Off by 3 letters:
দানপত্র definitions

Samsad Bengali-English Dictionary
দান2 [ dāna2 ] n act of giving; act of giving away; bestowal; award; charitable giving or distribution (অন্নদান); act of giving in marriage (কন্যাদান); offering, sacrifice, dedication (পরার্থে জীবনদান); contribution; a gift or a charitable gift (মহামূল্য দান); an offering, a sacrifice; a donation; a throw or cast (at dice. etc.); a turn (for doing something). দান করা v. to give; to give away; to give or dis tribute in charity; to donate, to contribute; to bestow; to confer; to award; to give in marriage; to offer, to sacrifice; to dedicate. ~কর্ম, ~কার্য n. practice of charity; act or instance of charity. ~কাতর, ~কুন্ঠ a. slow or unwilling to give, not charitable; miserly, parsimonious, stingy, close-fisted, niggardly. ~খয়রাত n. bounty, charity; charitable deeds; act or practice of charity. ~ধর্ম n. the virtue of charity. ~ধ্যান n. charity and religious meditation. ~পত্র n. a deed of gift. ~বীর a. & n. one who is extremely (lit. heroically) bountiful. ~যোগ্য a. worthy of being given. ~শীল a. bountiful, munificent, charitable, generous. ~শীলতা n. bounty, munificence, charity; generosity. ~শৌন্ড same as দানবীর । ~সজ্জা n. (in a wedding) dis play of gifts given to the bride and the bridegroom. ~সত্র n. an almshouse; a charitable institution. ~সাগর n. sixteen sets of gifts given in a sraddha (শ্রাদ্ধ) ceremony. ~সামগ্রী n. an article of gift (esp. one given to the bride or bride groom at a wedding). যেমন দান তেমনি দক্ষিণা (fig.) a niggardly master will have a lazy servant.
Samsad Bangla Abhidhan
দান2 [ dāna2 ] বি. 1 স্বত্ব ত্যাগ করে কাউকে অর্পণ বা বিতরণ (অন্নদান, বস্ত্রদান); 2 উৎসর্গ (গোদান, বলিদান); 3 সম্প্রদান (কন্যাদান); 4 ত্যাগ (দানব্রত); 5 দেওয়া (আশ্রয়দান); 6 দেওয়া হয়েছে এমন জিনিস, দত্তবস্তু (মহামূল্য দান); 7 পালা (এবার আমার দান); 8 পাশা ইত্যাদি খেলায় ছক ফেলা (দান দেওয়া); 9 তোলা বা হাটবাজারের মালিককে দেয় শুল্ক; 1 হাতির মদজল বা গণ্ডদেশ থেকে নির্গত রস; 11 শত্রুকে বশ করার উপায়বিশেষ ('সাম-দান-দণ্ড-ভেদ')। [সং. √ দা + অন]। ~খয়রাত বি. দানকর্ম, নানারকম দান। ~ধর্ম বি. দানশীলতারূপ ধর্ম বা মহৎ কর্ম বা পথ। ~ধ্যান বি. দান ও উপাসনা; দানব্রত ও ধর্মাচরণ। ~পত্র বি. স্বত্ব ত্যাগ করে কাউকে কিছু দান করার দলিল। ~বীর, ~শৌণ্ড বিণ. অতি দানশীল (দানবীর ব্যক্তি)। ~শীল বিণ. বদান্য স্বভাবযুক্ত। বি. ~শীলতা। ~সজ্জা, ~সামগ্রী বি. (বিবাহে) দানের জন্য সাজিয়ে রাখা দ্রব্যসামগ্রী। ~সত্র বি. দানশালা, যেখানে দান করা হয়। ~সাগর বি. 1 শ্রাদ্ধকর্তার ষোলোটি দান বা ষোড়শদান; 2 (আল.) প্রচুর দান; দত্তবস্তুর অসাধারণ প্রাচুর্য।
বায়নাপত্র definitions

Samsad Bengali-English Dictionary
বায়নানামা, বায়নাপত্র [ bāẏanānāmā, bāẏanāpatra ] n a conditional agreement of bargain drawn up on payment of earnest money.
Samsad Bangla Abhidhan
বায়না2 [ bāẏanā2 ] বি. 1 মূল্যের অগ্রিম প্রদত্ত অংশ, দাদন; 2 অগ্রিম কিছু অংশ দিয়ে ক্রয়ের প্রতিশ্রুতি বা অঙ্গীকার (জমি বায়না করা)। [আ. বয়্ + ফা. আনা]। ~পত্র বি. বায়না দেবার পরে লিখিত ক্রয়-বিক্রয়ের দলিল।
মানপত্র definitions

Samsad Bengali-English Dictionary
মানপত্র [ mānapatra ] n an address of honour, a written felicitation.
Samsad Bangla Abhidhan
মান3 [ māna3 ] বি. 1 সম্মান, পূজা, সমাদর (মানীর মান); 2 মর্যাদা, গৌরব (মানে আঘাত লাগা)। [সং √ মান্ + অ]। ~ বিণ. সম্মানদায়ক। স্ত্রী. মানদা। ~ ~না বি. সম্মান বা পূজা বা সমাদর করা। ~নীয় বিণ পূজনীয় বা সমাদরণীয়, সম্মানের যোগ্য। স্ত্রী. ~নিয়া। ~নীয়েষু বি. (7মী বিভক্তি) (চিঠিপত্রাদিতে সম্বোধনবিশেষ) শ্রদ্বেয় বা সম্মানযোগ্য ব্যক্তির প্রতি। স্ত্রী. ~নীয়াসু~পত্র বি. গৌরবসূচক বা সম্মানসূচক অভিনন্দন পত্র। ~হানি, বি. সম্মাননাশ, মর্যাদানাশ। ~হীন বিণ. সম্মানশূন্য, মর্যাদাশূন্য, সম্মান নেই এমন।
Off by 4 letters:
পত্র definitions

Bangla-Tangla Dictionary
পত্র – page, leaf, letter
Samsad Bengali-English Dictionary
পত্র [ patra ] n a leaf (as of a book or a tree); a page (পত্রাঙ্ক); a foil or plate (তাম্রপত্র); a letter, a missive (পত্রপ্রাপ্তি); a piece of paper printed or written (আদেশপত্র); a document or deed (বায়নাপত্র); a written marriage-contract (usu. পাঁতিপত্র); (of a bird) a wing; a correlative of কাগজ, দলিল etc. (চিঠিপত্র, কাগজপত্র, পুঁথিপত্র); a collection, and similar things, etcetera (বিছানাপত্র, মালপত্র, খরচপত্র). পত্র করা v. to make a marriage-contract in writing. পত্র দেওয়া v. to send one a letter, to write a letter to. ~ n. a leaf; (bot.) a pinna. ~কন্টক n. (bot.) a leaf-spine. ~ক্ষত n. (bot.) a leaf-scar. ~দারক n. a saw. ~পত্রিকা n. pl. journals and news papers. ~পাঠ n. act of reading a letter. ☐ adv. as soon as a letter is read; forth with, at once, immediately. ~পুট n. a cup made of tree-leaves. ~বন্ধু n. a penfriend. ~বাহ, ~বাহক n. a carrier or bearer of a letter; a messenger; a post man. ~বাহী a. mail-carrying, mail. ~বিনিময় n. act of writing letters to one another; exchange of letters; correspondence. পত্রবিনিময় করা v. to write letters to one another; to correspond (with). বিন্যাস n. (bot.) phyllotaxy. ~মঞ্জরি n. (bot.) a leafstalk, a petiole. ~মুকুল n. (bot.) a leafbud. ~মূল n. (bot.) a leaf-base. ~মোচন n. (bot.) leaf-fall, defoliation. ~যোগে adv. by letter. ~রচনা n. act of writing or composing a letter; (bot.) foliation; (bot.) foliage. ~রন্ধ্র n. stoma. ~লেখা n. act of writing a letter; decorative paintings on one's person with sandal-paste or similar articles. ~হরিৎ n. (bot.) chlorophyl.
Samsad Bangla Abhidhan
পত্তর [ pattara ] সমূহ-অর্থে পত্র -র বিকৃত কথ্য রূপ (চিঠিপত্তর, কাগজপত্তর)। পত্র [ patra ] বি. 1 পাতা (পুস্তকের দ্বিতীয় পত্র, বৃক্ষপত্র); 2 ধাতুর পাত, ফলক; 3 চিঠি (পত্রপ্রাপ্তি); 4 লিখিত কাগজ, দলিল (বায়নাপত্র, আদেশপত্র); 5 ছাপানো কাগজ (সংবাদপত্র); 6 পাখির ডানা; 7 (বাং.) সমূহ, প্রভৃতি, ইত্যাদি (বিছানাপত্র, মালপত্র)। [সং. √ পৎ + ত্র]। পত্র করা ক্রি. বি. বিবাহের সম্বন্ধ লিখিতভাবে পাকাপাকি স্থির করা। ~পত্রিকা বি. সংবাদপত্র ও সাময়িক পত্রাদি। ~পাঠ বি. চিঠি পড়া। ☐ ক্রি-বিণ. (বাং.) পত্র পড়ামাত্র; অবিলম্বে; তৎক্ষণাৎ (পত্রপাঠ বিদায় দেওয়া)। ~পুট বি. গাছের পাতা ইত্যাদি দিয়ে তৈরি ঠোঙা। ~বন্ধু বি. যে-বন্ধুর সঙ্গে কেবল চিঠিপত্রেই যোগাযোগ হয়। ~বাহ, ~বাহক বিণ. বি. লেখকের কাছ থেকে উদ্দিষ্ট ব্যক্তির কাছে লিপি বা চিঠি বহনকারী; ডাক-হরকরা। ~বিনিময়, ~ব্যবহার বি. চিঠির আদান-প্রদান, চিঠি দেওয়া-নেওয়া। ~ভঙ্গ, ~রেখা, ~লেখা বি. কপালের তিলক বা চিত্ররচনা। ~মঞ্জরি বি. গাছের পাতার অগ্রভাগ। ~মুদ্রা বি. কাগজের টাকা; নোট। ~রথ বি. পাখি। [পত্র (ডানা) + রথ (=রথের তুল্য)]। পত্রাঙ্ক বি. বইয়ের পৃষ্ঠার সংখ্যা। পত্রাঘাত বি. চিঠি লেখা। পত্রাবলি, পত্রালি বি. পত্রসমূহ; পত্রলেখা। পত্রালিকা বি. গোপন বা ক্ষুদ্র পত্র।
পানপাত্র definitions

Samsad Bengali-English Dictionary
পানপাত্র [ pānapātra ] n a drinking-cup; a goblet.
Samsad Bangla Abhidhan
পান3 [ pāna3 ] বি. 1 তরল পদার্থ গলাধঃকরণ, গেলা (দুধ পান করা); 2 সুরাপান, মদ্যপান, নিষিদ্ধ বস্তু সেবন (পান দোষ)। [সং. √ পা + অন]। ~গোষ্ঠী বি. মদের বা মদ্যপানের আড্ডা। ~দোষ বি. মদ্যপানের কু অভ্যাস। ~পাত্র বি. মদ জল প্রভৃতি পান করার পাত্র। ~শৌণ্ড বিণ. অত্যধিক মদ্যপানাসক্ত। পানপাত্র [ pānapātra ] দ্র পান3
বইপত্র definitions

Samsad Bengali-English Dictionary
বই2 [ bi2 ] n a book; a register. বইয়ের পোকা (lit. & fig.) a bookworm. ~পত্র n. books and similar other things. বই বাঁধানো v. to bind books; to get books bound. ~মেলা n. a book fair.
বটপত্র definitions

Samsad Bengali-English Dictionary
বট [ baṭa ] n the banyan tree. ~পত্র n. a banyan leaf. ~মূল n. the base or foot of a banyan tree.
বপ্র definitions

Samsad Bengali-English Dictionary
বপ্র [ bapra ] n ground; a field; a wall; a rampart; ~ক্রীড়া n. act of digging earth with the horn or trunk (as by a bull or an elephant).
Samsad Bangla Abhidhan
বপ্র [ bapra ] বি. 1 ক্ষেত্র, ভূমি (নিম্নবপ্র, প্রশস্ত বপ্র); 2 দুর্গের পরিখা থেকে তোলা মাটির স্তূপ; 3 প্রাচীর; 4 পর্বতের সানুদেশ। [সং. √ বপ্ + র]। ~ক্রীড়া বি. পর্বতের সানুদেশে বা উপত্যকায় পশুদের শিং বা দাঁত দিয়ে মাটি খুঁড়ে খেলা, উৎখাতকেলি।
বস্ত্র definitions

Bangla-Tangla Dictionary
বস্ত্র – clothing, cloth
Samsad Bengali-English Dictionary
বস্ত্র [ bastra ] n cloth; loincloth; clothing, dress. ~গৃহ n. a tent; a pavilion. ~হরণ n. di vestiture of clothes (esp. of the loin cloth); denudation; stealing of (another's) clothes or loincloth. ~হীন a. having no cloth or clothing to cover the body; naked, unclad. বস্ত্রাঞ্চল n. the hem or corner of a loincloth. বস্ত্রাবাস n. a tent; a pavilion. বস্ত্রাবৃত a. clothed; wrapped or covered by a cloth; draped. বস্ত্রালংকার n. clothes and ornaments. বস্ত্রালয় n. a cloth shop.
Samsad Bangla Abhidhan
বস্ত্র [ bastra ] বি. 1 কাপড় (বস্ত্রশিল্প, পট্টবস্ত্র); 2 পরিধেয় বস্ত্র (অন্নবস্ত্র); 3 আচ্ছাদন। [সং. √ বস্ + ত্র]। ~কুট্টিম, ~গৃহ, বস্ত্রাবাস বি. তাঁবু। ~বয়ন বি. কাপড় বোনা। ~হরণ বি. 1 পরিধেয় বসন বলপূর্বক খুলে ফেলা; 2 শ্রীকৃষ্ণ কর্তৃক গোপীদের পরিধেয় বস্ত্র লুকিয়ে রাখার লীলা। বস্ত্রাবৃত বিণ. কাপড় দিয়ে ঢাকা। বস্ত্রালয় বি. কাপড়ের দোকান।
বানর definitions

Bangla-Tangla Dictionary
বানর [variant of বাঁদর]; monkey
Samsad Bangla Abhidhan
বানর [ bānara ] বি. লেজবিশিষ্ট বৃক্ষচারী লম্ফনপটু স্তন্যপায়ী পশুবিশেষ, বাঁদর, কপি। [সং. বন + √ রম্ + অ]। স্ত্রী. বানরী
বাসন definitions

Bangla-Tangla Dictionary
বাসন – item of cookware
Samsad Bengali-English Dictionary
বাসন1 [ bāsana1 ] n perfuming; incensing. বাসন2 [ bāsana2 ] n a vessel or container; a utensil. ~কোসন n. pl. utensils collectively.
Samsad Bangla Abhidhan
বাসন1 [ bāsana1 ] বি. 1 সুবাসিত করা; 2 ধূপ দেওয়া। [সং. √ বাস্ + অন]। বাসন2 [ bāsana2 ] বি. 1 জলপাত্র; 2 আধারবিশেষ; 3 বাক্স; 4 (বাং.) রান্না খাওয়া ইত্যাদি গৃহস্থালির কাজে ব্যবহৃত পাত্র; 5 বসবাস করতে সাহায্য বা প্রেরণাদান (পুনর্বাসন, অভিবাসন, নির্বাসন)। [সং. √ বস্ + ণিচ্ + অন]।
বাসন্ত definitions

Samsad Bengali-English Dictionary
বাসন্ত, বাসন্তিক [ bāsanta, bāsantika ] a of spring or springtime, vernal. বাসন্তী a. fem. vernal; light orange-coloured (বাসন্তীবাস পরা). ☐ n. Goddess Durga (দুর্গা). বাসন্তীপূজা n. a spring-festival when Goddess Durga is worshipped.
Samsad Bangla Abhidhan
বাসন্ত, বাসন্তিক [ bāsanta, bāsantika ] বিণ. 1 বসন্তকালীন (বাসন্তানিল); 2 বসন্তকালসম্বন্ধীয়। [সং. বসন্ত + অ, ইক]।
বাসর definitions

Samsad Bengali-English Dictionary
বাসর1 [ bāsara1 ] n a day (জন্মবাসর); a day of the week or a gathering on a particular day (রবিবাসর). বাসর2, বাসরঘর [ bāsara2, bāsaraghara ] n a bride-chamber. বাসরশয্যা n. bridal bed.
Samsad Bangla Abhidhan
বাসর1 [ bāsara1 ] বি. 1 বরকন্যার বিবাহরজনী যাপন (বাসর জাগা); 2 বরকন্যার বিবাহরজনী যাপনের কক্ষ। [সং. বাসগৃহ]। ~ঘর বি. বরকন্যার বিবাহরজনী যাপনের কক্ষ। ~জাগানি বি. বাসরে রাত্রি জাগরণের বাবদ বরপক্ষের কাছ থেকে কন্যাপক্ষের প্রাপ্য অর্থাদি। বাসর2 [ bāsara2 ] বি. 1 দিবস, দিন (জন্মবাসর); 2 বার (রবিবাসর)। [সং. √ বস্ + ণিচ্ + অর]। বাসরীয় বিণ. দিবসের, বাসরসম্বন্ধীয় (রবিবাসরীয়)।
বিমাপত্র definitions

Samsad Bangla Abhidhan
বিমা, (বর্জি.) বীমা [ bimā, (barji.) bīmā ] বি. কিস্তিতে কিস্তিতে প্রদেয় চাঁদার বিনিময়ে নির্দিষ্ট মেয়াদ শেষ হলে কিংবা মৃত্যু বা দুর্ঘটনা ঘটলে মেয়াদের পূর্বেই জীবন সম্পত্তি বা মূল্যবান দ্রব্যাদির ক্ষতিপূরণবাবদ অর্থ পাবার চুক্তি, insurance. [ফা. বিমাহ্]। ~পত্র বি. বিমার দলিল, insurance policy.
বেতসপত্র definitions

Samsad Bengali-English Dictionary
বেতস [ bētasa ] n the cane-plant; the rattan-plant; a variety of thin cane of which flutes are made. ~পত্র n. a leaf of the cane-plant.
শংসনপত্র definitions

Samsad Bangla Abhidhan
শংসন, শংসা [ śaṃsana, śaṃsā ] বি. 1 প্রশংসা (শংসাপত্র); 2 উক্তি, কথন; 3 অভিলাষ, ইচ্ছা। [সং. √ শন্স্ + অন, অ + আ়। ~পত্র বি. 1 প্রয়োজনীয় দলিল বা প্রমাণপত্র; 2 প্রশংসাপত্র, certificate. শংসিত বিণ. 1 প্রশংসিত; 2 উক্ত; 3 ঈপ্সিত।
সত্র definitions

Samsad Bengali-English Dictionary
সত্র [ satra ] n a place or institution for charitable distribution of food, drink, clothing etc.; an almshouse; an oblation, a sacrifice.
Samsad Bangla Abhidhan
সত্র [ satra ] বি. 1 অন্নজলাদি বিতরণের স্থান, সদাব্রত, ছত্র (জলছত্র, অন্নসত্র); 2 (দীর্ঘকালব্যাপী) যজ্ঞ; 3 উচ্চবিচারালয় ব্যবস্থাপক-সভা ইত্যাদির অধিবেশন, session (স. প.)। [সং. সদ্ + ত্র]।
সপুত্র definitions

Samsad Bengali-English Dictionary
সপুত্র [ saputra ] a having a son; accompanied by one's son. ☐ adv. with one's son.
সাধনপত্র definitions

Samsad Bengali-English Dictionary
সাধন [ sādhana ] n austere endeavour; austere ascetic practice; worship of God; worship; performance, accomplishment; realization or attainment; a means, an instrument, a tool. সাধন করা v. to per form or accomplish or realize or attain esp. by dint of austere or arduous endeavour. ~পত্র n. an instrument. ~প্রক্রিয়া n. the mode of worship of God; the mode of accomplishment. ~ভজন n. religious prayer or meditation and worship.
Off by 5 letters:
-বান্ definitions

Samsad Bengali-English Dictionary
-বতী [ -batī ] fem of -বান্ ।

Processing time: 1.63 s