ফল definitions

Bangla-Tangla Dictionary
ফল – fruit

2nd person ordinary present simple tense of ফলা:
ফলা – to bear fruit

Samsad Bengali-English Dictionary
ফল [ phala ] n a fruit; a product (শ্রমের ফল); an effect (উপদেশের ফল); action (ওষুদের ফল); profit, gain, benefit (এ কাজে ফল নেই); result (খেলার ফল, পরীক্ষার ফল); result or answer of a mathematical sum (গুণফল); findings (ভাগ্য গণনার ফল); judgment or decree (মামলার ফল); success (বহু চেষ্টায় ফললাভ); due reward or punishment, consequence (পুণ্যের বা পাপের ফল). ফল দেওয়া same as ফলদান করা । ফল ধরা v. to fructuate. ফল পাওয়া v. to get fruits (as from a tree); to get good result; to suffer or take the consequences; to be profited. ফল ভোগা same as ফলভোগ করা । ~ওয়ালা n. a fruit dealer or fruit-seller, a fruiterer. fem. ~ওয়ালি a fruiteress. ~কথা n. the long and the short (of it); sum and sub stance, the gist; the last word, the conclusion. ~কর n. a fruit-tax; a fruit-garden. ☐ a. yielding fruits, fructiferous (ফলকর গাছ = a fruit-tree); productive; fertile; effectual, efficacious, effective, fruitful. ~ adv. on the whole, roughly; consequently; in fact, indeed. ~ত্বক n. (bot.) a pericarp. ~ a. same as ফলকর (a.). ~দর্শিতা n. foresight; prudence. ~দর্শী a. having foresight, fore seeing; prudent. ফলদান করা v. to yield fruits; to be effective; to give a fruit offering to a deity. ~দায়ক same as ফলদ । ~পাকান্ত a. (of plants) that which dies when its fruits ripen. ~প্রদ, ~প্রসূ a. same as ফলকর (a.). ~প্রাপ্তি n. attainment of good or desired result; act of suffering or taking the consequences; profiting or being profited. ~বতী fem. of ফলবান । ফলবান a. same ফলকর (a.). ~বিক্রেতা same as ফলওয়ালা । ~ভাগী a. enjoying or suffering with others the consequences. fem. ফলভাগিনী । ফলভুক a. fruit-eating, frugivorous. ফলভোগ করা v. to suffer or take the consequences. to enjoy or suffer the effect. ~ভোগী a. suffering or taking the consequences. enjoying or suffering the effect. ~মূল n. fruits and roots. ~মূলাহারী a. living on fruits and roots. ~লাভ same as ফলপ্রাপ্তি । ~শূন্য same as ফলহীন । ~শ্রুতি n. narration of the effect of an act of piety or act of hearing this narration; the beneficial effect of listening to or reading the Vedas; (in lit. crit.) effect on the mind caused by reading a particular class of literature; (pop.) results, outcome. ~সিদ্ধি n. same as ফলপ্রাপ্তি । ~হীন a. unfructiferous; fruitless; (lit. & fig.) unproductive; ineffective; sterile; vain; useless; abortive; unprofitable. ফলের বাগান an orchard. 2nd person ordinary present simple tense of ফলা: ফলা2 [ phalā2 ] v to fructuate, to bear fruit (গাছটা ফলেছে); to grow (আম ফলেছে, ধান ফলেছে); to come true (কথা ফলা); to follow as a consequence (কর্মের ফল ফলা). ☐ a. (chiefly used as a sfx.) fructuating (দোফলা) ।
Samsad Bangla Abhidhan
ফল [ phala ] বি. 1 বৃক্ষলতাদি উদ্ভিদের শস্য বা বীজাধার (জামফল, আম্রফল); 2 উৎপন্ন বস্তু (ক্রোধের ফল, মিলনের ফল); 3 লাভ, উপকার ('কি ফল লভিনু হায়': মধু; ফলের আশা না রেখে কাজ করা); 4 পরিণাম, পরিণতি (কর্মফল, অধ্যবসায়ের ফলে কার্যসিদ্ধি); 5 নির্ধারিত সিদ্ধান্ত বা সম্ভাবনা (জ্যোতিষগণনার ফল); 6 রায়, মীমাংসা (মামলার ফল, খেলার ফল); 7 কার্যসিদ্ধি (চেষ্টায় ফললাভ হবেই); 8 পুরস্কার বা শাস্তি, প্রতিফল। [সং. ফল্ + অ]। ~কথা বি. 1 মোটকথা, সারকথা; 2 শেষকথা। ~কর1 বি. 1 বৃক্ষাদির ফল উপভোগের জন্য দেয় কর; 2 ফলের বাগান বা খেত। ~কর2 বিণ. 1 ফল ধরে এমন, ফলবান (ফলকর গাছ); 2 উপকারী, সুফলদায়ক (ফলকর পথ্য, ফলকর অভ্যাস)। ~ (বর্জি.) ~তঃ (-তস্), ফলে ক্রি-বিণ. মোটের উপর; পরিণামে; বস্তুত। ~, ~দায়ক, ~দায়ী (-য়িন্), ~প্রদ, ~প্রসূ বিণ. ফল দেয় এমন; উপকারী; সিদ্ধিদায়ক। ~দর্শী (-র্শিন্) বিণ. পরিণামদর্শী, বিবেচক। ~ন্ত বিণ. ফলবান, ফল ধরেছে এমন। ~পাকড় বি. নানাবিধ ফল ও মূল। ~পাকন্ত বিণ. ফল পাকলে মেরে যায় এমন (ফলপাকান্ত গাছ)। ~প্রাপ্তি বি. কর্মে সিদ্ধিলাভ। ~বান (-বৎ), ~শালী (-লিন্) বিণ. 1 ফলপূর্ণ; 2 সফল, কৃতকার্য। স্ত্রী. ~বতী, ~শালিনী। ~ভাগী (-গিন্) বিণ. কোনো কাজের পরিণাম বা তার অংশ যার ভোগ করতে হয় (পাপের ফলভাগী)। স্ত্রী. ~ভাগিনী। ~ভোগ বি. কৃতকর্মজনিত ভালোমন্দ অবস্থাপ্রাপ্তি, কৃতকর্মের ফলে ভালোমন্দ বা সুখদুঃখ ভোগ। ~মূল বি. নানাবিধ ফল ও মূল, ফলপাকড়। ~লাভ বি. ফল পাওয়া। ~শালী দ্র ফলবান। ~শ্রুতি বি. 1 কর্মের বা পুণ্যকর্মের ফল বর্ণনা ও তা শ্রবণ; 2 (বাং.) পরিণাম, ফলাফল, তাৎপর্য। ফলকথা, ফলকর, ফলত, ফলদ, ফলদর্শী, ফলদায়ক [ phalakathā, phalakara, phalata, phalada, phaladarśī, phaladāẏaka ] দ্র ফল ফলন্ত, ফলপাকান্ত, ফলপ্রদ, ফলপ্রসূ, ফলপ্রাপ্তি, ফলবতী, ফলবান, ফলভাগী, ফলভোগ, ফললাভ, ফলশালী, ফলশ্রুতি [ phalanta, phalapākānta, phalaprada, phalaprasū, phalaprāpti, phalabatī, phalabāna, phalabhāgī, phalabhōga, phalalābha, phalaśālī, phalaśruti ] দ্র ফল বর্গ [ barga ] বি. 1 দেশ, জাতি (প্রাণীবর্গ); 2 সমূহ (মনুষ্যবর্গ); 3 গণ (স্বজনবর্গ); 4 বর্ণমালার স্পর্শবর্ণসমূহের শ্রেণি (ক-বর্গ, ত-বর্গ); 5 (গণি.) সমান দুই রাশির গুণ (বর্গফল); 6 গ্রন্থের ভাগ বা অধ্যায় (গ্রন্থের প্রথম বর্গ)। [সং. √ বৃজ্ + অ]। ~কিলো-মিটার বি. আয়তনের পরিমাণবিশেষ, square kilometer. ~ক্ষেত্র বি. যে ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ সমান, square. ~গজ বি. square-yard.~ফল বি. একটি সংখ্যাকে তার সমান রাশি দ্বারা গুণনের ফল। ~ফুট বি. square foot. ~মাইল বি. square mile. ~মিটার বি. square meter. ~মূল বি. নিজদ্বারা গুণিত হয়ে যে রাশি কোনো রাশি উৎপন্ন করেছে, বর্গের মূল সংখ্যা। বর্গাকার বিণ. দৈর্ঘ্য ও প্রস্থ সমান এমন (বর্গাকার ক্ষেত্র)। বর্গীয়, বর্গ্য বিণ. বর্গসম্বন্ধীয়। বর্গীয় বর্ণ (ব্যাক.) বি. ক থেকে ম পর্যন্ত পাঁচটি বর্গে বিভক্তি যে কোনো বর্ণ। 2nd person ordinary present simple tense of ফলা: ফলা2 [ phalā2 ] ক্রি. 1 উৎপন্ন হওয়া (পাপের ফল একদিন ফলবেই); 2 ফলবান হওয়া (বেশি ফল ফললে গাছ নুয়ে পড়ে); 3 সত্য হওয়া (আমার কথাটা ফলে গেছে)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. (সচ. সংখ্যাবাচক শব্দের শেষে যুক্ত হলে) ফলবান; ফলপ্রসু (দোফলা গাছ); ফলন্ত। [সং. ফল + বাং. আ-তু. হি. √ ফলা]।

Processing time: 1.2 s