বিপদের definitions

Bangla-Tangla Dictionary
genitive of বিপদে: বিপদে – (+ ফেলা = to endanger)

genitive of বিপদ:
বিপদ – danger

Samsad Bengali-English Dictionary
genitive of বিপদ: বিপদ [ bipada ] n a danger; a mishap, a disaster; a difficulty, a trouble; adversity. বিপদে পড়া v. to run or fall into a danger, to be involved in a danger. বিপদে ফেলা v. to involve in a danger, to endanger, to imperil. বিপদাপদ n. pl. dangers and difficulties. বিপদাপন্ন a. endangered, imperilled. বিপদুদ্ধার করা v. to rescue or deliver from danger. ~কাল n. time of danger, a critical time. ~গ্রস্থ same as বিপন্ন । ~চিহ্ন n. danger signal. ~বহুল a. fraught with dangers and difficulties. ~বার্তা n. a warning. ~ভঞ্জন a. removing or counteracting dangers and difficulties. ~সংকুল same as ~বহুল
Samsad Bangla Abhidhan
genitive of বিপদ: বিপদ, (অপ্র.) বিপৎ (বিপদ্) [ bipada, (apra.) bipat (bipad) ] বি. 1 সংকট, বিপত্তি, আপদ; 2 ঝঞ্ঝাট, ঝামেলা (এ কী উটকো বিপদ?); 3 দুর্ঘটনা, দুর্দৈব; 4 দুরবস্থা (বিপদের দিনে কারও সাহায্য পায়নি)। [সং. বি + √ পদ্ + ক্বিপ্]। বিপৎ-কাল বি. বিপজ্জনক সময়, বিপদের সময়। বিপৎ-পাত বি. বিপদ ঘটা (বিপৎপাতের সম্ভাবনা)। বিপদ্-গর্ভ, বিপদ-গর্ভ বিণ. বিপজ্জনক, বিপদের সম্ভাবনাযুক্ত। বিপদ্-গ্রস্ত, বিপদ-গ্রস্ত বিণ. বিপদে পতিত, বিপন্ন। বিপদ-চিহ্ন, বিপদ্-চিহ্ন বি. বিপদ সম্বন্ধে সাবধান করার জন্য চিহ্ন। বহুল বিণ. বিপৎপূর্ণ। বিপদভঞ্জন বি. বিণ. বিপদ দুরকারী। বিপদ-রেখা, বিপৎ-সীমা বি. নদী বা জলাধারের জলস্ফীতি যে রেখা বা সীমা ছাপিয়ে উঠলে প্লাবনজনিত বিপদের আশঙ্কা থাকে, danger-level. বিপদ্-মুক্তি বি. বিপদের আশঙ্কা থেকে মুক্তি। ~সংকুল বিণ. বিপজ্জনক, সংকটজনক। বিপদ-সংকেত বি. বিপদের সম্পর্কে সতর্ক করার জন্য সংকেত, danger signal, siren. বিপদাপদ বি. নানাপ্রকার বিপদ বা বিঘ্ন। বিপদাপন্ন বিণ. বিপন্ন। বিপদুদ্ধার বি. বিপদ থেকে নিষ্কৃতি, বিপদমুক্তি। বিপদ্দশা বি. বিপন্ন অবস্থা।

Processing time: 1.34 s