নাগরিক definitions

Bangla-Tangla Dictionary
নাগরিক – citizen
Samsad Bengali-English Dictionary
নাগর [ nāgara ] n a gallant, a philanderer, an illicit lover, a paramour; lewd man. ☐ a. same as নাগরিক (a.) নাগরিক [ nāgarika ] a of or living in a city or town; urban; metropolitan; civic. ☐ n. a citizen; a subject or national (ভারতের নাগরিক). নাগরিকা a. fem. living in a city or town. ☐ n. fem. of নাগরিক (n.). নাগরিকতা n. citizenship. নাগরিকী a. fem. of নাগরিক (a.).
Samsad Bangla Abhidhan
নগর [ nagara ] বি. বড় শহর। [সং. নগ + র]। বিণ. নাগরিক। বি. (স্ত্রী.) নগরী। ~কীর্তন, ~সংকীর্তন বি. নগরের পথে পথে দল বেঁধে ঘুরে ঈশ্বরের নামগান। ~চত্ত্বর বি. শহরের মধ্যবর্তী কেনাবেচার স্থান বা বাজার। ~দ্বার বি. শহরের প্রধান প্রবেশপথ। ~পাল বি. 1 কোটাল, শহরের শান্তিশৃঙ্খলা রক্ষার দায়িত্ববিশিষ্ট পদস্থ কর্মচারী; 2 পুলিশ কমিশনার; 3 পুলিশ সুপারিনটেণ্ডেণ্ট। ~স্থ বিণ. নগরে অবস্থিত; নগরে বাসকারী। নগরাধ্যক্ষ বি. নগরের ভারপ্রাপ্ত সরকারি বা বেসরকারি কর্মচারী। নগরিয়া নগুরে -র বিরল রূপ। নগরীয় বিণ. নগরসম্বন্ধীয়; শহুরে। নগরোপান্ত বি. শহরের উপকণ্ঠ বা সন্নিহিত স্থান। নাগরিক [ nāgarika ] বিণ. 1 নগর বা শহরসম্বন্ধীয়, পৌর (নাগরিক স্বাচ্ছন্দ্য); 2 শহুরে। ☐ বি. 1 রাষ্ট্রের সদস্য, প্রজা, citizen (নাগরিকের অধিকার); 2 শহরবাসী (এই শহরের নাগরিক)। [সং. নগর + ইক]। বি. ~তা। স্ত্রী. নাগরিকী, নাগরিকা

Processing time: 2.65 s