ব্রতী definitions

Bangla-Tangla Dictionary
ব্রতী – Brati [name]
Samsad Bengali-English Dictionary
ব্রতী [ bratī ] a observing a vow; engaged or employed (in) (যুদ্ধব্রতী); initiated into. fem. ব্রতিনী ।
Samsad Bangla Abhidhan
ব্রত [ brata ] বি. 1 পুণ্যলাভ ইষ্টলাভ পাপক্ষয় প্রভৃতির জন্য অনুষ্ঠিত ধর্মকার্য, ধর্মানুষ্ঠান; 2 তপস্যা; 3 সংযম। [সং. √ বৃ + অত]। ~কথা বি. যে দেবতার আরাধনার জন্য ব্রত করা হয়, সেই দেবতার মাহাত্ম্যকাহিনি। ~চারী (-রিন) বিণ. বি. ব্রতপালনকারী। ☐ বি. গুরুসদয় দত্ত-প্রবর্তিত নৃত্যবিশেষ। স্ত্রী. ~চারিণী। ~ধারী (-রিন্) বিণ. ব্রত আচরণকারী। স্ত্রী. ~ধারিণীব্রতী (-তিন্) বিণ. ব্রত গ্রহণ করেছে এমন, পুণ্যকর্ম অনুষ্ঠানকারী (শিক্ষাব্রতী, পুণ্যকর্মে ব্রতী)।

Processing time: 1.37 s