দুঃ definitions

Samsad Bengali-English Dictionary
দুঃ [ duḥ ] pfx signifying: vile, wicked, bad, prohibited, inauspicious, distressing, sorrowful etc. (দুঃশীল, দুঃসময়, দুঃসংবাদ).
Samsad Bangla Abhidhan
দুঃ [ duḥ ] অব্য. দুষ্ট মন্দ নিষিদ্ধ দুঃখজনক প্রভৃতি অর্থসূচক উপসর্গ। [সং. দুর্, দুস্]। ~শাসন বি. 1 পীড়নপূর্ণ শাসন; 2 কুশাসন; 3 ধৃতরাষ্ট্রের দ্বিতীয় পুত্র। ☐ বিণ. সহজে শাসন বা বশীভূত করা যায় না এমন। ~শীল বিণ. দুষ্ট বা অসৎ স্বভাববিশিষ্ট। ~শ্রব বিণ. 1 অশ্রাব্য; শুনলে মনে কষ্ট হয় এমন; 2 আওয়াজের ক্ষীণতার জন্য শুনতে পাওয়া যায় না এমন। ~সময় বি. 1 অসময়; 2 অশুভ সময়; 3 দুখের সময়। ~সহ বিণ. সহ্য করা কঠিন এমন, অসহ্য। ~সাধ্য বিণ. 1 কষ্টসাধ্য; অসাধ্য, সম্পন্ন করা যায় না এমন (দুঃসাধ্য সংকল্প); 2 যার প্রতিবিধান অসম্ভব, অচিকিৎস্য (দুঃসাধ্য ব্যাধি)। ~সাহস বি. অনুচিত বা অত্যধিক সাহস। ~সাহসিক বিণ. দুঃসাহসী; সম্পাদনের জন্য দুঃসাহসের প্রয়োজন হয় এমন (দুঃসাহসিক অভিযান)। ~সাহসিকতা বি. অনুচিত বা অত্যধিক সাহসের প্রবৃত্তি। ~সাহসী (-সিন্) দুঃসাহসসম্পন্ন (দুঃসাহসী ডাকাত)। ~স্থ, দুস্থ বিণ. 1 দরিদ্র ও দুরবস্থাপন্ন; 2 (বিরল) দুঃখপীড়িত। ~স্থিত, দুস্থিত বিণ. 1 দুঃখপীড়িত; 2 (পদার্থ.) স্থির থাকে না এমন, unstable (বি.প.)। বি. ~স্থিতি, দুস্থিতি। ~স্পর্শ, দুস্পর্শ বিণ. স্পর্শ করা কঠিন এমন। ~স্বপ্ন বি. অশুভ ঘটনার স্বপ্ন; খারাপ স্বপ্ন।

Processing time: 1.21 s