বারো definitions

Bangla-Tangla Dictionary
বারো – 12, twelve
Samsad Bengali-English Dictionary
বারো [ bārō ] n. & a twelve. বারো হাত কাঁকুড়ের তেরো হাত বীচি an instance of unseemly overmuchness. ~ n. the twelfth day of a month. বারো মাস ত্রিশ দিন adv. every day; throughout the year. বারো মাসে তেরো পার্বণ overnumerousness of religious festivities.
Samsad Bangla Abhidhan
বার-দুয়ারি [ bāra-duẏāri ] দ্র বারো বারভুঁইয়া, বারভূত, বারমাসি, বারমাস্যা [ bārabhum̐iẏā, bārabhūta, bāramāsi, bāramāsyā ] দ্র বারো বারো, (বর্জি.) বার [ bārō, (barji.) bāra ] বি. বিণ. 12 সংখ্যা বা সংখ্যক, দ্বাদশ। [হি. বারহ্]। ~ বি. মাসের দ্বাদশ তারিখ। ☐ বিণ. দ্বাদশ তারিখের (বারোই ফাল্গুন)। ~দুয়ারি বিণ. বারোটি দরজাযুক্ত। বারোটা বাজা, বারো বাজা ক্রি. বি. (আল. কৌতু.) 1 উচ্ছন্নে যাওয়া; 2 বিকল হওয়া, বিগড়ে যাওয়া। ~ভুঁইয়া, ~ভুঞা ভুঁইয়া দ্র। ~ভূত বি. (আল.) নানা বা বহু অবাঞ্ছিত লোক (বারোভূতে লুটেপুটে খাচ্ছে)। বারো মাস বি. ক্রি-বিণ. এক বছর; এক বছর ধরে; সর্বদা। বারো মাস ত্রিশ দিন সর্বদা। বারো মাসে তেরো পার্বণ বছরের বারো মাসে অনুষ্ঠেয় নানান ধর্মীয় ও সামাজিক উৎসব; সারা বছর জুড়ে পালাপার্বণের আধিক্য। ~মাস্যা, ~মাসি বি. বৎসরের বারো মাসে এবং সব ঋতুতে মানুষের সুখ দুঃখের কাহিনি বা কাহিনিসংবলিত কবিতা। বারো-মেসে বিণ. বছরের সবসময়ই ঘটে বা হয় এমন। বারো হাত কাঁকুড়ের তেরো হাত বিচি আসল ব্যাপারের চেয়ে তুচ্ছ ব্যাপার নিয়ে বাড়াবাড়ি।

Processing time: 1.23 s