Omit Bangla-Tangla Dictionary Omit Samsad Bengali-English Dictionary Omit Samsad Bangla Abhidhan Omit conjugations and other variants Maximum matches to return
টিপ definitions
Bangla-Tangla Dictionary
shadhu 2nd person ordinary present simple tense of টেপা:টেপা – to press (eg, a button)shadhu 2nd person ordinary present imperative tense of টেপা:টেপা – to press (eg, a button)
Samsad Bengali-English Dictionary
টিপ [ ṭipa ] n a fingertip; a thumb impression; a quantity taken up between the index finger and the thumb; a dotted mark with sandal paste etc. put on the fore head as a mark of sanctity (টিপ পরা); a piece of tinsel or a dotted mark with vermilion, saffron etc. put on the fore head for personal decoration; aim (তারবন্দুকের টিপ); a squeeze or pinch (তার পিঠে একটা টিপ দাও)). এক টিপ নস্যি a pinch of snuff. টিপ দেওয়াv. to squeeze, to pinch, to press with fingertips. ~কলn. a device that may be opened and shut or operated by means of pressing. ~বোতামn. a pair of buttons that may be fixed to one another by pressing them with fingertips, a press-button. ~সই, ~সহিn. thumb impression.shadhu 2nd person ordinary present simple tense of টেপা:টিপা, টেপা [ ṭipā, ṭēpā ] v to press; to massage; to pinch; to squeeze; to wink (চোখ টিপছে); to caution or warn furtively (তাকে টিপে দিয়ো যেন টাকা না দেয়); to place or put noiselessly or cautiously (পা টিপে চলা). ☐ a. that which is to be opened and shut or operated by means of pressing (টেপা কল). কল টেপাv. (fig.) to direct others from behind the curtain. চোখ টেপাv. to wink; to give a hint or warn by winking. নাড়ি টেপাv. to feel (one's) pulse. টিপে চলাv. (fig.) to spend cautiously.shadhu 2nd person ordinary present imperative tense of টেপা:টিপা, টেপা [ ṭipā, ṭēpā ] v to press; to massage; to pinch; to squeeze; to wink (চোখ টিপছে); to caution or warn furtively (তাকে টিপে দিয়ো যেন টাকা না দেয়); to place or put noiselessly or cautiously (পা টিপে চলা). ☐ a. that which is to be opened and shut or operated by means of pressing (টেপা কল). কল টেপাv. (fig.) to direct others from behind the curtain. চোখ টেপাv. to wink; to give a hint or warn by winking. নাড়ি টেপাv. to feel (one's) pulse. টিপে চলাv. (fig.) to spend cautiously.
Samsad Bangla Abhidhan
টিপ [ ṭipa ] বি. 1 আঙুলের ডগা; 2 বুড়ো আঙুলের ডগার ছাপ; 3 দুই আঙুলের ডগা পরস্পর চেপে যে পরিমাণ দ্রব্য ধরা যায় (নাস্যির এক টিপ); 4 কপালের ফোঁটা বা ফোঁটার মতো প্রসাধনী বা অলংকারবিশেষ (চন্দনের টিপ, কপালে টিপ পরেছে); 5 আঙুলের ডগার চাপ ('অঙ্গুলির টিপ দিয়া ঘুচায় যন্ত্রণা': বি. গু.); 6 তাগ, লক্ষ্য (বন্দুকের টিপ)। ☐ বিণ. দুই আঙুলের ডগায় চেপে ধরে রাখা যায় এমন পরিমিত (এক টিপ নস্য)। [হি. টীপ]। ~কল বি. 1 টিপে আটকানো যায় এমন যন্ত্রযুক্ত দ্রব্যাদি; 2 নলকূপ, টিউবওয়েল। ~ছাপ, ~সই, ~সহি বি. বুড়ো আঙুলের ডগায় কালি মাখিয়ে গৃহীত ছাপ, fingerprint.shadhu 2nd person ordinary present simple tense of টেপা:টিপা, টেপা [ ṭipā, ṭēpā ] ক্রি. 1 মর্দন করা, ডলা, মালিশ করা (হাত-পা টেপা); 2 আঙুলের ডগা দিয়ে বা আঙুল দিয়ে চাপ দেওয়া (গাল টেপা); 3 সন্তর্পণে স্থাপন করা (পা টিপে চলা); 4 ঠারা, ঠেরে ইঙ্গিত করা (চোখ টেপা); 5 গোপনে সতর্ক করা, ইশারা করা (আগে থেকে তাকে টিপে দিয়েছিলাম)। ☐ বি. উক্ত সব অর্থে। [হি. টীপ্]। ~টিপি বি. পরস্পরের মধ্যে গোপন ইঙ্গিত বা সংকেত। ~নো ক্রি. মর্দন করানো, ডলানো; চাপ দেওয়ানো। ☐ বি. বিণ. উক্ত অর্থে।shadhu 2nd person ordinary present imperative tense of টেপা:টিপা, টেপা [ ṭipā, ṭēpā ] ক্রি. 1 মর্দন করা, ডলা, মালিশ করা (হাত-পা টেপা); 2 আঙুলের ডগা দিয়ে বা আঙুল দিয়ে চাপ দেওয়া (গাল টেপা); 3 সন্তর্পণে স্থাপন করা (পা টিপে চলা); 4 ঠারা, ঠেরে ইঙ্গিত করা (চোখ টেপা); 5 গোপনে সতর্ক করা, ইশারা করা (আগে থেকে তাকে টিপে দিয়েছিলাম)। ☐ বি. উক্ত সব অর্থে। [হি. টীপ্]। ~টিপি বি. পরস্পরের মধ্যে গোপন ইঙ্গিত বা সংকেত। ~নো ক্রি. মর্দন করানো, ডলানো; চাপ দেওয়ানো। ☐ বি. বিণ. উক্ত অর্থে।