Omit Bangla-Tangla Dictionary Omit Samsad Bengali-English Dictionary Omit Samsad Bangla Abhidhan Omit conjugations and other variants Maximum matches to return
Off by 4 letters:
অপরাধ definitions
Bangla-Tangla Dictionary
অপরাধ – fault, crime
Samsad Bengali-English Dictionary
অপরাধ [ aparādha ] n a fault, a defect; a sin; a guilt, an offence, a crime. অপরাধ করাv. to commit a fault; to sin; to commit an offence or crime. ~জনক, ~মূলকa. criminal; sinful. ~বোধn. consciousness or sense of guilt; feeling of guiltiness; guilty conscience; guilt complex. অপরাধীa. one who commits a fault; sinful; guilty, offending, criminal. ☐ n. such a person; a sinner; an offender, a criminal. fem. অপরাধিনী ।
দর-পরদা [ dara-paradā ] বি. বড় ও দীর্ঘ পরদা, যা দিয়ে ঘরের কোনো অংশ আড়াল করা হয়। [ফা. দর্পরদাহ্]।
দুধ definitions
Bangla-Tangla Dictionary
দুধ – milk
Samsad Bengali-English Dictionary
দুধ [ dudha ] n milk; juice (নারকেলের দুধ); latex (গাছের দুধ) দুধ কেটে গেছে same as দুধ ছানা হয়ে গেছে । দুধ খাওয়াv. to drink milk; to draw the breast, to suck. দুধ খাওয়ানোv. to cause to drink milk; to give suck (to), to suckle. দুধ ছাড়ানোv. to wean (a baby from the habit of sucking or lactation). দুধ ছানা হয়ে গেছে, দুধ ছিড়ে গেছেv. (the) milk has turned sour or curdled. দুধ তোলাv. to vomit or spew milk after drinking it (as by a child). দুধ দেওয়াv. to give or yield milk; to give suck (to), to suckle. দুধ দোওয়াv. to milk. দুধের ছেলে an infant boy, a suckling. দুধের মেয়ে an infant girl, a suckling. দুধের সর a thin layer or film that collects on boiled milk, milk film. দুধের সাধ ঘোলে মেটানো (fig.) to console oneself with a base substitute, to satisfy oneself with a glass of grog when the bottle of champagne is beyond one's reach. দুধ-কলা দিয়ে কালসাপ পোষা (fig.) to fatten one's mortal enemy, to nourish a viper in one's breast. দুধ-কুসুম্ভাn. a kind of milkshake mixed with a paste of hemp-leaves. দুধ-রুটিn. milk-sop. দুধে-জলে মেশাv. to get mixed or blended completely; (fig.) to be compromised thoroughly. দুধে-দাঁত, দুধের দাঁতn. a milk tooth; milk dentition. দুধে ভাতে থাকাv. to live in affluence, to enjoy loaves and fishes, to have one's bread buttered on both sides.
Samsad Bangla Abhidhan
দুধ [ dudha ] বি. 1 দুগ্ধ, পয়ঃ, স্তন্য; 2 দুধের মতো সাদা রস বা তরল পদার্থ (নারকেলের দুধ)। [সং. দুগ্ধ]। দুধকলা দিয়ে কালসাপ পোষা ক্রি. বি. মারাত্মক শত্রুকে চিনতে না পেরে সাদরে পালন করা। ~কুসুম্ভা বি. দুধে ঘোঁটা সিদ্ধির শরবত। দুধ ছেঁড়া, দুধ কাটা, দুধ ছানা হওয়া ক্রি. বি. টক জিনিসের সংস্পর্শে দুধ বিকৃত হওয়া। দুধ তোলা ক্রি. বি. শিশুর পান-করা দুধ বমি করে দেওয়া। ~দাঁত, দুধে দাঁত বি. শিশুর প্রথম যে দাঁত গজায় এবং পরে ছ-সাত বছরে যা পড়ে যায়। ~ভাত বি. শুধু দুধসহযোগে ভাত যা মূলত শিশুর, বৃদ্ধের ও রোগীর খাদ্য। ~রাজ, ~কমল বি. হেমন্তকালের ধানবিশেষ। দুধালো, দুধেল বিণ. দুধ দেয় এমন, দুগ্ধবতী (দুধেল গাই)। দুধে-আলতা রং বি. দুধে-আলতা মেশালে যে উজ্জ্বল গৌরবর্ণ হয়। দুধে-ভাতে থাকা ক্রি. বি. (আল.) সচ্ছল অবস্থায় বাস করা। দুধের ছেলে, দুধের বাচ্চা বি. নিতান্তই শিশু, দুগ্ধপোষ্য শিশু। দুধের সাধ ঘোলে মেটানো ক্রি. বি. বাঞ্ছিত বস্তুর অভাবে অপেক্ষাকৃত নিকৃষ্ট বস্তু দিয়ে কাজ চালানো।
দুপ definitions
Samsad Bangla Abhidhan
দুপ [ dupa ] বি. অব্য. ধপ থেকে মৃদুতর আওয়াজ, ধুপ আওয়াজ, [ধ্বন্যা.]। ~দাপ বি. অব্য. ক্রমাগত দুপ শব্দ (দুপদাপ শব্দ করে সিঁড়ি দিয়ে নামতে লাগল)।
দুপাক definitions
Samsad Bangla Abhidhan
দুপাক [ dupāka ] দ্র দু।
দুপাশ definitions
Bangla-Tangla Dictionary
দুপাশ – two sides, both sides
দুপুর definitions
Bangla-Tangla Dictionary
দুপুর – noon, midday
Samsad Bengali-English Dictionary
দুপুর [ dupura ] n midday, noon. দুপুর রাত midnight. দুপুর রাতেadv. at dead of night, far into the night.
পরা – to wear2nd person intimate present imperative tense of পরানো:পরানো – to cause to wear
Samsad Bengali-English Dictionary
পরা-1 [ parā-1 ] pfx denoting; excessiveness, con trariety, opposition etc. (পরাজয়).পরা2 [ parā2 ] fem of -পর3 and পর4 ।পরা3 [ parā3 ] a. fem supreme, primordial (পরা প্রকৃতি); highest; final (পরা বিদ্যা); (elec.) positive.পরা4 [ parā4 ] v to put on, to wear (জামা পরা); to put, to paint (টিপ পরা, কাজল পরা); to tie ঘড়ি পরা . ☐ a. wearing, dressed in; bearing, painted with; having tied or fastened (to).
Samsad Bangla Abhidhan
পর3 [ para3 ] বিণ. 1 অন্য, ভিন্ন (পরনারী, পরপুরুষ); 2 অনাত্মীয় (পরগৃহে বাস, সে আমার পর নয়); 3 শ্রেষ্ঠ; প্রধান, পরম (পরব্রহ্ম, পরাকাষ্ঠা); 4 পরবর্তী (পরলোক)। ☐ বি. 1 শত্রু (পরন্তপ); 2 অন্য ব্যক্তি (পরচর্চা); 3 পরমাত্মা; 4 মুক্তি। ☐ ক্রি-বিণ. পরে অনন্তর (অতঃপর, তারপর কোথায় গেল?)। [পৃৃ + অ]। স্ত্রী. পরা(পরা1 দ্র)। পরের ঘর মেয়েদের শ্বশুরবাড়ি (সব মেয়েরই পরের ঘর করতে হয়)। পরের ধনে পোদ্দারি অন্য লোকের টাকাপয়সা রক্ষা করার দায়িত্ব নিয়ে নিজেই তার মালিকের মতো আচরণ করা। পরের মাথায় কাঁঠাল ভাঙা, পরের মাথায় হাত বুলানো ফাঁকি দিয়ে পরের টাকা বা জিনিসপত্র আত্মসাৎ করা।-পর4 [ -para4 ] বিণ. নিষ্ঠ, নিরত, আসক্ত (স্বার্থপর, নৃত্যপর)। [সং. √পৃৃ + অ]। স্ত্রী. -পরা (নৃত্যপরা, ধ্যানপরা)।পরন [ parana ] বি. পরিধান (পরনের কাপড়) [পরা4 দ্র]।পরা1 [ parā1 ] দ্র পর4।পরা2 [ parā2 ] উপ. আতিশষ্য বৈপরীত্য ইত্যাদি সূচক (পরক্রম, পরাজয়) [সং. পৃ + আ]।পরা3 [ parā3 ] বিণ. পরমা, শ্রেষ্ঠা, প্রধানা (পরা প্রকৃতি, পরা বিদ্যা) [সং. √ পৃ + অ + আ]।পরা4 [ parā4 ] ক্রি. পরিধান করা অঙ্গে ধারণ করা (জামা পরা, কপালে টিপ পরা) বি ☐ বি. পরিধান, অঙ্গে ধারণ (পরা না-পরা দুই-ই সমান)। ☐ বিণ. পরিহিত (জুতোপরা পা) ~নো ক্রি. বি. পরিধান করানো। ☐ বিণ. উক্ত অর্থে।2nd person intimate present imperative tense of পরানো:পরা4 [ parā4 ] ক্রি. পরিধান করা অঙ্গে ধারণ করা (জামা পরা, কপালে টিপ পরা) বি ☐ বি. পরিধান, অঙ্গে ধারণ (পরা না-পরা দুই-ই সমান)। ☐ বিণ. পরিহিত (জুতোপরা পা) ~নো ক্রি. বি. পরিধান করানো। ☐ বিণ. উক্ত অর্থে।
অপরা [ aparā ] a. & pro. fem of অপর । ☐ a. fem. (phil.) other than the absolute or supreme; illusory; worldly, mundane.
Samsad Bangla Abhidhan
অপরা [ aparā ] বিণ. (স্ত্রী.) (দর্শ.) 1 পরা বা শ্রেষ্ঠ নয় এমন (অপরাবিদ্যা); 2 প্রাকৃতিক (অপরাশক্তি)। ☐ সর্ব. অন্য রমণী।
অপরাধী definitions
Bangla-Tangla Dictionary
অপরাধী – criminal
Samsad Bengali-English Dictionary
অপরাধ [ aparādha ] n a fault, a defect; a sin; a guilt, an offence, a crime. অপরাধ করাv. to commit a fault; to sin; to commit an offence or crime. ~জনক, ~মূলকa. criminal; sinful. ~বোধn. consciousness or sense of guilt; feeling of guiltiness; guilty conscience; guilt complex. অপরাধীa. one who commits a fault; sinful; guilty, offending, criminal. ☐ n. such a person; a sinner; an offender, a criminal. fem. অপরাধিনী ।
আদরা [ ādarā ] n a rough or preliminary sketch; an outline; a profile.
Samsad Bangla Abhidhan
আদরা [ ādarā ] বি. 1 কিছু সাদৃশ্য; 2 নকশা, চিত্রাঙ্কনের প্রাথমিক কাঠামো, sketch [সং. আদর্শ]
উদরপরায়ণ definitions
Samsad Bengali-English Dictionary
উদর [ udara ] n the belly; (loos.) the stomach; the abdomen; womb; the inside (পর্বতোদরে) ~পরায়ণ, ~সর্বস্বa. given to too much eating or interested in eating only; voracious, gluttonous. ~পরায়ণতাn. glut tony, voracity. ~পূর্তিn. filling the stomach with foodstuff. ~সর্বস্ব ব্যক্তি a belly-god. ~পীড়াn. diarrhoea; disorder or ailment of the stomach. ~ভঙ্গn. strong diarrhoea. ~সাৎa. eaten; swallowed; appropriated; consumed. উদরসাৎ করাv. to eat up. ~স্থa. received in the belly or stomach; eaten; swallowed; lying in the belly or stomach. উদরস্থ করাv. to swallow. উদরস্থ থাকাv. to lie or re main in the belly or stomach; to be accepted by the stomach. উদরান্নn. food; indispensable food; a living, livelihood. উদরান্ন জোগাড় করা, উদরান্নের সংস্থান করা to find food; to earn a living; to earn (one's) bread. উদরাময়n. diarrhoea. উদরীn. dropsy.
shadhu 2nd person intimate present imperative tense of কোপানো:কোপানো – to hack
Samsad Bengali-English Dictionary
কুপা, কুপো [ kupā, kupō ] n a narrow-necked earthen or leather vessel; (sarcas.) a potbellied person. কুপোকাতa. utterly defeated, vanquished; knocked down.shadhu 2nd person intimate present imperative tense of কোপানো:কোপানো [ kōpānō ] v to chop or strike with a sharp cutting implement as a sword; to dig with a spade. ☐ a. thus struck or chopped or dug.