প্রণামটা definitions

Bangla-Tangla Dictionary
definitive of প্রণাম: প্রণাম – bowing or prostrating oneself or touching someone's feet to show respect (+ করা)
Samsad Bengali-English Dictionary
definitive of প্রণাম: প্রণাম [ praṇāma ] n act of making obeisance by lying prostrate or bending and touching one's feet (cp. kowtow). প্রণাম করা v. to lie prostrate or bend and touch one's feet in obeisance. প্রণামী n. a present or money given at the time of making obeisance (গুরুপ্রণামী).
Samsad Bangla Abhidhan
definitive of প্রণাম: প্রণাম [ praṇāma ] বি. 1 প্রণতি, ভূমিতে বা পায়ের উপর আনত হয়ে অভিবাদন; 2 নমস্কার। [সং. প্র + √ নম্ + অ]। প্রণামি বি. প্রতিমা গুরু পুরোহিত গুরুজন প্রভৃতিকে প্রণামকালে প্রদেয় দক্ষিণা, বস্ত্র ইত্যাদি। ☐ বিণ. প্রণামকালে দেয় (প্রণামি কাপড়)। দণ্ডবৎ প্রণাম দণ্ডের মতো ভূমিতে পড়ে প্রণাম। সাষ্টাঙ্গ প্রণাম মাথা বুক দুই চোখ দুই হাত দুই হাঁটু ও দুই পা ভূমিতে প্রসারিত করে বাক্য ও ধী অর্থাৎ মনঃসংযোগসহ প্রণাম; (বর্ত. অর্থ) মাটিতে উপুড় হয়ে শুয়ে প্রণাম।

Processing time: 2.0 s