ভাই definitions

Bangla-Tangla Dictionary
ভাই – brother, younger brother
Samsad Bengali-English Dictionary
ভাই [ bhāi ] n a brother; a cousin-brother, a cousin; (chiefly voc.) a grandson or grand-nephew, a friend; (voc.) a gentleman (সরে দাঁড়ান ভাই). ভাইঝি n. a brother's daughter, a niece. ভাইঝি-জামাই n. a niece's husband. ~দ্বিতীয়া same as ~ফোঁটা । ~পো n. a brother's son, a nephew. ~ফোঁটা n. the ceremony of ভ্রাতৃদ্বিতীয়া (see ভ্রাতৃ). ~বন্ধু, ~বেরাদর n. kinsfolk and friends, one's own people. emphatic of ভা: ভা [ bhā ] n glow, radiance, shine, lustre; light; a beam, a ray.
Samsad Bangla Abhidhan
ভাই [ bhāi ] বি. একই মাতাপিতার পুত্র (সহোদর) কিংবা একই পিতার কিন্তু ভিন্ন মাতার পুত্র (বৈমাত্রেয়) কিংবা একই মাতার কিন্তু ভিন্ন পিতার পুত্র; ভ্রাতা; ভ্রাতৃস্থানীয় ব্যক্তি বা তাকে সম্বোধন। [< সং. ভ্রাতৃ]। ~ঝি বি. ভাইয়ের মেয়ে। ~পো বি. ছোটো ভাইয়ের বা বড়ো ভাইয়ের ছেলে। ~ফোঁটা বি. ভ্রাতৃদ্বিতীয়ায়, কখনো-কখনো প্রতিপদে, বোন কর্তৃক ভাইয়ের কল্যাণকামনায় তার কপালে ফোঁটা দেওয়ার হিন্দু অনুষ্ঠান। ~বউ বি. ভাইয়ের স্ত্রী। ~বেরাদার বি. আত্মীয়স্বজন (ভাইরেরাদার পালাও এখন কাজি)। ভাই ভাই সম্পর্ক ভ্রাতৃতুল্য স্নেহের বন্ধন emphatic of ভা: ভা [ bhā ] বি. 1 দীপ্তি, প্রভা, জ্যোতি। [সং. √ ভাস্ + ক্বিপ্]।

Processing time: 0.45 s