Off by 1 letter:
ব definitions

Bangla-Tangla Dictionary
2nd person intimate present imperative tense of বওয়া: বওয়া – to flow, to carry
Samsad Bengali-English Dictionary
[ b ] n the twenty-third letter of the Bengali alphabet.
Samsad Bangla Abhidhan
[ b ] বাংলা বর্ণমালার ত্রয়োবিংশ ব্যঞ্জনবর্ণ, অল্পপ্রাণ ওষ্ঠ্য স্পৃষ্ট 'ব্'-ধ্বনির বর্ণরূপ।
বৈধ definitions

Bangla-Tangla Dictionary
বৈধ – valid
Samsad Bengali-English Dictionary
বৈধ [ baidha ] a lawful, legal; just; formal. বৈধ ক্রিয়া lawful act or rite. বৈধ অধিকার legal or lawful or just right.
Samsad Bangla Abhidhan
বৈধ [ baidha ] বিণ. 1 বিধিসম্মত, ন্যায্য, যথোচিত (বৈধ উপায়); 2 আইনসম্মত (বৈধ স্ত্রী)। ~তা বি. 1 ন্যায্যতা; 2 আইনানুগতা (এই সিদ্ধান্তের বৈধতা যাচাই করতে হবে)।
বৈর definitions

Samsad Bengali-English Dictionary
বৈর [ baira ] n hostility, enmity. ~নির্যাতন n. persecution of an enemy. বৈরনির্যাতন করা v. to persecute an enemy. ~ভাব n. hostility; enmity. ~সাধন n. hostility, enmity.
Samsad Bangla Abhidhan
বৈর [ baira ] বি. শত্রুতা (জাতিবৈর)। [সং. বীর + অ]। ~নির্যাতন বি. শত্রুপীড়ন, শত্রুর প্রতি প্রতিহিংসা গ্রহণ। ~সাধন বি. শত্রুতা করা। বৈরিতা বি. শত্রুতা; বিদ্বেষ। বৈরী (-রিন্) বিণ. বি. শত্রু, বিদ্বেষী। বৈরী-দমন বি. শত্রুদমন। বৈরী-ভাবাপন্ন বিণ. শত্রুর মতো মনোভাবযুক্ত, শত্রুভাবাপন্ন। বৈরিতা, বৈরী [ bairitā, bairī ] দ্র বৈর
Off by 2 letters:
অব definitions

Bangla-Tangla Dictionary
অব [English] of
Samsad Bengali-English Dictionary
অব1 [ aba1 ] pfx indicating: certainty, inferiority, baseness, expanse, downwards, in ward, encircling, absence, contrariety, middle etc., ab-, apo-, de-, i-, ob-. অব2 [ aba2 ] adv (obs. & poet.) now ('সখি অব কি করব উপদেশ').
Samsad Bangla Abhidhan
অব1 [ aba1 ] (প্রা. মধ্য বাং.) অব্য. ক্রি-বিণ. এখন, এবার ('সখি অব কি করব উপদেশ': গো. দা.)। [হি.]। অব2 [ aba2 ] অব্য. নিশ্চয়তা, নিকৃষ্টতা, বিস্তার, নিম্নগতি প্রভৃতি বোঝায় এমন উপসর্গবিশেষ।
অবৈধ definitions

Bangla-Tangla Dictionary
অবৈধ – invalid
Samsad Bengali-English Dictionary
অবৈধ [ abaidha ] a unlawful, illegal; unauthorized, ultra vires; improper; prohibited; illicit (অবৈধ প্রণয়); illegitimate (অবৈধ সন্তান); unfair (অবৈধ উপায়). ~তা n. un lawfulness, illegality; lack of authority; scriptural opposition; impropriety; prohibitedness; illicitness; illegitimacy; unfairness.
Samsad Bangla Abhidhan
অবৈধ [ abaidha ] বিণ. বিধিসম্মত নয় এমন; নীতিবিরুদ্ধ; বেআইনি। [সং. ন + বৈধ]। বি. ~তাঅবৈধ পর্ণয় বি. নিষিদ্ধ প্রেম; পরকীয়া প্রেম।
আব definitions

Samsad Bengali-English Dictionary
আব [ āba ] n an excrescence (usu. spherical) on the skin, a tumour.
Samsad Bangla Abhidhan
আব1 [ āba1 ] বি. দেহে উৎপন্ন মাংসপিণ্ড বা এই রোগ, tumour [সং.অর্বুদ]। আব2 [ āba2 ] বি. 1 জল (পাঞ্জাব, দোআব); 2 উজ্জ্বলতা। [ফা. আব্]।
উব definitions

Bangla-Tangla Dictionary
shadhu 2nd person ordinary present simple tense of ওবা: ওবা – to vanish

shadhu 2nd person ordinary present imperative tense of ওবা:
ওবা – to vanish

ওব definitions

Bangla-Tangla Dictionary
2nd person ordinary present simple tense of ওবা: ওবা – to vanish
কব definitions

Samsad Bangla Abhidhan
কব1 [ kaba1 ] ক্রি. 'কহিব' ক্রিয়ার রূপভেদ; বলব (দোষ-গুণ কব কার)। [বাং. √ কহ্]। কব2 [ kaba2 ] অব্য. ক্রি-বিণ. (ব্রজ.) কখন, কবে। [সং. কদাতু. হি. কব]। কবহুঁ, কবহু [ kabahu, n̐kabahu ] অব্য. ক্রি-বিণ. (ব্রজ.) কখনো। [কব2 দ্র]।
টব definitions

Bangla-Tangla Dictionary
টব – tub
Samsad Bengali-English Dictionary
টব [ ṭaba ] n a tub.
Samsad Bangla Abhidhan
টব [ ṭaba ] বি জল রাখার বা ফুলগাছ রোপণ করার পাত্রবিশেষ (ফুলের টব, জলের টব)। [ইং. tub]
তব definitions

Bangla-Tangla Dictionary
তব – the Sanskritic form of তোমার
Samsad Bengali-English Dictionary
তব1 [ taba1 ] pro. a (used in poetry) your, yours, thy, thine. তব2 [ taba2 ] adv. & con then.
Samsad Bangla Abhidhan
তব1 [ taba1 ] সর্ব. (কাব্যে) তোমার ('তব শুভ আশিস মাগে' : রবীন্দ্র)। [সং. তব]। তব2 [ taba2 ] অব্য. (ব্রজ.) 1 তখন; 2 তবে, তা হলে ('তব গাওই দুহুঁ মেলি': বৈষ্ণবদাস)। [হি. তব]। ~হি, ~হিঁ অব্য. 1 তৎক্ষণাৎ, তখনই; 2 তবেই ('তৈখনে রোখ তবহিঁ পরসাদ': গো. দা)। ~হু, ~হুঁ অব্য. তথাপি, তবুও ('তবহুঁ মনোরথ পুর': রাধামোহন ঠাকুর)। তবহি, তবহিঁ, তবহু, তবহুঁ [ tabahi, tabahi, n̐tabahu, tabahu ] দ্র তব2
থৈ definitions

Samsad Bangla Abhidhan
থৈ, থৈ থৈ [ thai, thai thai ] যথাক্রমে থই ও থইথই -এর বানানভেদ।
নব definitions

Bangla-Tangla Dictionary
নব – new
Samsad Bengali-English Dictionary
নব1 [ naba1 ] a new; novel; young; modern, re cent; new-born; newly grown; early; fresh. ~কারিকা n. a newly-married wife. ~কার্তিক n. infant Kartikeya (কার্তিকেয়); (sarcas.) a very ugly man; (hum.) a foppish gallant. ~কুমার n. a new-born son. ~গঠিত a. newly-formed, newly constructed or composed. ~জলধর n. a newly-formed cloud, a fresh cloud. ~জলধরপটল n. a heap of fresh clouds, cumulus. ~জলধরশ্যাম a. as charmingly dark as a fresh rain-bearing cloud. ~জাগরণ, ~জাগৃতি n. resurgence, new awakening; rebirth, regeneration, renaissance. ~জাত a. new-born; newly grown or produced. ~জাতক n. a new born baby. ~জীবন n. a new life; young life; a fresh lease of life; (fig.) rejuvenation or renascence. ~ত্ব n. newness; novelty; modernity; freshness; novelty. ~দম্পতি, ~দম্পতী n. a newly married couple. ~দল n. a fresh or new or tender leaf of a lotus. ~নিযুক্ত a. newly appointed. ~পল্লব n. a young leaf or twig or shoot or sprout. ~বধূ n. a newly married wife or bride. ~বর্ষ n. New Year. ~বসন্ত n. early spring; a new spring. ~বিধান n. a new law or system; a new order of the Brahma Samaj founded by Keshabchandra Sen; (Christ.) the New Testament. ~মল্লিকা, ~মালিকা n. a variety of jasmine. ~যুবক n. a young man; (cp.) a greenhorn. fem. ~যুবতী a young woman. ~যৌবন n. early youth, the first flush of youth, the prime of youth; a fresh lease of youth; rejuvenation, rejuvenescence. ~যৌবন সম্পন্ন a. in the prime of one's youth. fem. নবযৌবনসম্পন্না, নবযৌবনা । নব2 [ naba2 ] a. & n nine. ☐ a. ninth. ~গুণ same as নবলক্ষণ । ~গ্রহ n. (astr. & astrol.) the nine planets (collectively), namely the sun, the moon, Mars, Mercury, Jupiter, Venus, Saturn, the Dragon's head or ascending node, and the Dragon's tail or descending node. ~চত্বারিংশ a. forty-nine. ~চত্বারিংশৎ n. & a. forty-nine. ~চত্বা রিংশত্তম a. forty-ninth. fem. ~চত্বা রিংশত্তমী । ~দুর্গা n. the nine manifestations collectively of Goddess Durga (দুর্গা). ~দ্বার n. nine vents or inlets or outlets in the human body. ~ধা a. nine times, ninefold; of nine kinds. ☐ adv. by nine times; in nine ways. ~নবতি n. & a. ninty-nine. ~নবতিতম a. ninety-ninth. fem. ~নবতিতমী । ~পত্রিকা n. the image of a female deity formed with leaves of nine plants. ~বিংশতি n. & a. twenty-nine. fem. ~বিংশতিতমী । ~রত্ন n. the nine most precious gems, namely, pearl, ruby, chrysoberyl or cat's eye, zircon or jacinth, diamond, (red) coral, beryl, emerald, and sapphire; (hist.) the nine courtiers of King Vikramaditya famous for their learning, wisdom and mastery in arts and letters. ~রত্নসভা n. the court of King Vikramaditya consisting of the aforesaid nine courtiers. ~রস n. the nine poetical flavours or re actions, namely love, heroism, pathos, amazement, anger, fright, comicality, disgust and quietude. ~শায়ক , (coll.) ~শাক , (coll.) ~শাখ n. the spicedealer, the garland-maker, the weaver, the milkman, the barber, the grower of be tel-leaves, the black-smith, the potter and the confectioner: these nine Hindu communities collectively.
Samsad Bangla Abhidhan
নব1 [ naba1 ] বিণ. 1 নতুন, নবীন (নব বধূ, নব বস্ত্র, নব কলেবর, নববর্ষ); 2 সদ্যোজাত (নবজাতক, নব কিশলয়); 3 টাটকা, তাজা, তরুণ (নবাঙ্কুর, নব জলধর)। [সং. √ নু + অ]। ~কার্তিক বি. 1 শিশু কার্তিকেয়; 2 শিশু কার্তিকের মতো সুন্দর ব্যক্তি; 3 (ব্যঙ্গে) খুব কালো এবং কুৎসিত লোক। ~গঠিত বিণ. সদ্য তৈরি হয়েছে এমন। ~জল-ধর-শ্যাম বি. নতুন মেঘের মতো কৃষ্ণাভ বা নীল বর্ণ। ~জাত বিণ. সদ্যপ্রসূত, সদ্য জন্ম হয়েছে বা উৎপন্ন হয়েছে এমন (নবজাত শিশু)। ~জাতক বি. সদ্যোজাত শিশু ('নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার': সুকান্ত)। ~জীবন বি. নতুন জীবন; পুনর্জন্ম; (আল.) দুরবস্থার পরবর্তী উন্নত বা সুখের অবস্থা। ~দম্পতি বি. সদ্যবিবাহিত স্বামী-স্ত্রী। ~পল্লব বি. নতুন পাতা, সদ্য যে পাতা গজিয়েছে। ~বিধান বি. 1 নতুন নিয়ম বা ব্যবস্থা; 2 কেশবচন্দ্র সেন-প্রবর্তিত ব্রাহ্ম ধর্মসম্প্রদায়ের শাখাবিশেষ। ~মল্লিকা, ~মালিকা বি. মালতীজাতীয় ফুলবিশেষ বা তার গাছ। ~যুগ বি. নতুন যুগ বা কাল। ~যুবক বি. যার যৌবন সদ্য আরম্ভ হয়েছে। স্ত্রী. ~যুবতী। ~যৌবন বি. যে যৌবন সদ্য আরম্ভ হয়েছে, প্রথম যৌবন, অচিরপ্রবৃত্ত যৌবন। বিণ. বি. স্ত্রী. ~যৌবনা নব2 [ naba2 ] (-বন্) বি. বিণ. 9 সংখ্যা বা সংখ্যক, নয় (নবগ্রহ, নবরত্নসভা)। [সং. √ নু + অন্ = নবন্]। ~গুণ দ্র নবলক্ষণ। ~গ্রহ বি. প্রাচীন মত অনুযায়ী সূর্য চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু ও কেতু-এই নয়টি গ্রহ; এবং আধুনিক মতে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি প্লুটো ইউরেনাস নেপচুন ও পৃথিবী এই নয়টি গ্রহ। ~দুর্গা বি. পার্বতী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্মাণ্ডা স্কন্দমাতা কাত্যায়নী কালরাত্রি মহাগৌরী সিদ্ধিদা-এই নয়টি দুর্গামূর্তি। ~দ্বার বি. দুই চক্ষু দুই কর্ণ নাসারন্ধ্র মুখ পায়ু ও উপস্থ-শরীরের এই নয়টি পথ বা ছিদ্র। ~ধা বিণ. ক্রি-বিণ. 1 নয়প্রকার (নবধা লক্ষণ); 2 নয়প্রকারে (নবধা বিভক্ত); 3 নয়বার বা নয়বারে (নবধা গমন)। ~পত্রিকা বি. কলা কচু ধান হলুদ ডালিম বেল অশোক জয়ন্তী ও মানকচু-এই নয়টি গাছের পাতা দিয়ে তৈরি এবং কলাপাতা দিয়ে ঢাকা স্ত্রীমূর্তি, কলাবউ। ~রত্ন বি. 1 মুক্তা মাণিক্য বৈদূর্য গোমেদ বজ্র বিদ্রূম পদ্মরাগ মরকত নীলকান্ত-এই নয়টি রত্ন; 2 ধন্বন্তরি ক্ষপণক অমরসিংহ শঙ্কু বেতালভট্ট ঘটকর্পর কালিদাস বরাহমিহির বররুচি রাজা ব্রক্রমাদিত্যের এই নয়জন সভাপণ্ডিত; 3 নয়টি চূড়াযুক্ত দেবমন্দির। নবরত্নসভা বি. রাজা বিক্রমাদিত্যের নয়জন পণ্ডিতসমৃদ্ধ সভা। ~রস বি. (অল.) আদি (বা শৃঙ্গার) হাস্য করুণ রৌদ্র বীর ভয়ানক বীভৎস অদ্ভুত শান্ত-অলংকারশাস্ত্রনির্দিষ্ট এই নয় রস। ~রাত্র বি. আশ্বিনমাসের শুক্লপক্ষের প্রতিপদ থেকে নবমী পর্যন্ত নয় তিথিতে পালনীয় ব্রতবিশেষ। ~ বিণ. নবীন, নতুন। ~লক্ষণ, ~গুণ বি. আচার বিনয় বিদ্যা প্রতিষ্ঠা তীর্থদর্শন নিষ্ঠা আবৃত্তি তপ ও দান-ব্রাহ্মণ বা কুলীনের এই নয়টি গুণ বা কুললক্ষণ। ~শায়ক, (কথ্য) ~শাক, (কথ্য) ~শাখ বি. তাঁতি মালাকার সদ্গোপ নাপিত বারুই কামার কুম্ভকার তিলি ময়রা-বাঙালি হিন্দুজাতির এই নয়টি শ্রেণি বা শাখা। নবপত্রিকা [ nabapatrikā ] দ্র নব2 নবযুগ, নবরাত্র, নবলক্ষণ, নবশায়ক, নবশাক [ nabayuga, nabarātra, nabalakṣaṇa, nabaśāẏaka, nabaśāka ] দ্র নব2 নবহুঁ [ nabahu ] বিণ. (প্রা. কাব্যে) নতুন, নবীন। [নব1 দ্র]।
নৈ definitions

Samsad Bangla Abhidhan
নৈ [ nai ] বিণ. নবজাত (নৈ বাছুর)। [সং. নব-তু. হি. নঈ]।
বই definitions

Bangla-Tangla Dictionary
বই – book

1st person present simple tense of বওয়া:
বওয়া – to flow, to carry

1st person present imperative tense of বওয়া:
বওয়া – to flow, to carry

Samsad Bengali-English Dictionary
বই1 [ bi1 ] n the root of a kind of arum. বই2 [ bi2 ] n a book; a register. বইয়ের পোকা (lit. & fig.) a bookworm. ~পত্র n. books and similar other things. বই বাঁধানো v. to bind books; to get books bound. ~মেলা n. a book fair. বই3 [ bi3 ] prep without, except, other than (তোমা বই জানি না).
Samsad Bangla Abhidhan
বই1 [ bi1 ] বি. 1 পুস্তক, গ্রন্থ; 2 খাতা (হিসাবের বই)। [আ. বহী]। ~বাজার বি. যেখানে একসঙ্গে বহু বই প্রদর্শিত ও সস্তাদরে বিক্রয় হয়। ~মেলা বি. বইয়ের প্রদর্শনী ও বিক্রয়ের অস্থায়ী স্থান। বই2 [ bi2 ] বি. কচুর লতা বা লতি। [দেশি]। বই3 [ bi3 ] ক্রি. বহন করি, বয়ে বেড়াই (ভূতের বোঝা বই)। [বাং. বহা ক্রিয়ার উত্তম পুরুষে বহি-র চলিত ও কথ্য রূপ]। বই4, (বর্জি.) বৈ [ bi4, (barji.) bai ] অব্য, ব্যতীত, ছাড়া, ভিন্ন (একদিন বই দুদিন নয়)। [সং. ব্যতীত]। ~কি অব্য. নিশ্চয়তা, ঔচিত্য আগ্রহ ইত্যাদি সূচক (হবে বইকি, যায় বইকি, তা বইকি)।
বউ definitions

Bangla-Tangla Dictionary
বউ – wife
Samsad Bengali-English Dictionary
বউ [ bu ] n wife; a daughter-in-law; a brother's wife, a sister-in-law; a married woman esp. one who usually keeps to a gynaeceum (usu. ঘরের বউ); a housewife; a newly-married wife (বউভাত). বউ-কথা-কও n. the Indian nightingale. বউ-কাটকি n. a woman given to torturing her daughter-in-law. ~ড়ি n. a young wife; a childwife. ~দিদি, (coll.) ~দি n. an elder brother's wife, a sister-in-law. ~ভাত same as পাকস্পর্শ (see পাক2). ~মা n. a son's wife, a daughter-in-law; a younger brother's wife, a sister-in-law. ~মানুষ n. a married woman usually keeping to a gynaeceum; a newly-married woman.
Samsad Bangla Abhidhan
বউ, বৌ [ bu, bau ] বি. 1 পত্নী, স্ত্রী (বিয়ের পর বউকে নিয়ে বেড়াতে গেল); 2 কুলবধূ বা কুলনারী (পাড়ার বউ-ঝিরাও নীরব ছিল না); 3 নববধূ (বউভাত); 4 পুত্রবধূ বা তত্তুল্যা। [প্রাকৃ. বহু < সং. বধূ]। বউ কথা কও বি. কোকিলজাতীয় পাখিবিশেষ, পাপিয়া। ~কাঁটকি বি. যে শাশুড়ি পুত্রবধূকে নিরন্তর খোঁটা ও গঞ্জনা দেয়। ~ড়ি বি. অল্পবয়স্কা বধূ। ~দি, ~দিদি বি. দাদার বউ। ~ভাত বি. হিন্দুবিবাহে বরের আত্মীয়স্বজনের নববধূর দেওয়া অন্ন গ্রহণরূপ অনুষ্ঠানবিশেষ, পাকস্পর্শ। ~মা বি. পুত্রবধূ বা তত্তুল্যা কোনো বধূ বা কনিষ্ঠ ভ্রাতার পত্নী। বৌ, বৌদিদি [ bau, baudidi ] দ্র বউ বৌভাত, বৌমা [ baubhāta, baumā ] দ্র বউ
বও definitions

Bangla-Tangla Dictionary
2nd person ordinary present simple tense of বওয়া: বওয়া – to flow, to carry

2nd person ordinary present imperative tense of বওয়া:
বওয়া – to flow, to carry

বক definitions

Bangla-Tangla Dictionary
2nd person ordinary present simple tense of বকা: বকা – to scold
Samsad Bengali-English Dictionary
বক [ baka ] n a species of long-necked white bird, the stork; (cp.) the egret, the heron, the crane; a kind of heron shaped flower. বক দেখানো v. to taunt by cupping one's palms almost in the shape of a heron. ~ঠুঁটো n. a species of river fish with a long and slender beak. ~ধার্মিক a. feigning or simulating virtuousness or piety, sanctimonious; hypocritical. ~বৃত্তি n. feigned virtuousness or piety, sanctimony; hypocrisy, dissimulation. ~যন্ত্র n. a flask with a long bentback neck used in distillation, a retort, a still; stethoscope. 2nd person ordinary present simple tense of বকা: বকা1 [ bakā1 ] v to indulge in garrulity; to prattle, to talk overmuch; to scold, to chide.
Samsad Bangla Abhidhan
বক [ baka ] বি. 1 মাছ শিকারে পটু সাধারণত সাদা পাখিবিশেষ; 2 মহাভারতে বর্ণিত ভীম কর্তৃক নিহত রাক্ষসবিশেষ; 3 সাদা রঙের ফুলবিশেষ। [সং. √ বঙ্ক্ + অ]। বক (বগ) দেখানো ক্রি. বি. বকের গলা ও মুখের মতো হাত বেঁকিয়ে অশোভনভাবে বিদ্রুপ করা। ~ধার্মিক বিণ. বি. ধার্মিকতার ভানধারী; ধর্মধ্বজাধারী; ভণ়্ড। 2nd person ordinary present simple tense of বকা: বকা1 [ bakā1 ] ক্রি. বি. 1 বাচালতা প্রকাশ করা, বকবক করা (ছেলেটি রড্ড বকে); 2 (অনর্থক বা অধিক) কথা বলা (বেশি বকছ কেন, আমি সব জানি); 3 তিরস্কার করা, ধমকানো (দাদা বকবে)। [সং. √ বচ্ + বাং. আ]। ~নো ক্রি. বি. বাজে কথা বলানো; অনর্থক বা বেশি কথা বলানো। ~ঝকা বি. বকুনি, তিরস্কার। ~বকি বি. 1 তিরস্কার, বকুনি; 2 বিতর্ক; 3 কলহ।
বচ definitions

Samsad Bengali-English Dictionary
বচ [ baca ] n the sweet-flag.
Samsad Bangla Abhidhan
বচ [ baca ] বি. ঝাল বা কটু কন্দবিশেষ। [সং. বচা]।
বট definitions

Bangla-Tangla Dictionary
বট – banyan tree
Samsad Bengali-English Dictionary
বট [ baṭa ] n the banyan tree. ~পত্র n. a banyan leaf. ~মূল n. the base or foot of a banyan tree.
Samsad Bangla Abhidhan
বট [ baṭa ] বি. সুবৃহৎ ও দীর্ঘজীবী গাছবিশেষ, ন্যগ্রোধ। [সং. √ বট্ + অ]।

Processing time: 1.74 s