দুঃখও definitions

Bangla-Tangla Dictionary
conjunctive of দুঃখ: দুঃখ – anguish
Samsad Bengali-English Dictionary
conjunctive of দুঃখ: দুঃখ [ duḥkha ] n sorrow; affliction; grief; distress, suffering, misery (দুঃখে পড়া); pain, inflammation; regret (দুঃখ প্রকাশ করা). দুঃখ করা v. to regret; to rue, to grieve; to suffer pain, to take trouble; to be in distress, to undergo misery. দুঃখ দেওয়া v. to cause sorrow or regret, to grieve; to afflict; to distress; to pain; to give trouble. দুঃখ পাওয়া বা ভোগ করা v. to be stricken with sorrow or grief or misery (জীবনে অনেক দুঃখ পেয়েছে); to be afflicted or distressed or pained; to be in trouble, to suffer. দুঃখে পড়া v. to run into distress or trouble. দুঃখের কাহিনি a woeful or pathetic tale. দুঃখের বিষয় a matter of regret; a pity; a painful affair. ~কর, ~জনক, ~দ, ~দায়ক, ~দায়ী, ~প্রদ a. painful; troublesome; woeful, distressing, agonizing; sorrowful. fem. দুঃখদায়িনী । ~দারিদ্র n. distress and poverty, want and suffering or misery. ~প্রদ same as দুঃখকর । ~বাদ n. (phil.) pessimism. ~বাদী a. pessimistic. ☐ n. a pessimist. ~ভাগী a. sharing the sorrow of another. fem. দুঃখভাগিনী । ~ভোগ n. act of suffering pain or undergoing dis tress. ~ময় a. full of or abounding in sorrow or suffering. ~মোচন n. act of relieving pain or distress; allaying or alleviation or mitigation of sorrow. ~সহিষ্ণু a. one who patiently endures sorrow or suffering. ~সাগর n. an ocean of sorrow, a sea of distress; endless sorrow or suffering. ~হর, ~হারী a. one who or that which relieves pain or sorrow or suffering. fem. দুঃখহরা, দুঃখহারিণী ।
Samsad Bangla Abhidhan
conjunctive of দুঃখ: দুঃখ [ duḥkha ] বি. 1 মনের কষ্ট বা বেদনা, মর্মপীড়া (মা-বাবার মনে দুঃখ দিয়ো না); 2 ক্ষোভ (তার কথায় দুঃখ পেলাম); 3 দারিদ্র, দুর্দশা (গরিবের দুঃখে তাঁর মন কাঁদে)। [সং. √ দুঃখ্ + অ]। ~কর, ~জনক, ~দায়ক, ~দায়ী (-য়িন্), ~প্রদ বিণ. দুঃখ ঘটায় বা উৎপাদন করে এমন, যন্ত্রণাদায়ক। ~দায়িনী বিণ. (স্ত্রী.) দুঃখ দেয় এমন। ~ধান্ধা বি. কঠিন চেষ্টা। ~বাদ বি. মানবজীবন ও পৃথিবী কেবল দুঃখে ভরা-এই দার্শনিক মত, নৈরাশ্যবাদ। ~বাদী (-দিন্) বিণ. উক্ত দার্শনিক মতে বিশ্বাসী। ~ময় বিণ. কষ্টপূর্ণ। ~সুখ বি. কষ্ট ও শান্তি। ~হর বিণ. কষ্ট হরণ করে এমন। ~হরণ, ~হারী (-রিন্) বিণ. দুঃখদূরকারী। স্ত্রী. ~হরা, ~হারিণীদুঃখার্ত বিণ. দুঃখে কাতর বা পীড়িত। দুঃখিত বিণ. 1 দুঃখপ্রাপ্ত; 2 ক্ষুণ্ণ; 3 অনুতপ্ত। স্ত্রী. দুঃখিতাদুঃখী (-খিন্) বিণ. 1 দুঃখিত, দুঃখভোগকারী (দুঃখী মানুষ); 2 দীন, দরিদ্র। স্ত্রী. দুঃখিনী (দুঃখিনী সীতা)। conjunctive of দুঃখ: দুখ, দুখিনী, দুখী [ dukha, dukhinī, dukhī ] যথাক্রমে দুঃখ, দুঃখিনী, দুঃখী -র কোমল রূপ ('দুখের কথা তোমায় বলিব না': রবীন্দ্র); জনম-দুখিনী)।

Processing time: 1.26 s