জাতের definitions

Bangla-Tangla Dictionary
genitive of জাত: জাত – caste
Samsad Bangla Abhidhan
genitive of জাত: গোলা1 [ gōlā1 ] বি. 1 ধান ইত্যাদি রাখার মরাই; 2 আড়ত (কাঠের গোলা); 3 বাজার; গঞ্জ। [দেশি-তু. হি. গোলা]।~জাত বিণ. গোলা বা মরাইয়ে রাখা হয়েছে এমন। ~বাড়ি বি. শস্যাগার, ধান্যাদি শস্য মজুত করার জন্য বাড়ি; খামার। genitive of জাত: জাত1 [ jāta1 ] বিণ. সঞ্চিত, সংগৃহীত, রক্ষিত (গুদামজাত করে রাখা)। [আ. যাদ]। genitive of জাত: জাত2 [ jāta2 ] বিণ. 1 শ্রেষ্ঠ (জাত শিল্পী); 2 আসল (জাত সাপ, জাত কেউটে)। [সং. জাত্য]। ~বসন্ত বি. সংক্রামক ও মারাত্মক মসূরিকা রোগ, গুটি বসন্ত, small-pox. ~সাপ বি. 1 বিষধর সাপ; 2 কেউটে বা গোখরো সাপ। genitive of জাত: জাত3 [ jāta3 ] বিণ. 1 জন্মেছে এমন (সদ্যোজাত); 2 উৎপন্ন (ক্ষেত্রজাত)। ☐ বি. 1 জন্ম (জাতকর্ম); 2 সমূহ (দ্রব্যজাত)। [সং. √ জন্ + ত]। ~কর্ম, ~কৃত্য, ~ক্রিয়া বি. হিন্দু শিশুর জন্ম উপলক্ষ্যে অনুষ্ঠেয় সংস্কারবিশেষ। ~কোপ, ~ক্রোধ বি. আজন্মকাল ধরে ক্রোধ, বহু পুরোনো ও তীব্র ক্রোধ। ☐বিণ. দীর্ঘকাল ধরে ক্রুদ্ধ। ~পত্র বি. কোষ্ঠী, জন্মপত্রিকা। ~পুত্র বিণ. যার পুত্র জন্মেছে, পুত্রবান। ~বেদা, ~বেদাঃ (-দস্) বি. অগ্নিদেব।~ মাত ্র ক্রি-বি জন্মের সঙ্গে সঙ্গে ☐ বিণ.ণ. সদ্যোজাত। ~শত্রু বি. আজন্ম শত্রু। ☐ বিণ. (যার) অনেক শত্রু জন্মেছে এমন। genitive of জাত: জাত4 [ jāta4 ] বি. 1 বর্ণ, জন্মগত সামাজিক শ্রেণি (জাত মেনে চলা); 2 প্রকার (নানা জাতের আম, বড় জাতের ডাকাতি)। ☐ বিণ. জন্মগত, জাতিগত (জাত বোষ্টম) [সং জাতি]। জাত খাওয়া, জাত মারা ক্রি. বি. জাতিচ্যুত করা। জাত খোয়ানো, জাত হারানো ক্রি. বি. নিজ বর্ণ বা সামাজিক শ্রেণি থেকে বিচ্যুত হওয়া। জাত দেওয়া ক্রি. বি. ভিন্ন ধর্মের পাত্র বা পাত্রীকে বিবাহ করার ফলে স্বীয় ধর্ম জাতি ত্যাগ করা। ~পাত বি. নানা ধর্মের বা জাতের দ্বন্দ্ব; জাতের ভেদাভেদ। ~ব্যবসায় বি. বংশগত পেশা। ~ভাই বি. স্বজাতীয় লোক; একই পেশা বা শ্রেণির লোক। জাতে ওঠা ক্রি. বি. উন্নততর জাতে স্থান পাওয়া; (আল.) মর্যাদাবৃদ্ধির ফলে বিশেষ কোনো (উন্নত) সমাজে স্থান পাওয়া। জাত তোলা ক্রি. বি. উন্নততর জাতে স্থান দেওয়া। genitive of জাত: জাতপাত [ jātapāta ] দ্র জাত4

Processing time: 1.22 s