বয়ে definitions

Bangla-Tangla Dictionary
perfective participle of বওয়া: বওয়া – to flow, to carry
Samsad Bengali-English Dictionary
locative of বয়: বয় [ baẏa ] n a servant or serving-lad (esp. one employed in a hotel etc.)
Samsad Bangla Abhidhan
বয়ে1 [ baẏē1 ] অস-ক্রি. বখে, ফাজিল হয়ে, কুসংসর্গে পড়ে নষ্ট হয়ে (ছেলেটা ক্রমেই বয়ে যাচ্ছে)। [সং. √ বহ্ + বাং. আ]। বয়ে2 [ baẏē2 ] অস-ক্রি. বহে, বহিয়া। [সং. √ বহ্ + বাং. আ]। বয়ে যাওয়া ক্রি. বি. (কথ্য) 1 ক্ষতি বা লোকসান হওয়া (তোমার চাকরি গেলে আমার কী বয়ে যাবে?); 2 কোনো প্রয়োজন বা ইচ্ছা না হওয়া (সেখানে যেতে আমার ভারি বয়ে গেছে)। locative of বয়: বয়1 [ baẏa1 ] বি. 1 অল্পবয়স্ক ভৃত্য বা পরিচারক; 2 পরিচারক, (রেস্তোরাঁর বয়)। [ইং. boy]। locative of বয়: বয়2 [ baẏa2 ] বি. 1 বিক্রয় (বয়নামা); 2 গন্ধ (খোশবয়)। [আ. বয়্]। ~নামা বি. বিক্রয়ের বা বিক্রীত জমি ইত্যাদির দলিল। locative of বয়: বয়নামা [ baẏanāmā ] দ্র বয়2

Processing time: 1.36 s