Dictionaries → Search → দুর্ঘটনাজনিত

Off by 4 letters:
দুর্ঘটনা definitions

Bangla-Tangla Dictionary
দুর্ঘটনা – accident, disaster [derivation: দুঃ + ঘটনা]
Samsad Bengali-English Dictionary
দুর্ঘটনা [ durghaṭanā ] n a mishap; an accident; (loos.) a calamitous incident, a calamity.
Samsad Bangla Abhidhan
দুর্ঘটনা [ durghaṭanā ] বি. 1 অমঙ্গলকর বা ক্ষতিকর ঘটনা; 2 আকস্মিক বিপদ, accident. [সং. দুর্ + ঘটনা]।
Off by 6 letters:
দুর্ঘট definitions

Samsad Bengali-English Dictionary
দুর্ঘট [ durghaṭa ] a unlikely to happen; of rare occurrence.
Samsad Bangla Abhidhan
দুর্ঘট [ durghaṭa ] বিণ. 1 ঘটা বা পাওয়া শক্ত এমন; সচরাচর ঘটে না এমন; 2 দুষ্প্রাপ্য। [সং. দুর্ + √ ঘট্ + অ]।
দুর্জন definitions

Samsad Bengali-English Dictionary
দুর্জন [ durjana ] a wicked; villainous; roguish. দুর্জন ব্যক্তি n. a wicked person; a villain; a rogue.
Samsad Bangla Abhidhan
দুর্জন [ durjana ] বি. দুষ্ট বা খল ব্যক্তি, দুরাত্মা, মন্দ লোক ('দুর্বলেরে রক্ষা করো দুর্জনেরে হানো': রবীন্দ্র)। ☐ বিণ. দুষ্ট, খল, দুর্বৃত্ত। [সং. দুর্ + জন]।
Off by 7 letters:
জরাজনিত definitions

Samsad Bangla Abhidhan
জরা1 [ jarā1 ] বি. বার্ধক্য, স্থবিরতা (জরায় আক্রান্ত, জরাজনিত দুর্বলতা)। [সং. √ জৃ + অ + আ]। ~জনিত বিণ. জরার কারণ ঘটিত, জরার জন্য ঘটেছে এমন। ~জীর্ণ বিণ. বার্ধক্যের জন্য দুর্বল ও অকর্মণ্য (জরাজীর্ণ শরীর)। ~রহিত, ~হীন বিণ. জরায় আক্রান্ত হয় না এমন, যার জরা নেই, অজর।
টানিত definitions

Bangla-Tangla Dictionary
shadhu 3rd person ordinary past habitual tense of টানা: টানা – to pull
Samsad Bengali-English Dictionary
shadhu 3rd person ordinary past habitual tense of টানা: টানা2 [ ṭānā2 ] v to pull, to tug; to drag (পা টেনে টেনে চলা); to draw (রেখা টানা); to at tract (মন টানা); to carry (মাল টানা); to move quickly (পা টেনে চলা); to be partial to (ছেলের দিকে টানা); to stretch out (সুর টানা); to cut down expenditure (আয় কম হলে টেনে চলা); to smoke or drink (গাঁজা টানা, মদ টানা); to extract (রস টানা); to consume (খাইয়েরা খুব মিষ্টি টানছে); to sell (বাজারে মাল টানা). ☐ a. borne or drawn (ঘোড়ায়-টানা গাড়ি); operated by pulling or dragging (টানা পাখা, টানা জাল); straight (টানা পথ); continuous (টানা তিন ঘন্টা); skimmed (টানা দুধ); wide, broad, large, big (টানা চোখ); drawn (কালি দিয়ে টানা লেখা); quick and somewhat interwoven (টানা লেখা). গুণ টানা v. to tow. বইঠা টানা, দাঁড় টানা v. to row, to scull. টানা-জাল n. a drag-net. টানাটানা a. broad, wide, large (টানাটানা চোখ); smelling of arrogance or vanity (টানাটানা কথা); quick and somewhat interwoven (টানাটানা লেখা). টানাটানি n. mutual or continuous pulling or tugging or dragging; mutual or continuous attraction; act of dragging forcibly; act of forcing; want, shortage, hardship (টানাটানির সংসার). টানাটানি করা v. to pull or tug or drag or attract mutually or continuously; to drag forcibly; to force; to cut down expenditure (টানাটানি করে সংসার চালানো). দড়ি-টানাটানি n. tug-of-war. টানা-হ্যাঁচড়া n. act of dragging forcibly; act of forcing; continuing or running on with difficulty; coming and going frequently. একটানা a. continuous; lying at a stretch. দোটানা n. vacillation, wavering.
Samsad Bangla Abhidhan
shadhu 3rd person ordinary past habitual tense of টানা: টানা2 [ ṭānā2 ] ক্রি. 1 আকর্ষণ করা (কাছে টানা); 2 আঁকা (রেখা টানা); 3 বহন করা (মাল টানা); 4 পক্ষপাতী হওয়া (তার দিকে টেনে কথা বলা); 5 ব্যয়সংকোচ করা (যথেষ্ট টেনে সংসার চালাতে হয়); 6 ধূমপান করা (বিড়ি টানা); 7 শোষণ করা, শুষে নেওয়া (জল বা রস টেনে নেওয়া); 8 (অশা.) প্রচুর খাওয়া (ভোজবাড়িতে গিয়ে প্রচুর টেনেছ মনে হচ্ছে); 9 (অশা.) মদ ইত্যাদি খাওয়া (লোকটা কি টেনে এসেছে?)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. 1 বাহিত (ঘোড়ায়-টানা গাড়ি); 2 হাতে টেনে চালাতে হয় এমন (টানা পাখা, টানা রিকশা); 3 সোজা (টানা পথ); 4 ছেদহীন, নিরবচ্ছিন্ন (টানা দুঘণ্টা); 5 মন্থন করা বা মাখন তোলা হয়েছে এমন (টানা দুধ); 6 বিস্তৃত, আয়ত (টানা চোখ); 7 অঙ্কিত (কালি দিয়ে টানা রেখা); 8 জড়িত, ছাড়া ছাড়া নয় এমন (টানা হাতের লেখা)। [বাং. √ টান + আ < সং. √ তন্]। টানা-জাল বি. একসঙ্গে বহু মাছ ধরার জন্য নদী পুকুর ইত্যাদির মধ্যে দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়েছে এমন বড় জালবিশেষ। টানা টানা বিণ. আয়ত (টানা টানা চোখ); বাঁকা, তির্যক (টানা টানা কথা)। ~টানি বি. 1 পরস্পর আকর্ষণ; টানাহেঁচড়া; 2 অভাব-অনটন (টানাটানির সংসার)। ~বোনা বি. বিণ. ক্রি. কষ্টেসৃষ্টে কার্যসিদ্ধি বা কার্যসিদ্ধি করা (টেনেবুনে সংসার চালানো)। ~হেঁচড়া, ~হ্যাঁচড়া বি. হেঁচড়ে হেঁচড়ে বা অনিচ্ছার সঙ্গে জোর করে টানা; কষ্টেস়ৃষ্টে চালানো; জোর করে কোনো কাজে প্রবৃত্ত করা।
দর্জি definitions

Bangla-Tangla Dictionary
দর্জি – tailor
দুরিত definitions

Samsad Bengali-English Dictionary
দুরিত [ durita ] n a sin; harm. ☐ a. sinning, sinful; wicked.
Samsad Bangla Abhidhan
দুরিত [ durita ] বি. 1 পাপ; 2 ক্ষতি। ☐ বিণ. পাপিষ্ঠ।[সং. দুর্ + ইত (গতি বা কার্য), বহু. প্রাদি.]।
দুর্দান্ত definitions

Bangla-Tangla Dictionary
দুর্দান্ত – impatient, eager
Samsad Bengali-English Dictionary
দুর্দান্ত [ durdānta ] a hard to subdue or tame; turbulent; unruly; (coll.) severe (দুর্দান্ত গরম); terrible, in a great measure; very fine (দুর্দান্ত খেলা, দুর্দান্ত ছবি).
Samsad Bangla Abhidhan
দুর্দান্ত [ durdānta ] বিণ. দমন করা বা বশে আনা যায় না এমন, দুরন্ত; উদ্দাম। [সং. দুর্ + √ দম্ + ত]।
দুর্নাম definitions

Samsad Bengali-English Dictionary
দুর্নাম [ durnāma ] n disrepute, ill-fame; discredit; a bad name; notoriety.
Samsad Bangla Abhidhan
দুর্নাম [ durnāma ] বি. বদনাম, অখ্যাতি, অপবাদ। [সং. দুর্ + নাম]।
দুর্নীত definitions

Samsad Bengali-English Dictionary
দুর্নীত [ durnīta ] a morally degenerated; indulging in malpractices; corrupted; perverted; depraved; wicked. ☐ n. moral degeneration; a malpractice; a corruption; perversion; wickedness. দুর্নীতি [ durnīti ] n moral degeneration; a malpractice; a corruption; perversion; wickedness. ~পরায়ণ a. same as দুর্নীত (a.)
Samsad Bangla Abhidhan
দুর্নীত [ durnīta ] বিণ. 1 রীতিনীতি ভালো নয় এমন; 2 দুর্নীতিপরায়ণ; 3 অশিষ্ট, শিষ্ঠাচারহীন। ☐ বি. দুষ্ট বা মন্দ নীতি, নিন্দনীয় নীতি। [সং. দুর্ + নীত (√ নী + ত)]।
দুর্বাসিত definitions

Samsad Bangla Abhidhan
দুর্বাসিত [ durbāsita ] বিণ. দুর্গন্ধযুক্ত, যাতে খারাপ গন্ধ আছে এমন। [সং. দুর্ + √ বাসি (নামধাতু) + ত]।
দুর্মনা definitions

Samsad Bengali-English Dictionary
দুর্মনা [ durmanā ] a worried, stricken with anxiety or misgiving. দুর্মনায়মান a. worrying.
Samsad Bangla Abhidhan
দুর্মনা [ durmanā ] (-নস্) বিণ. 1 উদ্বিগ্নচিত্ত, দুর্ভাবনাগ্রস্তl; 2 বিষণ্ণ, দুঃখ পাচ্ছে বা ভোগ করছে এমন। [সং. দুর্ + মনস্]। দুর্মনায়-মান বিণ. দুর্ভাবনা করছে এমন।
দৈবদুর্ঘটনা definitions

Samsad Bengali-English Dictionary
দৈব [ daiba ] n providence; destiny; luck, fate; a chance occurrence. ☐ a. pertaining to or caused by gods, divine, heavenly; providential; accidental; miraculous. ~কর্ম n. rites performed to propitiate gods or deities; a religious rite. ~ক্রমে, ~গতিকে adv. by providence; by chance; accidentally, luckily; (rare) miraculously. ~ঘটনা n. a providential incident; a chance occurrence; a miraculous incident; an accident. ~জ্ঞ a. prescient. ☐ n. a diviner, a prognosticator, a soothsayer; a fortune teller, an astrologer. ~দুর্ঘটনা n. a mishap, an accident. ~দুর্বিপাক n. a misfortune, an unforeseen calamity or adversity. ~দোষ n. misfortune, ill fate, ill luck. ~দোষে adv. through ill luck. ~ধন n. heaven-sent treasure; a treasure found by chance, a windfall; (loos.) a hidden treasure. ~নির্দিষ্ট a. ordained by God; predestined, foreordained. ~প্রেরিত a. heaven-sent. ~বল same as দৈবশক্তি । ~বশে same as দৈবক্রমে । ~বাণী n. an oracle; a voice from heaven (conveying a divine message), the word of God, a revelation; a prophecy. ~বিড়ম্বনা n. irony of fate; antipathy of fortune; misfortune. ~যোগে same as দৈবক্রমে । ~লব্ধ a. obtained by chance; god-gifted. ~শক্তি n. divine power; god gifted power. ~শক্তিসম্পন্ন a. endowed with god-gifted power.
রাজিত definitions

Samsad Bangla Abhidhan
রাজিত [ rājita ] বিণ. 1 শোভিত 2 শোভমান; 3 বিরাজিত। [সং. √ রাজ্ + ত়।
Off by 8 letters:
অর্জিত definitions

Samsad Bengali-English Dictionary
অর্জিত [ arjita ] a earned, acquired; attained.
Samsad Bangla Abhidhan
অর্জন [ arjana ] বি. পরিশ্রম বা চেষ্টার দ্বারা প্রাপ্তি; চেষ্টায় পাওয়া; লাভ করা। [সং. √ অর্জ + অন]। অর্জা ক্রি, পাওয়া চেষ্টার দ্বারা পাওয়া ('অর্জিলাম জয়')। অর্জয়িতা বিণ. অর্জনকারী। অর্জিত বিণ. চেষ্টা করে পাওয়া গেছে এমন, চেষ্টার দ্বারা প্রাপ্ত (অর্জিত বিদ্যা)। অর্জিত [ arjita ] দ্র অর্জন।
উদ্ঘাটিত definitions

Samsad Bengali-English Dictionary
উদ্ঘাটিত [ udghāṭita ] a uncovered; laid bare; opened; unbolted, unlocked; revealed; discovered; brought to light.
Samsad Bangla Abhidhan
উদ্-ঘাটন, উদ্ঘাটন [ ud-ghāṭana, udghāṭana ] বি. 1 উন্মোচন, অনাবৃত করা; 2 উন্মুক্ত করা, প্রকাশ করা (দ্বারোদ্ঘাটন)। [সং. উৎ + √ ঘট্ + ণিচ্ + অন[। উদ্-ঘাটক বিণ. বি. উদ্শ্রঘাটনকারী; উন্মোচক; প্রকাশক। উদ্-ঘাটিত বিণ. উন্মোচিত; প্রকাশিত (সত্য অবশেষে উদ্ঘাটিত হল)।
উদ্ঘাত definitions

Samsad Bengali-English Dictionary
উদ্ঘাত [ udghāta ] n undulation, ruggedness; a blow, a stroke; a mallet; a device for drawing water from a well, a pulley; a chapter or section of a book; allusion, reference.
কুরানি definitions

Samsad Bengali-English Dictionary
কুরানি, কোরানি [ kurāni, kōrāni ] n a notched tool for grating or scraping coconut, a coconut scraper.
Samsad Bangla Abhidhan
কুরা, কোরা [ kurā, kōrā ] ক্রি. 1 (নারকেল ইত্যাদি) কুরুনি দিয়ে চাঁচা বা আঁচড়ানো (নারকেল কোরাচ্ছে); 2 নখ, দাঁত প্রভৃতি দিয়ে একটু একটু করে খোঁড়া। [দেশি]। ~নো ক্রি. বি. বিণ. উক্ত সব অর্থে। ~নি, কুরনি, কুরুনি কোরানি বি. নারকেলজাতীয় জিনিস কোরাবার জন্য দাঁতাল যন্ত্রবিশেষ।
গর্জিত definitions

Samsad Bengali-English Dictionary
গর্জিত [ garjita ] a sounded or resounded loudly.
Samsad Bangla Abhidhan
গর্জিত [ garjita ] বিণ. নিনাদিত, ধ্বনিত। ☐ বি. মত্ত হাতি। [সং. √গর্জ্ + ত (ই আগম)]।
ঘটনা definitions

Bangla-Tangla Dictionary
ঘটনা – an event
Samsad Bengali-English Dictionary
ঘটনা [ ghaṭanā ] n an event, an occurrence; an in stance of joining; a chance happening or occurrence. ঘটনাক্রমে adv. by chance, accidentally, it so happened that; in course of events (ঘটনাক্রমে দেখা হয়ে গেল); in course of circumstances (ঘটনাক্রমে তাকে বাড়ি বেচতে হল). ঘটনাচক্র n. (lit.) the wheel of events, (fig.) the course of events. ঘটনাচক্রে same as ঘটনাক্রমে । ঘটনাধীন a. dependent on force of events; subject to the course of events or circumstances. ঘটনাপরম্পরা n. due succession of events. ঘটনাপূর্ণ, ঘটনাবহুল a. eventful. ঘটনাবলি n. (a collection of) events. ঘটনাস্রোত n. (lit.) the stream of events, (fig.) the course of events. ঘটনাস্থল n. the place or scene of occurrence, a venue.
Samsad Bangla Abhidhan
ঘটনা [ ghaṭanā ] বি. 1 ব্যাপার, যা ঘটে; 2 যোজনা; 3 আকস্মিক ব্যাপার। [সং. √ঘট্ + অন + আ]। ~ক্রমে, ~চক্রে ক্রি-বিণ. দৈবাৎ, ঘটনাগতিকে, accidentally. ~চক্র বি. ঘটনাপরম্পরা। ~ধীন বিণ. দৈবাধীন। ~পূর্ণ, ~বহুল বিণ. নানা ঘটনায় পূর্ণ। ~বলি বি. ঘটনাসমূহ। ~স্থল বি. অকুস্থল, যেখানে (কোনো) ঘটনা ঘটে বা ঘটেছে।

Processing time: 3.04 s