দোকান definitions

Bangla-Tangla Dictionary
দোকান – store, shop
Samsad Bengali-English Dictionary
দোকান [ dōkāna ] n a shop; goods for sale, merchandise (মেলায় দোকান সাজানো). দোকান করা v. to visit shops for the purpose of buying, to shop; to set up a shop, to start or open a shop; to keep or run a shop; to open a shop for the day's work. দোকান খোলা v. to set up a shop, to start or open a shop; to open a shop for the day's work. দোকান তোলা v. to close a shop for the day; to close down or wind up a shop, to shut up a shop. দোকান দেওয়া v. to set up or open a shop; to arrange goods for sale (as in a fair). দোকান বন্ধ করা same as দোকান তোলা । দোকান সাজানো v. to furnish a shop, to display goods for sale. দোকান-কর্মচারী n. a shop-man. ~দার n. a shopkeeper. ~দারি n. shopkeeping; bargaining; business-dealing; bargain-hunting, shoppi ness; shoppy or selfish behaviour. দোকানদারি করা v. to keep or run a shop; (fig.) to try to clinch a bargain. দোকানদারি কথাবার্তা shoppy talk. দোকানদারি কথাবার্তা বলা to talk shop. ~পাট n. a shop and its commodities. দোকান-হাট করা v. to visit shops and markets for the purpose of buying.
Samsad Bangla Abhidhan
দোকান [ dōkāna ] বি. জিনিসপত্র কেনাবেচার স্থান বা গৃহ, বিপণি, পণ্যশালা। [ফা. দুকান]। দোকান করা ক্রি. বি. 1 দোকান দেওয়া, দোকান স্থাপন করা (ওখানে আমি একটা দোকান করেছি); 2 দোকান বা বাজার থেকে জিনিসপত্র কিনে আনা। দোকান খোলা ক্রি. বি. 1 দোকান দেওয়া, দোকান স্থাপন করা; 2 দোকানের দৈনন্দিন বেচার কাজ আরম্ভ করা। দোকান তোলা ক্রি. বি. দৈনন্দিন বেচাকেনার পর দোকান বন্ধ করা। ~দার, দোকানি বি. দোকানের মালিক; পণ্যবিক্রেতা। ~দারি বি. 1 দোকানদারের বৃত্তি বা কাজ; 2 স্বার্থপর আচরণ; 3 কেবল আর্থিক লাভালাভের হিসাব। ☐ বিণ. দোকানদারসুলভ। দোকান দেওয়া ক্রি. বি. দোকান স্থাপন করা। ~পাট বি. দোকান এবং দোকানে বিক্রয়ের জন্য রাখা পণ্য। ~হাট বি. বাজার ও দোকানপাট (রবিবারে দোকানহাট বন্ধ থাকে)। দোকানহাট করা ক্রি. বি. দোকান ও বাজার থেকে জিনিসপত্র কেনা।

Processing time: 1.53 s