানো:
ভোলানো – to distract

Samsad Bangla Abhidhan
2nd person intimate future imperative tense of ভোলানো: ভুলানো, ভোলানো [ bhulānō, bhōlānō ] ক্রি. 1 ভুল করানো; 2 বিস্মৃত করানো (ব্যাথা ভুলানো); 3 মুগ্ধ করানো ('আমার নয়ন ভুলানো এলে': রবীন্দ্র)। ☐ বি. উক্ত অর্থে (আমাকে ভুলানো অত সহজ নয়)। ☐ বিণ. যে বা যা ভুলাতে বা মুগ্ধ করতে পারে (ছেলেভুলানো ছড়া)। ভুলো, ভোলা বিণ. প্রায়ই ভুল করে বা ভুলে যায় বা বিস্মৃত হয় এমন (ভুলো লোক, ভোলা মন)। 2nd person intimate future imperative tense of ভোলানো: ভোলা [ bhōlā ] ক্রি. 1 ভুলে যাওয়া, বিস্মৃত হওয়া (নাম ভোলা, পড়া ভোলা); 2 বশীভূত বা প্রভাবিত হওয়া (লোকের কথায় ভোলা)। ☐ বি. উক্ত অর্থে। ☐বিণ ভুলায় এমন; ভোলে এমন (ভোলা মন)। ~নাথ বি. শিব। ~নো ক্রি. বি. ভুলিয়ে দেওয়া, ভুল করানো। ☐বিণ. যা ভোলায় এমন (ছেলেভোলানো গান)। 2nd person intimate present simple tense of ভোলানো: ভুলানো, ভোলানো [ bhulānō, bhōlānō ] ক্রি. 1 ভুল করানো; 2 বিস্মৃত করানো (ব্যাথা ভুলানো); 3 মুগ্ধ করানো ('আমার নয়ন ভুলানো এলে': রবীন্দ্র)। ☐ বি. উক্ত অর্থে (আমাকে ভুলানো অত সহজ নয়)। ☐ বিণ. যে বা যা ভুলাতে বা মুগ্ধ করতে পারে (ছেলেভুলানো ছড়া)। ভুলো, ভোলা বিণ. প্রায়ই ভুল করে বা ভুলে যায় বা বিস্মৃত হয় এমন (ভুলো লোক, ভোলা মন)। 2nd person intimate present simple tense of ভোলানো: ভোলা [ bhōlā ] ক্রি. 1 ভুলে যাওয়া, বিস্মৃত হওয়া (নাম ভোলা, পড়া ভোলা); 2 বশীভূত বা প্রভাবিত হওয়া (লোকের কথায় ভোলা)। ☐ বি. উক্ত অর্থে। ☐বিণ ভুলায় এমন; ভোলে এমন (ভোলা মন)। ~নাথ বি. শিব। ~নো ক্রি. বি. ভুলিয়ে দেওয়া, ভুল করানো। ☐বিণ. যা ভোলায় এমন (ছেলেভোলানো গান)।
লাব definitions

Samsad Bengali-English Dictionary
লাব [ lāba ] n a kind of small brid of the quail family.
Samsad Bangla Abhidhan
লাব [ lāba ] বি. বটের পাখি [সং. লু + অ]।
লাস definitions

Samsad Bengali-English Dictionary
লাস্য, লাস [ lāsya, lāsa ] n a woman's dance; artistic or amorous gestures and postures of women. লাস্যময়ী a. fem. given to dancing; having artistic or amorous gestures and postures.
Samsad Bangla Abhidhan
লাস্য, লাস3 [ lāsya, lāsa3 ] বি. স্ত্রীলোকের নৃত্য বা লীলায়িত ভাবভঙ্গি ('নয়নে তোমার অমর প্রাণের লাস্য': সু. দ.)।[সং. √ লস্ + য, অ]। লাস্য-ময়ী বিণ. (স্ত্রী.) 1 নৃত্যময়ী; 2 লীলায়িত ভাবভঙ্গিযুক্তা।
Off by 4 letters:
অভাব definitions

Bangla-Tangla Dictionary
অভাব – lack, want, scarcity
Samsad Bengali-English Dictionary
অভাব [ abhāba ] n non-existence, absence; want, lack; need; dearth, shortage, scarcity; financial want; indigence; deficiency; deficit. ~গ্রস্ত a. stricken with want, needy; indigent; poverty-stricken, destitute. ~পূরণ n. meeting or supplying wants or needs; making up for deficiency or deficit. ~মুক্ত a. relieved of want or poverty. অভাব মেটানো n. v. re moving or to remove want. ~মোচন n. removal of want or need or poverty; making up for deficiency or deficit. ~মোচন করা v. to remove a want or wants or a need or needs; to make up for deficiency or deficit; to free from poverty or indigence. অভাবে স্বভাব নষ্ট want is at the root of corruption, (cp) necessity knows no law.
Samsad Bangla Abhidhan
অভাব [ abhāba ] বি. 1 না থাকা (টাকার অভাবে কাজটা করা গেল না, তোমার অভাব আমরা অনুভব করছি); 2 অনটন, টানাটানি; দরিদ্র (তাদের সংসারে বড়ই অভাব চলছে, অভাবের সংসার); 3 অসদ্ভাব, অ-ভাব। [সং. ন + √ ভূ +অ]। ~গ্রস্ত বিণ. দরিদ্র, টানাটানির মধ্যে রয়েছে এমন। ~পূরণ বি. দারিদ্র দূর করা। অভাবে স্বভাব নষ্ট অনটনের চাপে সৎপথ থেকে বিচ্যুত হওয়া।
অভ্যাস definitions

Bangla-Tangla Dictionary
অভ্যাস – habit
Samsad Bengali-English Dictionary
অভ্যাস [ abhyāsa ] n practice regular study or exercise; habit; accustoming, acclimatization. ~গত a. habitual. অভ্যাসাধীন a. (to be) mastered by constant practice. অভ্যাসী a. & n. one who practises or studies or learns regularly. fem. অভ্যাসিনী ।
Samsad Bangla Abhidhan
অভ্যস্ত [ abhyasta ] দ্র অভ্যাস। অভ্যাস [ abhyāsa ] বি. 1 সুষ্ঠুভাবে শিক্ষা করার জন্য বারংবার এবং ক্রমাগত চর্চা; 2 ক্রমাগত আচরণের ফলে প্রাপ্ত স্বভাব, যে আচরণ স্বভাবে পরিণত হয়। [সং. অভি + √ অস্ + অ]। অভ্যস্ত বিণ. অভ্যাসের দ্বারা আয়ত্ত, বারবার করা হয় এমন, অভ্যাস আছে এমন (অভ্যস্ত বিদ্যা, অভ্যস্ত জীবন)। অভ্যাসী (-সিন্) বিণ. অভ্যাসকারী, বারংবার আচরণকরী। অভ্যাসিত বিণ. অভ্যস্ত, স্বভাবে পরিণত, অভ্যাসের দ্বারা রপ্ত বা আয়ত্ত।
আপ্লাব definitions

Samsad Bengali-English Dictionary
আপ্লব, আপ্লাব, আপ্লাবন [ āplaba, āplāba, āplābana ] n a flood; a deluge; inundation; bathing. আপ্লাবিত a. flooded; inundated; bathed; drenched.
Samsad Bangla Abhidhan
আপ্লব, আপ্লাব, আপ্লাবণ [ āplaba, āplāba, āplābaṇa ] বি 1 জলপ্লাবন, বন্যা; 2 অবগাহন, স্নান। [সং. আ + &tick প্লু + অ, অন]। আপ্লাবিত বিণ. প্লাবিত, ডুবে গেছে বা বন্যায় ভেসেছে এমন; সিক্ত।

Processing time: 1.73 s