নির্দোষ definitions

Bangla-Tangla Dictionary
নির্দোষ – innocent
Samsad Bengali-English Dictionary
নির্দোষ [ nirdōṣa ] a faultless, guiltless, immaculate (নির্দোষ চরিত্র); not guilty, innocent (নির্দোষ ব্যক্তি); flawless (নির্দোষ কাজ); harmless (নির্দোষ খেলা). নির্দোষ আমোদ প্রমোদ innocent amusements or diversion or pastime. নির্দোষ a. (pop.) not guilty, innocent. ☐ n. (pop.) an innocent person. নির্দোষিতা n. innocence; guiltlessness; flawlessness.
Samsad Bangla Abhidhan
নির্দোষ [ nirdōṣa ] বিণ. 1 দোষরহিত; 2 নিরপরাধ (নির্দোষ ব্যক্তির শাস্তি কাম্য নয়); 3 ত্রুটিশূন্য, নিখুঁত (নির্দোষ আচরণ); 4 আপত্তিকর নয় এমন (নির্দোষ আমোদপ্রমোদ, নির্দোষ কৌতুক)। [সং. নির্ + দোষ]। নির্দোষী (-ষিন্) বিণ. (বাং.) নিরপরাধ (নির্দোষীর সাজা হওয়া)। বি. নির্দোষিতা (নিজের নির্দোষিতা প্রমাণ করা)।

Processing time: 1.19 s