Off by 3 letters:
দর্শা definitions

Samsad Bengali-English Dictionary
দর্শা [ darśā ] v to be seen, to show result (সুফল দর্শে). দর্শানো v. to show; to exhibit; to cause.
Samsad Bangla Abhidhan
দর্শা [ darśā ] ক্রি. দেখা যাওয়া; ঘটা (সুফল দর্শে)। [সং. √ দৃশ্ + বাং. আ]। ~নো ক্রি. দেখানো (কারণ দর্শানো, কারণ দর্শাতে হবে)। ☐ বি. উক্ত অর্থে। দর্শিত বিণ. দেখানো হয়েছে এমন; প্রকাশিত। [সং. √ দৃশ্ + ণিচ্ + ত]। দর্শী (-র্শিন্) বিণ. 1 দর্শনকারী, যে দেখে (অপরিণামদর্শী); 2 জ্ঞানী (তত্ত্বদর্শী পণ্ডিত, বহুদর্শী লোক)।
দুর্দশা definitions

Bangla-Tangla Dictionary
দুর্দশা – bad condition
Samsad Bengali-English Dictionary
দুর্দশা [ durdaśā ] n adversity; misery; bad state; dilapidated state. ~গ্রস্ত, ~পন্ন a. stricken with adversity; miserable, wretched; fallen into a bad state; dilapidated.
Samsad Bangla Abhidhan
দুর্দশা [ durdaśā ] বি. দুরবস্থা, দুর্গতি; মন্দ অবস্থা। [সং. দুর্ + দশা]। ~গ্রস্ত বিণ. দুর্গত, বিপন্ন; দরিদ্র।
Off by 4 letters:
দূর্বা definitions

Samsad Bengali-English Dictionary
দূর্বা [ dūrbā ] n grass. ~দল n. a blade of grass. ~দলশ্যাম n. grass-green, verdant green.
Samsad Bangla Abhidhan
দূর্বা [ dūrbā ] বি. ছোটো ঘাসবিশেষ। [সং. √ দূর্ব্ + অ + আ (স্ত্রী.)]। ~দল বি. দূর্বাঘাসের পাতা। ~দল-শ্যাম বিণ. দূর্বাঘাসের পাতার মতো শ্যামবর্ণযুক্ত। ~ষ্টমী বি. ভাদ্র মাসের শুক্লাষ্টমী।
পূর্বদশা definitions

Samsad Bangla Abhidhan
পূর্ব [ pūrba ] বি. 1 পূর্বদিক, প্রাচী; 2 অতীতকাল, আগের সময় (পূর্বেই বলা হয়েছে); 3 সম্মুখ (পূর্ববর্তী)। ☐ বিণ. 1 প্রথম, আদি (পূর্বকর্ম); 2 আগেকার, অতীত (পূর্বজন্ম, পূর্বপুরুষ); 3 পূর্বদিকস্থ, প্রাচ্য (পূর্ববঙ্গ, পূর্বপাঞ্জাব)। [সং. √ পূর্ব্ + অ]। ~ ক্রি-বিণ. (বহুব্রীহি সমাসে উত্তরপদরূপে পূর্ব শব্দের রূপ) 1 করার পর, পুরঃসর (প্রণামপূর্বক); 2 সহকারে (প্রীতিপূর্বক)। ~কর্ম বি. প্রথম কাজ, প্রথমেই করণীয় কাজ। ~কায় বি. নাভির উপরের দেহাংশ, উত্তমাঙ্গ। ~কার বিণ. আগেকার, পূর্বে প্রচলিত (পূর্বকার বিধিব্যবস্থা এখন অচল)। ~কাল বি. অতীতকাল, প্রাচীনকাল। পূর্বকালিক, পূর্বকালীন বিণ. পূর্বকালের। ~কৃত বিণ. আগে করা হয়েছে এমন। ~গামী (-মিন্) বিণ. সম্মুখে বা আগে গমনকারী। স্ত্রী. ~গামিনী। ~ বি. আগে জন্মেছে এমন ভ্রাতা, অগ্রজ। ~জন্ম বি. বর্তমান জীব-জীবনের পূর্ববর্তী জীবন। ~জা বি. (স্ত্রী.) জ্যেষ্ঠা ভগিনী। ~জ্ঞান বি. অতীতে লব্ধ জ্ঞান, অভিজ্ঞতা; পূর্ব জীবনের জ্ঞান; ভাবী ঘটনা সম্বন্ধে জ্ঞান, anticipation (বি.প.)। ~তন বিণ. পূর্বকালীন, বিগত। ~দশা বি. আগেকার অবস্থা। ~দৃষ্ট বিণ. আগে দেখা হয়েছে এমন; ঘটবার আগেই ধারণা করা হয়েছে এমন। ~দৃষ্টি বি. আগে থেকেই ধারণা করার ক্ষমতা; দূরদর্শিতা। ~নির্ধারণ বি. আগে থেকে স্থির করা। ~নির্ধারিত বিণ. আগে থেকে স্থির করা হয়েছে এমন (পূর্বনির্ধারিত অনুষ্ঠান)। ~পক্ষ বি. অভিযোগ; (তর্ক.) প্রশ্ন, বিচারের জন্য উপস্থাপিত বিষয়। ~পরিকল্পনা বি. আগে থেকে ভেবে রাখা বা নিরূপণ করা। বিণ. ~পরিকল্পিত। ~পুরুষ বি. পিতা পিতামহ ইত্যাদি বংশের ঊর্ধ্বপুরুষ। ~ফল্গুনী, ~ফাল্গুনী বি. (জ্যোতিষ.) একাদশ নক্ষত্র। ~বঙ্গ বি. অবিভক্ত বঙ্গদেশের পূর্ব অংশ; বর্তমান স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের পূর্বনাম। ~বৎ ক্রি-বিণ. আগেকার মতো। ~বর্ণিত বিণ. আগে বর্ণনা করা হয়েছে এমন। ~বর্তী (-র্তিন্) বিণ. আগেকার, অতীতের; সম্মুখে স্থিত। স্ত্রী. ~বর্তিনী। ~বাদ বি. প্রথম আবেদন, প্রথম নালিশ। ~বাদী (-দিন্) বি. (প্রথমে) অভিযোগকারী, বাদী, ফরিয়াদি। ~ভাদ্র-পদ বি. (জ্যোতিষ.) পঞ্চবিংশতিতম নক্ষত্র। ~মীমাংসা বি. জৈমিনি-কৃতদর্শনশাস্ত্র (তু. উত্তরমীমাংসা)। ~যুগ বি. প্রাচীন বা আগেকার যুগ। ~রঙ্গ বি. নাটকাদির প্রস্তাবনা। ~রাগ বি. অনুরাগের প্রথম অবস্থা। ~রাত্র বি. রাত্রির প্রথম ভাগ; অব্যবহিত পূর্বের রাত্রি। ~লক্ষণ বি. ভাবী ঘটনাদির চিহ্ন, সূচনা। ~সংস্কার বি. পূর্বজন্মে বা অতীতকালে লব্ধ সংস্কার, আগেকার ধারণা বা অভ্যাস (পূর্বসংস্কারবশে একথা বলেছে)। ~সূরি বি. পূর্বযুগের বিদ্বান ব্যক্তি; পূর্বযুগের বিশিষ্ট ব্যক্তি। পূর্বাচল, পূর্বাদ্রি বি. উদয়গিরি, যে কল্পিত পর্বতের শিখরে প্রত্যহ সূর্যোদয় হয় ('পূর্বাচলের পানে তাকাই': রবীন্দ্র)। পূর্বাধি-কার বি. পূর্বে লব্ধ অধিকার; জ্যেষ্ঠের অধিকার। পূর্বাপর বিণ. ক্রি-বিণ. আগাগোড়া, আনুপূর্বিক; আগের ও পরের (পূর্বাপর বৃত্তান্ত)। পূর্বাপেক্ষা অব্য. ক্রি-বিণ. আগের চেয়ে। পূর্বাবধি ক্রি-বিণ. পূর্ব থেক; প্রথম থেকে। পূর্বাবস্থা বি. আগের অবস্থা। পূর্বাভাস বি. ভাবী ঘটনার সংকেত বা লক্ষণ; পূর্বসূচনা। পূর্বাশা বি. পূর্বদিক। পূর্বাষাঢ়া (জ্যোতিষ) বি. বিংশতিতম নক্ষত্র। পূর্বাহ্ন বি. 1 দিনের প্রথম ভাগ, সকালবেলা; 2 পূর্ব সময়, পূর্ববর্তী সময় (একথা পূর্বাহ্নেই বোঝা গিয়েছিল)। (অশু.) পূর্বাহ্নিক বিণ. পূর্বাহ্নে করণীয়; পূর্বাহ্নকালীন। পূর্বিতা বি. প্রথমে বিবেচিত বা অনুষ্ঠিত হওয়ার যোগ্যতা, অগ্রগণ্যতা, priority (বি.প.)। পূর্বোক্ত বিণ. আগে বলা হয়েছে এমন। পূর্বোদ্ধৃত বিণ. আগে উদ্ধৃত। পূর্বোল্লিখিত বিণ. আগে উল্লেখ করা হয়েছে এমন।
Off by 5 letters:
অন্তর্দশা definitions

Samsad Bengali-English Dictionary
অন্তর্দশা [ antardaśā ] n secondary influence of different planets.
Samsad Bangla Abhidhan
অন্তর্দশা [ antardaśā ] বি. (জ্যোতিষ.) কোনো গ্রহের দশার অন্তর্গত রবিচন্দ্রাদি গ্রহের আধিপত্যকাল। [সং. অন্তর্ + দশা]।
অর্শা definitions

Samsad Bangla Abhidhan
অর্শা, অর্শানো, (বর্জি.) অর্সা, (বর্জি.) অর্সানো [ arśā, arśānō, (barji.) arsā, (barji.) arsānō ] ক্রি. 1 বর্তানো, উত্তরাধিকার সূত্রে বা অন্যভাবে পাওয়া, অধিকারে আসা (পিতার সম্পত্তি পুত্রে অর্শে বা অর্শায়); 2 স্পর্শ করা (দোষ অর্শায়); 3 ভাগ্যে ঘটা। [ফা. উর্স্ > বাং. √ অর্শ্ + আ, আনো]।
আদর্শ definitions

Bangla-Tangla Dictionary
আদর্শ [noun] [adjective] ideal
Samsad Bengali-English Dictionary
আদর্শ [ ādarśa ] n a pattern of excellence, a person or thing to be copied, an ideal; an imitation of something usu. on a smaller scale, a model, a role model, a specimen; a prototype. ☐ a. ideal. ~চরিত্র a. having an exemplary character. আদর্শ পুরুষ an ideal man. আদর্শ পুস্তক a model book. আদর্শ বিদ্যালয় a model school. ~লিপি n. a copy-book. ~স্থানীয় exemplary, ideal. ~স্বভাব a. of an ideal character. ~স্বরূপ a. of the nature of a model, model; ideal, exemplary.
Samsad Bangla Abhidhan
আদর্শ [ ādarśa ] বি. 1 অনুকরণীয় বিষয়, ideal উদ্দেশ্য ও লক্ষ্য; 2 নমুনা, model (রচনার আদর্শ); 3 দর্পণ, আয়না। ☐ বিণ. অনুকরণীয় (আদর্শ চরিত্র)। [সং. আ + √দৃশ্ + অ]
আদ্রা definitions

Bangla-Tangla Dictionary
আদ্রা – Adra, a town in Purulia district [http://en.wikipedia.org/wiki/Adra,_Purulia]
গর্দা definitions

Samsad Bengali-English Dictionary
গর্দা [ gardā ] n soil, dirt, filth.
Samsad Bangla Abhidhan
গরদা [ garadā ] গর্দা -র বানানভেদ। গর্দা [ gardā ] বি. ময়লা; ধুলোবালি। [ফা. গর্দ]।
গ্রহদশা definitions

Samsad Bengali-English Dictionary
গ্রহ [ graha ] n (astr. & astrol.) a planet; (astrol.) an evil planet, (loos.) an evil star (গ্রহের ফের); eclipse; act of taking; act of assuming (রূপগ্রহ); realization, comprehension (অর্থগ্রহ); misfortune. ~কোপ n. the antagonism or opposition or evil influence of a planet. ~জগৎ n. the planetary world. ~তত্ত্ব n. astronomy. ~দশা n. (astrol.) the period of direct influence of a planet esp. an evil planet. ~দৃষ্টি n. (astrol.) planetary influence (direct or indirect), esp. evil influence. ~দেবতা n. (astrol.) the guardian or presiding deity of a planet. ~দোষ n. (astrol.) he evil influence of a planet. ~পতি n. the sun. ~পীড়া n. (astrol.) the suffering owing to the evil influence of a planet. ~পূজা n. worship of the sun and other planets in order to propitiate them. ~বিপ্র n. a Brahmin astrologer. ~বৈগুণ্য, ~বিপাক n. (astrol.) antagonism or hostility or opposition of a planet. ~মণ্ডল n. (astr. & astrol.) the planetary system. ~রাজ n. the sun. ~শান্তি n. (astrol.) propitiation of planets. ~স্ফুট n. a zodiacal sign indicating the position of a planet.
জর্দা definitions

Samsad Bangla Abhidhan
জরদা, জর্দা [ jaradā, jardā ] বি. পানের সঙ্গে খাবার সুগন্ধ তামাকচূর্ণবিশেষ, সুরতি। ☐ বিণ. হলদে, পীত। ~পোলাও বি. জাফরানমিশ্রিত হলদে রঙের মিষ্টি পোলাও। জর্দা [ jardā ] দ্র জরদা
দরদ definitions

Bangla-Tangla Dictionary
দরদ – sympathy
Samsad Bengali-English Dictionary
দরদ1 [ darada1 ] a frightful, dreadful. ☐ n. an ancient Indian race; the Sanskrit name of Dardishan. দরদ2 [ darada2 ] n sympathy; compassion; affection, attachment; pain, inflammation.
Samsad Bangla Abhidhan
দরদ1 [ darada1 ] বিণ. ভয়প্রদ ('সমরে বরদা, অসুর-দরদা': রা. প্র.)। [সং. দর + √ দা + অ]। দরদ2 [ darada2 ] বি. 1 সমবেদনা (পরস্পরের প্রতি দরদ); 2 দয়া, মমতা (প্রাণে এতটুকু দরদ নেই); 3 ব্যথা, যন্ত্রণা (সারা গায়ে দরদ)। [ফা দর্দ]।
দরদাম definitions

Samsad Bengali-English Dictionary
দরদস্তুর, দরদাম [ daradastura, daradāma ] n the price of an article and the terms and conditions of purchasing it. দরদস্তুর করা, দরদাম করা v. to bargain; to chaffer, to haggle or higgle.
Samsad Bangla Abhidhan
দর2 [ dara2 ] বি. 1 মূল্য, দাম; 2 মূল্যের হার, নিরিখ; 3 মান, মর্যাদা (উঁচুদরের শিল্পী)। [তু. হি. দর্]। ~কষা-কষি বি. দাম নিয়ে ক্রেতা ও বিক্রেতার মধ্যে জোঝজুঝি, দরাদরি। ~দস্তুর, ~দাম বি. জিনিসের দাম ও কেনাবেচার নিষ্পত্তি।
দর্শক definitions

Bangla-Tangla Dictionary
দর্শক – viewer, spectator
Samsad Bengali-English Dictionary
দর্শক [ darśaka ] a one who sees. ☐ n. a seer, an observer, an onlooker; a spectator; (loos.) a member of an audience; (loos.) a visitor.
Samsad Bangla Abhidhan
দর্শক [ darśaka ] বি. বিণ. 1 দর্শনকারী, যে দেখে; 2 তত্ত্বাবধায়ক, পরিদর্শনকারী। [সং. √ দৃশ্ + অক]; 3 যে দেখায়, প্রদর্শক। [সং. √ দর্শি (√ দৃশ্ + ণিচ্) + অক]।
দর্শন definitions

Bangla-Tangla Dictionary
দর্শন – ‍philosophy, ‍the act of viewing (with করা, especially idols)
Samsad Bengali-English Dictionary
দর্শন [ darśana ] n seeing or noticing or viewing; observation; meeting, interview (দর্শনপ্রার্থী); a visit or visitation; seeing or visiting in order to pay homage (দেবদর্শন, তীর্থদর্শন, রাজদর্শন); knowledge or experience (ভূয়োদর্শন); an eye; sight, the faculty of seeing; vision, perception (দর্শনশক্তি); appearance (কুদর্শন); philosophy (দর্শনশাস্ত্র); science (জীবদর্শন); a mirror, a looking glass. দর্শন করা v. to see, to behold, to notice, to espy, to view, to look at; to observe; to meet, to interview; to pay a visit; to visit; to see or visit in order to pay homage; to experience; to perceive. দর্শন দেওয়া v. to put in an appearance; to come into view; to grant an interview; to give audience; to meet. দর্শন পাওয়া v. to be granted an interview; to be given an interview; to be given an audience; to meet; to catch sight of. প্রথম দর্শনে at first sight. ~ক্ষম a. capable of seeing. ~দারি, ~ডালি, ~ডারি n. consideration of outward show or beauty. ☐ a. good-looking. দর্শনার্থী a. visitor, a caller. ☐ a. one who has come to visit. দর্শনী n. a fee or contribution paid on visiting a shrine etc.; a physician's fee; the price of a ticket of a cinema, theatre, circus, exhibition, match, athletic bout etc. দর্শনীয় a. worth seeing, good-looking; beautiful; conspicuous. দর্শনেন্দ্রিয় n. the sense of sight; the visual organ; an eye.
Samsad Bangla Abhidhan
দর্শন [ darśana ] বি. 1 দৃষ্টিপাত, অবলোকন, দেখা (মুখদর্শন করতে চাই না); 2 সাক্ষাৎকার (তাঁর দর্শনলাভ হল না); 3 ভক্তিভরে দেখা (ঠাকুরদর্শন, প্রতিমাদর্শন); 4 জ্ঞান (ভূয়োদর্শন, আত্মদর্শন, বহুদর্শন); 5 চক্ষু (দর্শনেন্দ্রিয়); 6 চেহারা, আকৃতি (ভীষণদর্শন, সুদর্শন, ঘোরদর্শন); 7 তত্ত্বজ্ঞান যুক্তি ও প্রমাণের উপর প্রতিষ্ঠিত শাস্ত্র বা তত্ত্ব (দর্শনশাস্ত্র, হিন্দুদর্শন)। [সং. √ দৃশ্ + অন]। ~দারি, ~ডারি, ~ডালি বি. রূপের বিচার ('আগে দর্শনদারি পরে গুণ বিচারি')। ☐ বিণ. সুরূপ, সুদর্শন (দর্শনদারি লোক)। [সং. দর্শন + ফা. দার + বাং.ই]। দর্শনি, দর্শনী বি. 1 দেখার বাবদ পারিশ্রমিক (মেলায় ঢোকবার দর্শনী); 2 দেবতার মন্দির দর্শনের জন্য প্রদেয় প্রণামি; 3 থিয়েটার, সিনেমা ইত্যাদি দেখার জন্য প্রদেয় অর্থ; 4 রোগীকে পরীক্ষা করার জন্য চিকিৎসকের প্রাপ্য পারিশ্রমিক বা ভিজিট।
দর্শানো definitions

Samsad Bengali-English Dictionary
দর্শা [ darśā ] v to be seen, to show result (সুফল দর্শে). দর্শানো v. to show; to exhibit; to cause.
Samsad Bangla Abhidhan
দর্শা [ darśā ] ক্রি. দেখা যাওয়া; ঘটা (সুফল দর্শে)। [সং. √ দৃশ্ + বাং. আ]। ~নো ক্রি. দেখানো (কারণ দর্শানো, কারণ দর্শাতে হবে)। ☐ বি. উক্ত অর্থে। দর্শিত বিণ. দেখানো হয়েছে এমন; প্রকাশিত। [সং. √ দৃশ্ + ণিচ্ + ত]। দর্শী (-র্শিন্) বিণ. 1 দর্শনকারী, যে দেখে (অপরিণামদর্শী); 2 জ্ঞানী (তত্ত্বদর্শী পণ্ডিত, বহুদর্শী লোক)।
দর্শী definitions

Samsad Bengali-English Dictionary
-দর্শী [ -darśī ] a (chiefly used as a sfx.) seeing, perceiving (সর্বদর্শী); knowing, conversant, versed (তত্ত্বদর্শী); scrutinizing (সূক্ষদর্শী).
Samsad Bangla Abhidhan
দর্শা [ darśā ] ক্রি. দেখা যাওয়া; ঘটা (সুফল দর্শে)। [সং. √ দৃশ্ + বাং. আ]। ~নো ক্রি. দেখানো (কারণ দর্শানো, কারণ দর্শাতে হবে)। ☐ বি. উক্ত অর্থে। দর্শিত বিণ. দেখানো হয়েছে এমন; প্রকাশিত। [সং. √ দৃশ্ + ণিচ্ + ত]। দর্শী (-র্শিন্) বিণ. 1 দর্শনকারী, যে দেখে (অপরিণামদর্শী); 2 জ্ঞানী (তত্ত্বদর্শী পণ্ডিত, বহুদর্শী লোক)।
দশদশা definitions

Samsad Bengali-English Dictionary
দশ [ daśa ] n ten; (fig.) the people, the public (দেশ ও দশ, দশের কাজ); (fig.) several persons united into a body (দশে মিলি করি কাজ). ☐ a. ten; many, several (দশ কথা শোনান, এক কথা দশবার শোনানো). দশই n. the tenth day of a month. ☐ a. (of the days of a month) tenth. দশক n. (arith.) the place of tens; a decade. ~কথা n. many words; much talking; many rude words, much scolding. ~কর্ম n. the ten Hindu sacraments. ~কর্মান্বিত a. one who takes or has taken the ten Hindu sacraments. ~কাহন n. ten kahans (কাহন); many words; much talking; exaggeration; many rude words, much scolding. ~কিয়া n. a table of numeration by multiple of ten. ~কোষী , (dial.) ~কুশি n. a measure of kirtan (কীর্তন) songs. ~গুন a. & adv. ten times. ~চক্র n. a plot or intrigue or bad counsel by ten or many persons. দশচক্রে ভগবান ভূত (fig.) even a very intelligent man may be discomfited or cornered or pushed to the wall or endangered by the intrigue or bad counsel of the many. ~তলক n. a decahedron. ~দশা see ~দশা । ~দিক see দিক । ~নামী n. ten religious communities obeying the doctrines of Shankaracharya. ~পঁচিশ n. an indoor game like dice played with cowries (কড়ি). ~প্রহরণধারিণী a. fem. (also used as n.) holding ten weapons esp. in ten hands (an epithet of Goddess Durga). ~বল see বল। ~বিধ a. of ten kinds or varieties. ~বিধ সংস্কার the ten Hindu sacraments. ~ভুজ (বা দশকোণী) ক্ষেত্র n. a decagon. ~ভুজা a. fem. (also used as n.) ten-handed (an epithet of Goddess Durga). দশম a. tenth. ~মহাবিদ্যা see মহাবিদ্যা । দশমাংশ, দশাংশ n. a tenth; the tenth part. ~মাবতার n. (kalki) (কল্কি) the tenth and last incarnation of Vishnu (বিষ্ণু). ~মিক a. (arith.) decimal (দশমিক ভগ্নাংশ). ☐ n. (arith.) decimal fraction. দশমিক পদ্ধতি decimal system. দশমিক-মুদ্রা প্রথা decimal system of coinage. দশমিক মুদ্রা প্রথা চালু করা বা হওয়া to go decimal. দশমী n. the tenth day of a lunar fort night. ~মূল see মূল । ~রথ n. one whose chariot can fly in all ten directions; Ramachandra's father (in the Ramayana). ~শত n. & a. thousand. ~সহস্র n. & a. ten thousand, myriad. ~সালা a. decennial. দশসালা বন্দোবস্ত (hist.) the decennial settlement (of land). ~স্কন্ধ a. ten-necked. ~হারা n. the tenth day of the lunar fortnight of the month of Jaistha (জ্যৈষ্ঠ); the date of the descent of the Ganges upon earth; on this date a bath in the Ganges relieves one of ten kinds of sin. ~হাত n. ten cubits. ☐ a. measuring ten cubits; (fig.) very much expanded or puffed up (বুক ফুলে দশ হাত). ~হাতি a. measuring ten cubits; (of cloth) having the standard length (=1 cubits). দশা [ daśā ] n state, condition (দুর্দশা); disposition (মনের দশা); a phase, a stage (শেষ দশা); one of the ten phases of the human mind, namely, volition, thought, memory, adoration, worry, delirium, madness, illness, infirmity, death (all collectively called দশদশা); one of the ten stages of human life, namely, staying in the womb, birth, infancy, child hood, adolescence and celibacy, youth, old age, decrepitude, the last gasp, and death (all stages collectivly called দশদশা); (astrol.) the planetary influence on a person's life (শনির দশা); a Hindu obsequial rite observed on the tenth day of death; any of the ten forms of devotion or charity according to Vaishnavas, namely, audition, glorification, recollection or enumeration of qualities and graces, worship, adoration, obeisance or genuflection, attendance or servitude, friendship or attachment, self-sacrifice in love, and unification; (religious) trance or reverie (দশায় পড়া). দশায় পড়া v. to fall into a state, to run into a condition; to fall into a trance whilst singing or hearing kirtan (কীর্তন) songs.
দশা definitions

Bangla-Tangla Dictionary
দশা – condition
Samsad Bengali-English Dictionary
দশা [ daśā ] n state, condition (দুর্দশা); disposition (মনের দশা); a phase, a stage (শেষ দশা); one of the ten phases of the human mind, namely, volition, thought, memory, adoration, worry, delirium, madness, illness, infirmity, death (all collectively called দশদশা); one of the ten stages of human life, namely, staying in the womb, birth, infancy, child hood, adolescence and celibacy, youth, old age, decrepitude, the last gasp, and death (all stages collectivly called দশদশা); (astrol.) the planetary influence on a person's life (শনির দশা); a Hindu obsequial rite observed on the tenth day of death; any of the ten forms of devotion or charity according to Vaishnavas, namely, audition, glorification, recollection or enumeration of qualities and graces, worship, adoration, obeisance or genuflection, attendance or servitude, friendship or attachment, self-sacrifice in love, and unification; (religious) trance or reverie (দশায় পড়া). দশায় পড়া v. to fall into a state, to run into a condition; to fall into a trance whilst singing or hearing kirtan (কীর্তন) songs.
Samsad Bangla Abhidhan
দশা [ daśā ] বি. 1 অবস্থা (এ কী দশা? শেষ দশা, দুর্দশা); 2 ধরন, গতিক (মনের দশা); 3 প্রদীপের পলতে বা সলতে; 4 মানুষের মনের দশ অবস্থা-অভিলাষ চিন্তা স্মৃতি গুণকীর্তন উদ্বেগ প্রলাপ ব্যাধি জড়তা মরণ উন্মাদ; 5 মানবজীবনের দশ অবস্থা-গর্ভবাস জন্ম বাল্য ও কৈশোর কৌমার পৌগণ্ড যৌবন স্থবিরতা জরা প্রাণরোধ মৃত্যু; 6 মানুষের উপর জন্মকালে রাশিচক্রের অবস্থানজনিত প্রভাব (বৃহস্পতির দশা, শনির দশা); 7 পরলোকগত ব্যক্তির মৃত্যুর পর দশম দিনে আচরণীয় সংস্কারবিশেষ (এখনও তার দশা কাটেনি); 8 (বৈ. শা.) শ্রবণ কীর্তন স্মরণ অর্চন বন্দন পাদসেবন দাস্য সখ্য আত্মনিবেদন স্বীয়ভাব-এই দশটি ভক্তিভাব; 9 সমাধি, ভাবাবেশ; 1 বস্ত্রের প্রান্ত। [সং. √ দন্শ্ + অ + আ]। দশায় পড়া বি. ক্রি. কীর্তন করতে করতে ভাবস্থ বা সমাধিস্থ হওয়া। দশাবিপর্যয়, ~স্তর বি. দুরবস্থা, দুর্দশা। দশাবিপর্যয় [ daśābiparyaẏa ] দ্র দশা
দূর definitions

Bangla-Tangla Dictionary
দূর
1. distant, distance (+ করা = to banish, to drive out)
2. [interjection] expresses irritation, frustration
Samsad Bengali-English Dictionary
দূর [ dūra ] n distance; a distant place (আর কত দূরে নিয়ে যাবে). ☐ a. distant, far-off (দূর দেশ, দূর ভবিষ্যৎ); far-reaching esp. into the future (দূরদৃষ্টি); far-reaching; long, extensive (দূর পথ); expelled, re moved, driven away or out (কাঁটা দূর হওয়া). ☐ int. expressing: contempt, shame, vexation, distrust, disagreement etc., fie, hang it, ah. দূর করা v. to expel; to banish; to drive away or out; to remove; to dispel; to turn out; to eject; to relieve (ব্যথা দূর করা). দূর হওয়া v. to go away; to pass out of sight; to be removed; to be expelled. দূর হোক, দূর হোক ছাই int. hang it, chuck it, damn it. দূরে থাকা v. to keep a distance, to keep aloof. দূরের কথা an affair of distant future; not to speak of (টাকা দেওয়া দূরের কথা). দূরক n. (astr.) a radius vector. দূরক ক্ষেত্র (astr.) a sectional area. দূরগ, দূরগামী a. far-going, long-distance (দূরগামী ট্রেন); (fig.) far-reaching; long, extensive (দূরগামী পথ) fem. দূরগা, দূরগামিনী । দূর ছাই করা v. to slight; to treat contemptuously. দূরত adv. from a distance; from a remote place. দূরতম a. remotest; longest (দূরতম পথ). দূরতা, দূরত্ব n. (amount of) distance; (amount of) length; (amount of) difference. দূরত্ব রক্ষা করা to keep one's distance. ~দর্শন n. act of seeing from a distance or act of seeing distant things; foresight; farsight; act of seeing into the future; prudence; (sc.) television. ~দর্শী a. far seeing; farsighted; foresighted; seeing into the future; prudent. fem. ~দর্শিনী । ~দর্শিতা n. farsightedness; foresighted ness; foresight; ability to see into the future; prudence. দূর-দূর int. fie; hang it. দূর-দুর করা v. to treat contemptuously (like a cur). ~দূরান্তর n. very distant or remote places. ~পাল্লা a. a long distance. দূর-পাল্লার ক্ষেপণাস্ত্র a long-range missile. ~প্রসারী a. far-extending; far reaching; very long. ~বর্তী a. lying or staying at a distance; far-off, distant, remote; (fig.) separated by a large mar gin or differing to a great extent. fem. ~বর্তিনী । ~বর্তিতা n. state of lying or staying at a distance; remoteness; (fig.) separation by a large margin or great difference. ~বীক্ষণ, ~বিন n. a telescope. ~ব্যাপী a. far-extending; far-reaching. ~ভাষ n. a telephone. ~স্থ, ~স্থিত a. situated or located or lying or staying at a distance; distant, remote. দূরে adv. at or to a distance.
Samsad Bangla Abhidhan
দূর [ dūra ] বি. 1 ব্যবধান, অন্তর (কত দূর?); 2 দূরবর্তী স্থান, নিকট নয় এমন দেশ বা স্থান (দূর থেকে দেখা, 'দূরের বন্ধু': রবীন্দ্র); 3 অবিষয় (ভালো খেলা দূর থাক, সে তো খেলেই না)। ☐ বিণ. 1 অনিকট, কাছের নয় এমন ('দূরদেশী সেই রাখাল ছেলে': রবীন্দ্র); 2 ব্যাপক, গভীর (দূরদৃষ্টি); 3 বিস্তৃত (দূরপথ); 4 বিতাড়িত, বহিষ্কৃত (বাড়ি থেকে দূর করা, আপদ দূর হয়েছে); 5 অপগত, দূরীভূত (বিপদ দূর হয়েছে)।☐ অব্য. ঘৃণা লজ্জা বিরক্তি অবিশ্বাস অসম্মতি প্রভৃতি ভাবপ্রকাশক (দূর ছাই, দূর দূর, ভালো লাগে না)। [সং. দূর + √ ই + র]। দূর করা ক্রি. বি. বিতাড়িত বহিষ্কৃত বা দূরীভূত করা (ময়লা দূর করা, অশিক্ষা দূর করা, রোগ দূর করা)।~, ~গামী (-মিন্) বিণ. দূরে গমন করে এমন। স্ত্রী. ~গামিনীদূর-ছাই করা ক্রি. বি. অবজ্ঞা করা (এটা কিন্তু দূর-ছাই করার মতো জিনিস নয়)। ~ (-তস্), (বর্জি.) ~তঃ অব্য. ক্রি-বিণ. দূর থেকে। ~তা, ~ত্ব বি. ব্যবধান; পার্থক্য। ~দর্শন বি. 1 দূর থেকে নিরীক্ষণ; 2 যে যন্ত্রের সাহায্যে দূরের বস্তু দেখতে পারা যায়, television; 3 পরিণামদর্শন, দূরদৃষ্টি। ~দর্শী (-দর্শিন্) বিণ. পরিণামদর্শী, বিচক্ষণ, যার ভবিষ্যদ্দৃষ্টি আছে। বি. ~দর্শিতাদূর দূর অব্য. (বিতাড়নসূচক বা বিরক্তি ইত্যাদি সূচক) দূর হও, ছি ছি। ~দূরান্ত বি. বহু দূরবর্তী স্থান। ~দৃষ্টি বি. ভবিষ্যদ্দৃষ্টি। ~বর্তী (-র্তিন্) বিণ. দূরে অবস্থিত, দূরস্থ (দূরবর্তী দেশ)। বি. ~বর্তিতা। স্ত্রী. ~বর্তিনী। ~বীক্ষণ, ~বিন বি. দূরের বস্তু স্পষ্টভাবে দেখবার যন্ত্রবিশেষ, telescope. ~ভাষ বি. যে যন্ত্রের সাহায্যে দূরবর্তী স্থান থেকে কথা বলা ও শোনা যায়, telephone. ~শ্রুত বিণ. দূর থেকে ভেসে এসে শ্রুত হচ্ছে এমন, দূরের কথা বা শব্দ শোনা যাচ্ছে এমন। ~স্থ, ~স্থিত বিণ. দূরের, দূরবর্তী। ~হি ক্রি-বিণ. (ব্রজ.) দূরে। দূর হোক অব্য. বিরক্তিপ্রকাশক উক্তি। দূরাগত বিণ. দূর থেকে আগমনকারী বা আগত (দূরাগত ধ্বনি)। দূরান্তর বি. বহুদূরব্যাপী ব্যবধান। দূরিত বিণ. দূর করা হয়েছে এমন (বিপদ দূরিত হয়েছে)। দূরীকরণ বি. বিতাড়ন, অপসারণ, বহিষ্কার, সরানো। দূরী-কৃত বিণ. বিতাড়িত, অপসৃত, সরানো হয়েছে এমন, বহিষ্কৃত। দূরী-ভবন বি. অপসরণ; বিতাড়িত হওয়া, বহিষ্কৃত হওয়া। দূরী-ভূত বিণ. অপসৃত, বিতাড়িত, বহিষ্কৃত।

Processing time: 1.74 s