টুঁটি definitions

Bangla-Tangla Dictionary
টুঁটি – throat
Samsad Bengali-English Dictionary
টুঁটি [ ṭun̐ṭi ] n the throat, the gullet. টুঁটি ছেঁড়া v. to tear off or asunder the throat; to kill. টুঁটি টেপা v. to press the throat; to choke. টুঁটি টিপে মারা v. to throttle. definitive of টুঁ: টুঁ [ ṭu ] n the sound: 'toon'; the feeblest possible noise (কোথাও টুঁ শোনা যায় না); very feeble protest (তার কথার বিরুদ্ধে কেউ টুঁ করে না).
Samsad Bangla Abhidhan
টুঁটি [ ṭun̐ṭi ] বি. 1 কণ্ঠনালী; 2 কণ্ঠ। [হি. টেঁটুয়া]। টুঁটি ছেঁড়া ক্রি. বি. 1 কণ্ঠ ছিন্ন করা; 2 বধ করা। টুঁটি টেপা ক্রি. বি. কণ্ঠরোধ করা; কথা বলতে না দেওয়া; গলা টিপে ধরা। definitive of টুঁ: টুঁ [ ṭu ] বি. 1 'টুঁ'-এই শব্দ; সামান্যতম শব্দ (কোথাও টুঁ শব্দ শোনা যাচ্ছে না); 2 ক্ষীণ প্রতিবাদ (কেউ টুঁ শব্দটি করল না)। [ধ্বন্যা.]।

Processing time: 1.22 s