পাক definitions

Bangla-Tangla Dictionary
পাক
1. spinning, winding (+ খোলা = to unwind, to unroll)
2. abbreviation for Pakistan
3. (+ ধরা = to turn gray)
4. spinning, going around (+ দেওয়া, +খাওয়া = to spin, to roam)

3rd person ordinary present imperative tense of পাওয়া:
পাওয়া – to get

2nd person ordinary present simple tense of পাকা:
পাকা – to ripen, ripe, to gray (hair), [adjective] absolutely

Samsad Bengali-English Dictionary
পাক2 [ pāka2 ] n cooking; act of condensing by heat (সন্দেশের পাক); digestion (পাকস্থলী); consequence (বিপাক); grey ness (চুলে পাক ধরা). পাক করা v. to cook. পাক ধরা v. to begin to be condensed by heat; to begin to turn grey. ~ক্রিয়া n. (function or act of) digestion. ~তেল n. a medicinal oil. ~পাত্র same as পাকস্থালী । ~মন্ড n. chyme. ~যন্ত্র n. the digestive organ, the stomach. পাকযন্ত্র-প্রদাহ n. inflammation of the stomach, gastritis. ~শালা a. a kitchen, a cookhouse. ~স্থলী n. the stomach. ~স্থালী n. a cooking pot or utensil. ~স্পর্শ n. the ceremony of a bride's serving out food for the first time to her husband's kinsfolk. পাক3 [ pāka3 ] n a mythological demon. ~শাসন n. Indra (ইন্দ্র), the slayer of Paka (পাক) the demon. পাক4 [ pāka4 ] n act of going round or winding, circumambulation, revolution, convolution, circular movement, rotation; a coil or ring (জিলিপির পাক); a twirl or spin; a providential or chance occurrence (পাকেচক্রে); an intrigue, a conspiracy, a plot, a tangle. পাক খাওয়া v. to go round; to have a walk; to wind; to circumambulate; to revolve, to con volve, to rotate; to twirl, to spin, to twine; to ravel. পাক খোলা v. to untwist; to unravel, to puzzle out. ~দন্ডী n. a circuitous or spiral route that leads to the top of a mountain. পাক দেওয়া v. to go round; to have a walk; to twist, to spin, to ravel. পাক পড়া, পাক লাগা v. to be come twisted; to become twisted confusedly, to ravel. পাক লাগানো same as পাক দেওয়া । পাকে পড়া v. to be entagled, to be caught in an intrigue; to get into difficulty or trouble. পাকে ফেলা v. to catch in an intrigue; to drive into difficulty. 3rd person ordinary present imperative tense of পাওয়া: পড়া1 [ paṛā1 ] v to fall, to drop (বৃষ্টি পড়া); to fall down, to drop down (পড়ে যাওয়া, তাল পড়া); to lean to (গায়েপড়া); (as an aux.) to perform an action (ঘুমিয়ে পড়া); to come to, to fall into (দুঃখে পড়া); to be uncultivated (জমি পড়ে থাকা); to be vacant or unoccupied (বাড়ি পড়ে থাকা); to stay or remain (পিছনে পড়া); to be unpaid or unrealized, to get into arrears (অনেক টাকা পড়ে আছে); to be outstanding (কাজ পড়ে থাকা); to set in, to begin, to ensue (আকাল পড়া); to attack, to raid (ডাকাত পড়া); to infest (পোকা পড়া); to be at tacked (রোগে পড়া); to be caught (in) (জালে পড়া, দায়ে পড়া); to be affected with, to contact, to incur (মরচে পড়া, টাক পড়া, দায়ে পড়া); to arrive or appear (গিয়ে পড়া); to come across or fall upon (পথে পড়া); to set in for a spell (ঠান্ডা পড়া); to come upon, to strike, to occur (মনে পড়া = to call to mind); to require or involve or to involve an expenditure (অনেক টাকা পড়বে); to exude, to ooze, to flow out (রক্ত পড়া, রস পড়া, লাল পড়া); to fall off, to shed or to be shed, to fall (দাঁত পড়া, পাতা পড়া); to be placed (পাত পড়া); to be served (পাতে খাবার পড়া); to be paralyzed (অঙ্গ পড়ে যাওয়া); to come to a close, to decline (বেলা পড়া); to terminate; to be applied or set (হাত পড়া); to be allayed (রাগ পড়া); to be abated, to decrease (তেজ পড়া); to be directed or cast or set (চোখ পড়া); to be attracted (মন পড়া); to go into, to take in (পেটে পড়া); to be born (পেট থেকে পড়া); to be married (মেয়েটি বড় ঘরে পড়েছে). ☐ a. fallen, dropped; fallen down, dropped down; leaning to (গায়ে পড়া); hanging loose (ঝুলে-পড়া চামড়া); fallen into (বিপদে পড়া লোক); uncultivated or fallow; unoccupied, vacant; deserted (পড়া বাড়ি); staying, remaining, laid down (বিছানায় পড়া লোক); attacked; infested; caught; affected with; lying unclaimed or met with by chance (পড়া টাকা); abandoned, derelict (পড়া মাল). ~নো v. to cause to fall or drop or lean to or in fest or be attacked or be affected with or require or involve or involve an expenditure of or be turned or be directed or be cast or be set or be attracted or enter. পড়ে পড়ে কিল বা মার খাওয়া to take constant insult or suffer oppression without retaliation. পড়ে-পাওয়া v. to come upon something unexpectedly; to get a thing by chance and unexpectedly. পড়ে-পাওয়া a. got by chance and unexpectedly; that which has been obtained unexpectedly. See also পাওয়া । বাজারে পড়তে না পাওয়া to have a ready market, to go or sell like hot cakes. 3rd person ordinary present imperative tense of পাওয়া: পাওয়া [ pāōẏā ] v to get; to receive চিঠি পাওয়া ; to obtain (মুক্তি পাওয়া); to find (চাকরি পাওয়া); to earn or gain (টাকা পাওয়া); to attain, to realize (সিদ্ধি পাওয়া): to come or happen (দেখতে পাওয়া); to have (দেখা পাওয়া); to be able (শুনতে পাওয়া); to inherit (বাপের স্বভাব পাওয়া); to feel or to be stricken with (খিদে পাওয়া); to feel like (কান্না পাওয়া); to enjoy (আরাম পাওয়া); to sense, to be aware of (টের পাওয়া); to be possessed by (ভূতে পাওয়া). ☐ a. obtained, earned (পাওয়া জিনিস); possessed by (ভূতে পাওয়া লোক). পড়ে পাওয়া to get by chance. জো পাওয়া to get an opportunity (for gain etc.) পাওয়ানো v. to cause to get or obtain or find or earn or gain or attain or inherit or be stricken with or feel like or feel or be possessed by. 2nd person ordinary present simple tense of পাকা: পাকা [ pākā ] v to ripen (ফল পাকা); to attain maturity, to mature (বুদ্ধি পাকা, বয়স পাকা); to turn grey (চুল পাকা); to suppurate (ফোঁড়া পাকা ; to become seasoned (হাড় পাকা); to become experienced or skilled (ডাক্তারিতে সে পেকেছে); to be hardened (বদমাশিতে পাকা); to be come depraved or spoilt or precocious (ছেলেটা ভারী পেকেছে). ☐ a. ripe; mature; grey; grey-haired (পাকা মাথা); skilled, experienced (পাকা কারিগর); inveterate, hardened (পাকা চোর); downright, thorough (পাকা বদমাশ); precocious, spoilt, depraved; skilful (পাকা হাত); set (পাকা লেখা); durable, fast (পাকা রং); full, nett (পাকা পাঁচ কিলো); standard (পাকা ওজন); hardened in fire (পাকা ইট) brick-built (পাকা বাড়ি); permanent (পাকা চাকরি); final, settled, fixed (পাকা কথা, পাকা তারিখ); pure, genuine, unal loyed (পাকা সোনা); seasoned (পাকা হাড়, পাকা কাঠ); of a high standard (পাকা রচনা); tanned (পাকা চামড়া); legally or formally drawn up (পাকা দলিল); pucka, pukka. (পাকা ওজন) standard weight esp. in which one seer (সের) is equal to 8 tolas (তোলা). পাকা কথা final word; a promise or word. পাকা করা v. to confirm or finalize. পাকা খাতা n. finalized book of accounts. পাকা ধানে মই দেওয়া (lit.) to harrow and de story a field of ripened paddy; (fig.) to undo an accomplished piece of work; to do incalculable harm to. পাকা ঘুঁটি কেঁচে যওয়া undoing of what is almost complete. পাকা চামড়া leather. ~চুল n. grey hair; an aged and experienced man (পাকাচুলের পরামর্শ নেওয়া). পাকা দেখা v. to visit formally a prospective bride's house in order to draw up the marriage-contract in black and white. ~দেখা n. a formal visit to a prospective bride's house in order to draw up the marriage-contract in black and white; the final view of a girl by the bridegroom's party before she is accepted in marriage. ~পাকি a. settled, fixed, finalized; sure. পাকাপাকি করা v. to settle, to fix, to finalize; to make sure. ~পোক্ত a. permanent; settled, fixed, finalized; hardened by long practice (পাকাপোক্ত লোক); experienced and seasoned; inveterate (পাকাপোক্ত চোর). পাকা বাড়ি a brick-built house, a building. পাকা মাথা a grey-headed or grey-haired person; an old or aged per son; a wise or experienced person. পাকা মাথায় সিঁন্দুর পরা (for a woman) to have one's husband living even when one becomes hoary-headed. পাকামি n. precocity. পাকা রাস্তা a metalled or cobbled road. পাকা হাড়ে ভেলকি দেখানো to show magical or amazing power or proficiency even in one's old age. পাকা হাত a set hand; skilled hand; an old hand, an experienced man; an adept. পাকা হিসাব final accounts.
Samsad Bangla Abhidhan
পাক1 [ pāka1 ] বিণ. পবিত্র (নাপাক)। [ফা. পাক]। পাক2 [ pāka2 ] বি. অসুরবিশেষ। [সং. √ পা + ক]। ~শাসন বি. পাক নামে দৈত্যের নিধনকারী অর্থাৎ ইন্দ্র। ~শাসনি বি. ইন্দ্রপুত্র জয়ন্ত ও অর্জুন। পাক3 [ pāka3 ] বি. 1 ঘূর্ণন (পৃথিবী পাক খাচ্ছে); 2 ভ্রমণ (এক পাক ঘুরে আসি, মাঠে একটু পাক দিয়ে আসি); 3 প্রদক্ষিণ (সাত পাক); 4 প্যাঁচ (জিলিপির পাক, শত পাকে জড়িত); 5 মোচড় (সুতোয় পাক দেওয়া); 6 দৈবঘটনা (দুর্বিপাক); 7 চক্রান্ত, ফাঁদ (পাকে ফেলা)। [দেশি]। পাক খাওয়া ক্রি. বি. ঘোরা; প্রদক্ষিণ করা; বেড়ানো; প্যাঁচ খাওয়া; মোচড় খাওয়া; মোচড়ানো। ~চক্রে, পাকচক্রে ক্রি-বিণ. ঘটনাচক্রে, দৈবক্রমে; কলে-কৌশলে। ~দণ্ডী বি. যে-পথ ঘুরে ঘুরে পাহাড়ে উঠে গেছে। পাক দেওয়া ক্রি. বি. মোচড়ানো; পাকানো; ঘোরা; বেড়ানো (চলো একটা পাক দিয়ে আসি)। পাক মারা ক্রি. বি. ঘোরা; বেড়ানো। পাকে প্রকারে ক্রি-বিণ. কলে-কৌশলে; যে-কোনো উপায়ে। পাকে ফেলা ক্রি. বি. ফাঁদে ফেলা। পাক4 [ pāka4 ] বি. 1 রান্না (পাকপ্রণালী); 2 আগুনের তাপে প্রস্তুত করা (কড়াপাকের সন্দেশ); 3 হজম, পরিপাক (পাকস্থলী, পাকাশয়); 4 পরিণতি (কর্মবিপাক); 5 পক্বতা, শুভ্রতা ('কেশে আমার পাক ধরেছে': রবীন্দ্র)। [সং. √ পচ্ + অ]। পাক করা ক্রি. বি. রাঁধা; রান্না করা। পাক ধরা ক্রি. বি. পেকে ওঠা; সাদা হতে শুরু করা। ~ঘর বি. রান্নাঘর। ~যজ্ঞ বি. হোম, যজ্ঞ, নিত্যশ্রাদ্ধ ইত্যাদি পুণ্যকর্ম। ~যন্ত্র বি. পাকস্থলী। ~শালা বি. রান্নাঘর। ~স্থলী বি. পাকাশয়, পেটের মধ্যে যে অংশে পৌঁছে খাদ্যদ্রব্য হজম হয়, stomach. ~স্থালী বি. পাকপাত্র, রান্নার পাত্র। ~স্পর্শ বি. বউভাত, হিন্দুবিবাহে অনুষ্ঠানের অঙ্গবিশেষ-এতে নববধূর রান্নাকরা ভোজ্যবস্তু আত্মীয়বর্গকে খেতে দেওয়া হয়। পাকেচক্রে, পাকেপ্রকারে [ pākēcakrē, pākēprakārē ] দ্র পাক3 3rd person ordinary present imperative tense of পাওয়া: পাওয়া [ pāōẏā ] ক্রি. 1 হস্তগত হওয়া, লাভ করা (চিঠি পাওয়া, চাকরি পাওয়া, মাইনে পাওয়া); 2 মেলা বা জোটা (সাড়া পাওয়া, জবাব পাওয়া); 3 সমর্থ হওয়া (শুনতে পায় না, চোখে দেখতে পায় না); 4 উদ্রিক্ত হওয়া (খিদে পায়, কান্না পেল); 5 ভোগ বোধ বা অনুভব করা (ব্যথা পাওয়া, দুঃখ পাওয়া, আরাম পাওয়া); 6 ঠাওরানো, গণ্য করা (আমাকে কি পাগল পেয়েছে?); 7 আক্রান্ত হওয়া (ভূতে পেয়েছে); 8 উপায় উদ্ভাবন করা (আমি ভেবে পাচ্ছি না)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. প্রাপ্ত, লব্ধ (লটারিতে পাওয়া টাকা)। [< সং. প্র + √ আপ্]। ~নো ক্রি. বি. 1 পাইয়ে দেওয়া, লাভ করানো; 2 সমর্থ করানো; 3 উদ্রিক্ত করানো; 4 বোধ করানো; 5 ভোগ করানো। ☐ বিণ. উক্ত সব অর্থে। 2nd person ordinary present simple tense of পাকা: পাকা1 [ pākā1 ] ক্রি. 1 পক্ব বা পরিণত হওয়া (ফল পেকেছে, বুদ্ধি পাকে); 2 শুভ্র হওয়া (চুল পেকেছে); 3 পুঁজে পূর্ণ হওয়া (ফোঁড়া পাকা); 4 (নিন্দায়) দড় হওয়া (ছেলেটা বড়ো পেকেছে)। ☐বি. উক্ত সব অর্থে। [সং. পক্ব]। 2nd person ordinary present simple tense of পাকা: পাকা2 [ pākā2 ] বিণ. পরিণত (পাকা বুদ্ধি); 2 মজবুত (পাকা বাঁশ); 3 বড়ো (পাকা রুই); 4 পরিপক্ব (পাকা ফল); 5 নিপুণ, সিদ্ধহস্ত (পাকা কারিগর, পাকা চোর); 6 ঝানু, বুড়োটে, ইঁচড়ে পক্ব (পাকা ছেলে); 7 নিখুঁত, খাঁটি (পাকা সোনা); 8 ত্রুটিহীনভাবে বা নিপুণভাবে করা হয়েছে এমন (পাকা কাজ); 9 স্থায়ী, টেকসই (পাকা রং); 1 পুরোপুরি (পাকা পাঁচ কিলো ওজন); 11 আগুনে বা রোদের তাপে দগ্ধ (পাকা ইট); 12 ইটের তৈরি (পাকা বাড়ি, পাকা গাঁথনি); 13 বাঁধানো, পাথর ইট ইত্যাদি দিয়ে বাঁধানো (পাকা রাস্তা); 14 অপরিবর্তনীয়, নড়চ়ড় হয় না এমন (পাকা কথা); 15 আইন অনুসারে সম্পাদিত (পাকা দলিল); 16 পরিশ্রমে অভ্যস্ত, পোড়-খাওয়া (পাকা হাড়)। [সং. √ পচ্ + বাং. আ]। পাকা কথা বি. যে কথার অন্যথা বা নড়চড় হবে না। পাকা কাজ বি. সুসম্পন্ন কাজ; যে কাজের ফলাফল উলটে যাবার আশঙ্কা নেই। পাকা ঘুঁটি বি. (পাশা লুডো প্রভৃতি খেলায়) যে ঘুঁটি নির্দিষ্ট পথ অতিক্রম করে ঘরে উঠে যাবার উপক্রম করছে। পাকা ঘুঁটি কেঁচে যাওয়া ক্রি. বি. (আল.) প্রায় সম্পন্ন কাজ পণ্ড হওয়া। পাকা দেখা বি. বিবাহের সম্বন্ধ স্থির করে বর বা কনেকে আশীর্বাদ করার জন্য দেখা। পাকা ধানে মই (আল.) নিশ্চিত প্রাপ্তি বা লাভের আশা নষ্ট, সুসম্পন্ন কাজ পণ্ড। ~পোক্ত বিণ. মজবুত, স্থায়ী। পাকা মাথা বি. সুচতুর ও অভিজ্ঞ ব্যক্তির মাথা বা বুদ্ধি। পাকা মাথায় সিঁদুর পরা ক্রি. বি. স্ত্রীলোকের বৃদ্ধ বয়স পর্যন্ত সধবা থাকা। ~মো বি. (নিন্দায়) পাকা অর্থাৎ পরিণত বা অভিজ্ঞ নয় অথচ পাকার মতো ভাব; অপ্রাপ্তবয়স্ক অবস্থায় বয়স্কদের মতো আচরণ। পাকা রাস্তা বি. বাঁধানো রাস্তা। পাকা হাত বি. নিপুণ বা অভিজ্ঞ হাত বা কাজকর্ম; অভিজ্ঞতা। 2nd person ordinary present simple tense of পাকা: পাকানো2 [ pākānō2 ] ক্রি. বি. 1 ক্রোধে ঘুরানো (চোখ পাকিয়ে কথা বলছ কেন?); 2 পাক দেওয়া, মোচড়ানো (সুতো পাকানো); 3 গোলাকার করা (দলা পাকানো); 4 জটিল করা (জট পাকানো); 5 জোট গড়ার চেষ্টা করা (দল পাকানো)। ☐ বিণ. উক্ত সব অর্থে। [পাকা2 দ্র]।

Processing time: 2.46 s