ভালো definitions

Bangla-Tangla Dictionary
ভালো – good
Samsad Bengali-English Dictionary
ভালো [ bhālō ] a good; fair; excellent; auspicious (ভালো দিন); suitable (ভালো সময়); beneficial, wholesome (ভালো উপদেশ); helpful, useful, serviceable (ভালো ওষুধ, ভালো যন্ত্র); healthy, whole, sound (ভালো শরীর); recovered from illness; cured; rectified, corrected, redeemed, re claimed, improved; flourished; honest (ভালো লোক); genuine (ভালো টাকা); innocent, harmless (ভালো মানুষ); proper; quiet, gentle; becoming, fitting; proficient (অঙ্কে ভালো); efficient (ভালো কর্মী); a large number of (সভায় ভালো লোক হবে); plentiful, sufficient (এ বছর ভালো বৃষ্টি হবে); true, official, not used in familiarity (তোমার ভালো নাম কী); great (ভালো যশ). ☐ adv. well; to or in a large number or amount or degree (সভায় লোক ভালো আসবে, সে ভালো খেতে পারে). ☐ n. good, weal, welfare, prosperity (পরের ভালো); right (ভালোমন্দ বিচার). ☐ int. all right (ভালো, তাই হোক); well (ভালো কী বলছ ?). ভালো করা v. to do well (না গিয়ে ভালো করেছ); to do good (to); to do one a good turn; to cure, to heal; to rectify or reclaim; to improve; to console or stimulate (মন ভালো করা). ভালো করে adv. well; care fully; minutely; meticulously; properly; at ease (ভালো করে শোয়া); soundly (ভালো করে মারা). ভালো খাওয়া v. to be accustomed to eat (and drink) choice things; to eat well; to be capable of eating much; to eat much. ভালো চলা v. (of vehicles, business-organizations, domes tic or other establishments) to run well, to run smoothly; to have sufficient means for subsistence or for other purposes. ভালো থাকা v. to be in good health, to be well; to be happy; to be cosy and comfortable (মায়ের কোলে শিশুরা ভালো থাকে); to live in prosperity (ধনীর মেয়ে বিয়ে করে সে আছে ভালো); to live honestly (চোরটা এবার থেকে ভালো থাকবে); to be in good condition (রোদে দিলে গরম জামাকাপড় ভালো থাকে); to be quiet or gentle (কোঁতকা খেলে দুর্বৃত্তেরা ভালো থাকে). ভালো দেখানো v. to look well; to look beautiful; to look healthy; to look honest; to appear as becoming or befitting. ভালো বলা v. to speak well; to speak well of, to approve; to praise, to laud; to give good counsel, to advise well. ভালো লাগা v. to be to one's liking; to appear good to one; to taste or sound or seem well. ভালো হওয়া v. to recover from illness, to come round; to be cured; to be beneficial or profitable; to do good to (এতে তোমার ভালো হবে); to be corrected or re claimed; to be good (ছেলেটি ভালো হবে); to improve or flourish (অবস্থা ভালো হওয়া); to prosper, to be prosperous তোমার ভালো হোক); to assemble or come in a large number. ভালো আপদ an expression denoting: disgust, trouble etc.; what a pest! ভালো কথা1 good counsel; profitable or moral advice. ভালো কথা2 by the way (ভালো কথা, তুমি কি কাল যাবে ?). ভাল ঘর a respectable or marriageable family. ভালো জ্বালা same as ভালো আপদ । ভালো থাকা v. to be well, to get on well; to have good time. ভালো থেকো v. have a good time. ভালো মনে adv. sincerly; open-heartedly. ভালোমন্দ n. good and bad; right and wrong; accident, mishap, death etc. (ভালোমন্দ ঘটা); choice articles of food. ভালো মানুষ n. a good man, a good soul; (derog.) a weak-minded person, a simpleton. ভালো মানুষ সাজা v. to pretend to be a good man; to pretend to be innocent. ভালো মানুষি n. honest and blameless conduct; (derog.) pretence of honesty and innocence. ভালোয় ভালোয় adv. safely, in safety; without let or hindrance.
Samsad Bangla Abhidhan
ভালো [ bhālō ] বিণ. 1 উত্তম (ভালো জিনিস); 2 শুভ, হিতকর (ভালো উপদেশ); 3 নীরোগ, সুস্থ (ভালো শরীর); 4 সৎ (ভালো লোক); 5 নিরীহ (ভালো মানুষ); 6 সুন্দর, মানানসই (ভালো দেখায় না, ভালো শুনায় না); 7 দক্ষ, পটু (ভালো মিস্ত্রি)। ☐ বি. শুভ, মঙ্গল, উপকার (পরের ভালো, দেশের ভালো, তোমার ভালো হোক)। ☐ অব্য. আচ্ছা, বেশ (ভালো, তাই হোক)। [প্রাকৃ. ভল্লঅ]। ভালো আপদ, ভালো জ্বালা বিরক্তি কষ্ট প্রভৃতি সূচক উক্তি বিশেষ (ভালো আপদ, আমি আবার ওকথা কখন বললাম?)। ভালো কথা বি. হিতবাক্য, উপকারী বা উৎকৃষ্ট উপদেশ। ☐ অব্য. হঠাৎ মনে পড়ল-এই ভাবসূচক উক্তি (ভালো কথা, তুমি কবে দিল্লি যাবে?)। ভালো করা ক্রি. বি. রোগমুক্ত করা উপকার করা (আমাকে সদুপদেশ দিয়ে ভালো করেছেন)। ভালো থাকা ক্রি. বি. সুস্থ থাকা স্বচ্ছন্দে থাকা (ভালো থেকো)। ভালো দেখানো ক্রি. বি সুন্দর বা মানানসই দেখানো (নিজ থেকে ওখানে যাওয়াটা ভালো দেখায় না)। ভালো রে ভালো ! বিরক্তি কষ্ট বিস্ময় প্রভৃতি সূচক উক্তিবিশেষ। ভালো লাগা ক্রি. বি. 1 উত্তম তৃপ্তিকর বা স্বাদু মনে হওয়া; 2 সুস্থ বোধ করা (আজ অনেকটা ভালো লাগছে)। ভালো হওয়া ক্রি. বি. 1 রোগমুক্ত হওয়া; 2 অসৎ থেকে সৎ হওয়া (বিপথে গিয়েছিল, এখন ভালো হয়েছে); 3 মঙ্গল বা উপকার হওয়া (ভগবান করুন, তোমার যেন ভালো হয়)। ~মন্দ বি. 1 শুভাশুভ; মঙ্গলামঙ্গল; 2 একঘেয়েমি থেকে মুক্তি দেয় এমন জিনিস, ভালো জিনিস (বন্ধুর বাড়ি গিয়ে ভালোমন্দ খেয়েছে)। ~মনে ক্রি-বিণ. সরল মনে। ভালোয় ভালোয় ক্রি-বিণ. নিরাপদে (ভালোয় ভালোয় পৌঁছতে পারলে বাঁচি)। ভ্যালা [ bhyālā ] বিরক্তি বিদ্রুপ প্রভৃতিতে ভালো -র বিকৃত রূপ (ভ্যালা বিপদ, ভ্যালা ঝামেলা হল দেখছি)।

Processing time: 1.26 s