ডাকাতও definitions

Bangla-Tangla Dictionary
conjunctive of ডাকাত: ডাকাত – bandit

conjunctive of 3rd person ordinary past habitual tense of ডাকানো:
ডাকানো – to have someone called

Samsad Bengali-English Dictionary
conjunctive of ডাকাত: ডাকাত [ ḍākāta ] n a ganster, a dacoit, a robber, a brigand, a bandit. ডাকাত পড়া v. to be raided by dacoits or brigands. ডাকাতি n. banditry, brigandage, robbery. ডাকাতি করা v. to commit a dacoity or robbery. ডাকাতে a. of dacoits; relating to dacoity. ডাকাতে কালী Goddess Kali (কালী) as worshipped by dacoits. conjunctive of 3rd person ordinary past habitual tense of ডাকানো: ডাকানো [ ḍākānō ] v to send for; to cause to call.
Samsad Bangla Abhidhan
conjunctive of ডাকাত: ডাকাত, (বর্ত. অপ্র.) ডাকাইত [ ḍākāta, (barta. apra.) ḍākāita ] বি. দস্যু, প্রকাশ্যে বলপূর্বক হরণকারী। [হি. ডকৈত, ডাকুয়া]। ডাকাত পড়া ক্রি. বি. ডাকাতের আক্রমণ হওয়া (জমিদারবাড়িতে ডাকাত পড়েছে)। ডাকাতি বি. 1 দস্যুবৃত্তি (ডাকাতি করে বড়লোক হয়েছে); 2 দস্যুবৃত্তির ঘটনা (প্রায়ই ডাকাতি হয়)। ☐ বিণ. 1 ডাকাতসংক্রান্ত; 2 ডাকাতিসংক্রান্ত। ডাকাতে বিণ. 1 ডাকাতসংক্রান্ত; ডাকাতদের; 2 ডাকাততুল্য (ডাকাতে সাহস)। ডাকাতে কালী ডাকাতদের উপাস্যা কালী বা কালিকাদেবী। conjunctive of 3rd person ordinary past habitual tense of ডাকানো: ডাকা [ ḍākā ] ক্রি. 1 কণ্ঠধ্বনি করা (পাখি ডাকে); 2 শব্দ করা (নাক ডাকে); 3 গর্জন করা (মেঘ ডাকে); 4 সম্বোধন করা (কী নামে তোমাকে ডাকব?); 5 আহ্বান করা (ওকে ডাকো); 6 স্মরণ করা (ভগবানকে ডাকো); 7 দর্ হাঁকা (নিলাম ডাকা); 8 পূর্বেই আশঙ্কা করা (কুডাক ডাকা, অমঙ্গল ডাকা)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. মুখরিত, ধ্বনিত ('পাখি ডাকা সন্ধ্যা': বিভূতি)। [বাং. √ ডাকা]। ~ডাকি বি. 1 ক্রমাগত আহ্বান করা; 2 চেঁচিয়ে ডাকা। ~নো ক্রি. আহ্বান করে আনানো; শব্দ করা বা করানো (নাক ডাকানো)। ☐ বি. বিণ. উক্ত উভয় অর্থে। ডেকে বলা ক্রি. বি. সম্বোধন করে বলা; উচ্চকণ্ঠে ঘোষণা করা, জোর দিয়ে অভিমত প্রকাশ করা ('ডাকিয়া বলিতে হবে': রবীন্দ্র)।

Processing time: 0.41 s