জলকে definitions

Bangla-Tangla Dictionary
objective of জল: জল – water
Samsad Bengali-English Dictionary
objective of জল: জল [ jala ] n water; aqua: rain (জল হচ্ছে); a stream ('যেতেছে জলের মত'); (fig.) a light repast, refreshment, snack, tiffin (জলখাবার). ☐ a. cooled, comforted, refreshed (প্রাণ জল হওয়া); liquefied (গলে জল); rendered watery, thinned (রক্ত জল); mixed or adulterated with water (জল দুধ); wasted (টাকা জল হওয়া); exhausted, ruined (দেহ বা রক্ত জল হওয়া); very easy (জল অঙ্ক). খর জল hard water. চোখের জল tears. নারকেলের জল milk of coconut. বৃষ্টির জল rain-water. ভারী জল (phys.) heavy water. মিঠে জল fresh water. মৃদু জল soft water. জল করা v. to waste (টাকা জল করা); to ruin, to exhaust (দেহ বা রক্ত জল করা); to cool or comfort (প্রাণ জল করা). জল খাওয়া . v. to drink water; to take light repast, to take tiffin, (coll.) to refresh; to take or require water (ইঞ্জিনটা খুব জল খায়). জল ঝরা . v. to drip. জল দেওয়া v. to give water; to give a dying person water to drink; to offer drinking water to the manes; to water (গাছে জল দেওয়া). জল পড়া . v. to rain; to leak water (কলসিটা থেকে জল পড়ে); to stream with tears. জল মরা v. to dry up. জল নেওয়া v. to take water; (of an engine etc.) to water. জল সওয়া v. to fetch water from a river or pond on the eve of a festival. জল সরা v. to pass out water; to use the water of a pond esp. for purposes other than drinking; (of a pregnant woman) pass fluid (esp. immediately before childbirth). জল হওয়া v. to rain; to become liquid, to liquefy, to melt (গলে জল হওয়া); to cool or be comforted (প্রাণ জল হওয়া); to cool or calm down (রাগ জল হওয়া); to become cold (চা জল হওয়া). জলে দেওয়া . v. (fig.) to give to an undeserving person; (fig.) to waste. জলে পড়া v. (fig.) to arrive at a bad place; (fig.) to fall in a danger; (fig.) to fall to an undeserving person; (fig.) to be wasted. জলে ফেলা same as জলে দেওয়া । জলে যাওয়া v. to go to a river or pond; (fig.) to be wasted (টাকাটা জলে গেল). জলের কল . a. water tap. কলের জল tap-water. জলের গাড়ি a water-cart. জলের দামে (fig.) at a throw away price. জলের স্রোত a stream of water. ~কণা n. a little or small drop of water. ~কন্যা n. a water-nymph, a naiad, a mermaid. ~কপাট n. a watergate, a sluicegate, a sluice. ~কর n. a tax imposed on ponds, water reservoirs etc.; a water toll; a tax on fishery. ~কল্লোল n. noise (usu. loud) made by a running stream or wave; a noisy wave; a roaring wave. ~কষ্ট n. scarcity of water. ~কাচা a. (of textile goods) washed in water only (that is, without using soap or other washing materials). ~কাদা n. rain-water and mud; slush. ~কুক্কুট n. the water-fowl; the gull. ~কুণ্ড n. a water-font; a water-reservoir. ~কূট n. (phys.) a water-trap. ~ক্রিয়া n. drink-offering to the deceased, water libation, offering drinking water to the manes. ~ক্রীড়া, ~কেলি n. aquatic sports, watersports; bathing in rivers or ponds for amusement. ~খাবার n. a light re past, refreshment, tiffin, snack. ~গাহ n. waterbath. জলগ্রহণ না করা v. not to drink water; not to take even the slightest food, refuse to take any food. ~গ্রাহী a. (bot.) hygroscopic. ~চক্র n. (phys.) a water-mill. ~চর a. living or growing in water, aquatic. ☐ n. an aquatic animal. ~চল a. belonging to a caste whose touch does not pollute water to be used by high-caste people. ~চাষ বিদ্যা hydroponics, art of growing plants in water impregnated with nutrients. ~চিকিৎসক n. a hydropathist. ~চিকিৎসা n. hydropathy. ~চিহ্ন n. manufacturer's design on some kinds of paper-seen when the paper is held against light, watermark. ~চুড়ি n. a watermark in the shape of a thin streak. ~চৌকি n. a low and small wooden stool. ~ছত্র coll. corrup. of ~সত্র, । ~ছবি n. a transfer picture. ~ছাপ n. a watermark. ~ a. born in or of water, ponds, rivers, seas etc.; aquatic. ☐ n. the water-lily, the lotus. ~জন্তু n. an aquatic animal. ~জীয়ন্ত, ~জিয়ন্ত, (coll.) ~জ্যন্ত a. perfectly alive (just like a fish in water); (fig.) quite obvious, downright (জলজ্যান্ত মিথ্যা). ~ঝড় n. rain and storm. ~টুঙি n. a raised hut built in the midst of a pond, marsh, river etc. ~ঢোঁড়া n. a species of non-venomous water-snake. ~তরঙ্গ n. a wave; a ripple; a kind of musical instrument consisting of seven bowls which are filled with water and are struck with one or more sticks in order to produce musical sounds. ~দস্যু n. a pirate; a buccaneer. ~দস্যুতা n. piracy. ~তা করা v. to act as a pirate; to buccaneer. ~দেবতা n. a watergod; Neptune; Varuna (বরুণ). ~দোষ n. morbid collection of water in the abdomen, dropsy. ~দ্রোণী n. a water-cask, a water-barrel; a water-bucket; a trough. ~ধর a. containing water; full of water. ☐ n. the cloud; the sea. ~ধারা n. a stream of water. ~নকুল n. the otter. ~নালী n. a water-passage; an aqueduct; a drain. ~নিকাশ n. draining out water, drainage. ~নিকাশের পথ a drain, an outlet for water. ~নিধি n. an ocean; a sea. ~নিরোধক a. waterproof. ~নির্গম n. passage of water, drainage. ~নির্গমপথ n. an outlet for water; a drain. ~নির্গম প্রণালী n. drain age system; an outlet for water, a conduit; a drain. ~পটি n. a strip of cloth soaked in water and placed on a wounded limb or on the forehead. ~পড়া n. water into which curative or supernatural power is believed to have been infused by means of mysterious words uttered by a sorcerer or magician. ~পথ n. a waterway; an outlet for water. ~পথে adv. by water. ~পরাগী a. hydrophilous. ~পরি n. a water-nymph; a water fairy, mermaid. ~পাত্র n. a water-vessel, a water-pot; a drinking cup or glass. ~পান n. a light repast, snacks; act of drinking water. জলপান করা v. to take a light repast; to drink water. ~পানি n. a scholarship, a studentship, student's stipend; pocket-money (আশুতোষ তাঁর বাবার কাছ থেকে নিত্য এক টাকা করে জলপানি পেতেন). ~পিপাসা n. thirst. ~পিপি n. a small species of wading bird, the jacana, Metopidius indicus. ~পিঁড়ি n. a low wooden pedestal on which pitchers are placed. ~পুলিশ a. water police; marine police. ~পৃষ্ঠ n. water level, surface of water. ~প্রণালী n. an outlet for water; a drain; a water course; a strait. ~প্রপাত n. a waterfall, a cataract, a cascade, a fall. ~প্লাবন n. a flood; a deluge. ~প্লাবিত a. overflooded; flooded with water. ~বৎ a. (fig.) clear as water, perspicuous, very easy to understand. ~বসন্ত n. chicken-pox. ~বাতাস, ~বায়ু n. climate. ~বাহক n. a water-carrier. ~বাহিত a. (of goods or diseases) water-borne. ~বিছুটি n. nettle drenched in water (which, when rubbed on any part of the body, causes a terrible irritation). ~বিজ্ঞান n. hydrostatics. ~বিদ্যুৎ n. hydro-electricity, hydro-electric power. ~বিন্দু n. a drop of water. ~বিম্ব n. a bubble. ~বিভাজিকা n. water shed. ~বিযুক্ত করা v. to dehydrate. ~বিয়োজন n. dehydration. ~বিষুব n. the autumnal equinox. ~বিশ্লেষণ n. hydrolyzation. জলবিশ্লেষণ করা v. to hydrolize. ~বিহার same as ~ক্রীড়া । ~বোমা n. a depth charge, a bomb used against a submarine for explosion under water. জল ভাঙা v. to proceed or walk through water with difficulty. ~ভ্রমি n. a whirlpool. ~মগ্ন a. immersed or sunk in water; drowned; flooded or submerged. জলমগ্ন হওয়া v. to sink; to drown; to be submerged. ~ময় a. full of water; watery; flooded with water; full of ponds, rivers etc. (জলময় দেশ). ~মার্জার n. the otter. ~মুক n. the cloud. ~যন্ত্র n. a machine or pulley for hauling up water; a water-clock, a clepsydra; a spraying instrument, a spray. ~যাত্রা n. a sea voyage. ~যাত্রী n. a voyager. ☐ a. voyaging. ~যান n. a ship or a boat, a vessel. ~যুদ্ধ n. a fight on water, a naval fight; a naval war; naval warfare. ~যোদ্ধা n. a naval soldier, a navy-man. ~যোগ n. tiffin or a light repast. জলযোগ করা v. to take tiffin or a light repast. ~রং n. water colour. ~রাশি n. a mass of water. ~রেখা n. a water-line. ~রোধী a. water proof; watertight. ~শক্তি n. hydro-electricity, power obtained from flowing or falling water capable of generating electric current etc., waterpower. ~শূন্য a. waterless; dry. ~শৌচ n. act of washing the posteriors (and also other parts of the body) with water after purging. ~সত্র n. a place for charitable distribution of drinking water to the public. ~সম a. level with water. ~সমতল n. water-level. ~সিক্ত a. soaked in or drenched with water, wet; moist. ~সিঞ্চন, ~সেচন n. act of sprinkling water; act of watering (trees etc.) জলসিঞ্চন করা, জলসেচন করা v. to sprinkle water (upon); to water. ~সেক n. act of sprinkling water; act of sprinkling; act of fomenting with a piece of cloth dipped in hot water. ~স্তম্ভ n. a waterspout. ~স্ফীতি n. spate. ~স্রোত n. a stream of water. ~হস্তী n. the hippopotamus. ~হাওয়া n. climate.
Samsad Bangla Abhidhan
objective of জল: জল [ jala ] বি. 1 স্বাদ-বর্ণ-গন্ধহীন স্বচ্ছ তরল, বারি, সলিল, উদক, অম্বু, নীর (পানীয় জল, নদীর জল); 2 বৃষ্টি (আজ নিশ্চয়ই জল হবে); 3 (আঞ্চ.) হালকা খাবার (তুমি সকালে জল খেয়েছ?)। ☐ বিণ. 1 শীতল (প্রাণ জল হয়ে গেল); 2 শান্ত (মিষ্টি কথায় জল হয়ে গেলাম); 3 তরল, সরল ('বুঝিয়ে দিলে যেন জল': সু. রা.); 4 নষ্ট, অপব্যয়িত (টাকা জল হওয়া, পরিশ্রম জল হওয়া)। [সং. √ জল্ + অ]। ~কণা বি. জলের ফোঁটা, জলের বিন্দু। ~কন্যা বি. নদী ইত্যাদি থেকে উত্থিতা অপ্সরী; জলপরি। ~কপাট বি. নদী ইত্যাদির মধ্যে জলস্রোত নিয়ন্ত্রণের জন্য কপাটযুক্ত বাঁধবিশেষ, floodgate. ~কর বি. জলাশয়াদির উপর ধার্য খাজনা; মাছ চাষের জন্য জলাশয়ের উপর যে খাজনা ধার্য হয়। ~কল্লোল বি. জলস্রোতের কলকল শব্দ; শব্দকারী জলতরঙ্গ। ~কষ্ট বি. জলের অভাবের জন্য কষ্ট। ~কাদা বি. বৃষ্টির জল এবং তার ফলে রাস্তায় কাদা। ~কুক্কুট বি. গাংচিল। ~কেলি, ~ক্রীড়া, ~খেলা বি. জলের মধ্যে আনন্দে সাঁতার ও অন্য ক্রীড়াকৌতুক। জল খাওয়া ক্রি. বি. 1 জল পান করা; 2 হালকা খাবার বা জলখাবার খাওয়া। ~খাবার বি. সকাল-বিকালের হালকা খাবার, জলযোগ, টিফিন। ~গৃহ জলটুঙি -র অনুরূপ। ~চর বিণ. জলে বিচরণ করে এমন (জলচর পাখি)। ~চল বিণ. যার ছোঁয়া জল পান করতে বাধা নেই। ~চূড়ি বি. পরিধেয় বস্ত্রাদিতে সরু ডোরার মতো জলছাপ। ~চৌকি বি. ছোট ও নিচু চৌকো বসার টুল। ~ছত্র জলসত্র -র চলিত রূপ। ~ছবি বি. যেঁ ছবি জলে ভিজিয়ে অন্য কাগজে চেপে ছাপ তোলা যায়। ~ বিণ. জলে বা জলাশয়াদিতে উৎপন্ন হয় এমন (জলজ উদ্ভিদ)। ☐ বি. পদ্ম ফুল। ~জন্তু বি. জলচর জন্তু। ~জিয়ন্ত, ~জ্যান্ত বিণ. সম্পূর্ণ সজীব; সম্পূর্ণ স্পষ্ট (জলজ্যান্ত প্রমাণ); একেবারে, ডাহা (জলজ্যান্ত মিথ্যা)। ~টল বি. জল ও ওইজাতীয় অন্য জিনিস; জলখাবার (জলটল খেয়েছে?)। ~টুঙি, ~টুঙ্গি বি. পুকুর, দিঘি প্রভৃতির মধ্যে নির্মিত ঘর। ~ঢোঁড়া বি. জলচর নির্বিষ ঢোঁড়া সাপবিশেষ। ~তরঙ্গ বি. 1 জলের ঢেউ; 2 সাতটি জল-ভরা বাটিতে কাঠির আঘাতে সুর তোলা হয় এমন বাদ্যযন্ত্রবিশেষ। ~তেষ্টা বি. জলপিপাসা, তৃষ্ণা। ~ বিণ. জল দেয় এমন। ☐ বি. মেঘ। ~দস্যু বি. যারা নদীতে বা সমুদ্রপথে ডাকাতি করে বেড়ায়। ~দেবতা বি. জলে অধিদেবতা; বরুণ। ~দোষ বি. 1 উদরীরোগ; 2 কোষবৃদ্ধি। ~ধর বিণ. জলধারণকারী; জলপূর্ণ। ☐ বি. 1 মেঘ (নব জলধর); 2 সমুদ্র। ~ধি বি. সমুদ্র। ~নালি, ~প্রণালী বি. জলনিকাশের নর্দমা। ~নিধি বি. সমুদ্র। ~পাটি বি. দেহের আহত স্থানে বাঁধার জন্য বা জ্বরের তাপ কমানোর জন্য কপালে দেবার জলসিক্ত কাপড়ের টুকরো বা ফালি। ~পড়া বি. রোগ-বালাই, ভূত প্রভৃতি অমঙ্গল দূর করার জন্য মন্ত্রপূত জল। ~পথ বি. নৌকা জাহাজ প্রভৃতি যোগে চলবার পথ অর্থাৎ নদী, সমুদ্র ইত্যাদি। ~পরি বি. জলে বিচরণ বা বাস করে এমন কাল্পনিক কন্যা, জলকন্যা। ~পান বি. জলখাবার। ~পানি বি. 1 মেধাবী ছাত্রের পুরস্কার বা বৃত্তি; 2 জলখাবার খাওয়ার পয়সা। ~পিপি বি. জলে ভাসমান উদ্ভিদের উপর চলে বেড়ায় এমন বকজাতীয় পাখিবিশেষ, water jacana. ~প্রপাত বি. পর্বত বা ওইরকম উঁচু জায়গা থেকে অবিরত বেগে পতনশীল জলধারা। ~প্লাবন বি. প্রবল বন্যা। ~বসন্ত, পানি-বসন্ত বি. সংক্রামক কিন্তু মারাত্মক নয় এমন, গুটিকারোগ, chicken-pox. ~বাতাস, ~বায়ু বি. আবহাওয়া। ~বিছুটি বি. জলে ভিজানো বা জলে জাত বিছুটি গাছ, যা গায়ে লাগলে অত্যন্ত চুলকায় জ্বালা করে। ~বিজ্ঞান বি. জলবিষয়ক শাস্ত্র। ~বিদ্যুৎ বি. প্রধানত জল থেকে বা বাষ্প থেকে উৎপাদিত বিদ্যুৎ, hydroelectricity. ~বিভাজিকা বি. বিভিন্ন নদী ইত্যাদির মিলনস্থানে জলের বিভাজক রেখা; দুই নদীর জলের মিলনস্থানে যে রেখা দুই নদীর জলকে পৃথকভাবে চিহ্নিত করে, watershed. ~বিম্ব বি. জলের বুদ্বুদ, ভুড়ভুড়ি। ~বিষুব বি. কার্তিক মাসের সংক্রান্তি। ~বিহার বি. জলক্রীড়া। জল ভাঙা ক্রি. বি. 1 জল বার হওয়া; 2 সন্তানপ্রসবের অনতিপূর্বে গর্ভিণীর গর্ভাশয় থেকে জল বার হওয়া; 3 জলের মধ্য দিয়ে হাঁটা (জল ভেঙে এত পথ যাওয়া যায়?)। ~ভাত বি. (আল.) অতি সহজ ব্যাপার (এটা বুঝছ না? এ তো জলভাত)। ~ভ্রমি বি. নদী সমুদ্র প্রভৃতির মধ্যে জলের আবর্ত বা ঘূর্ণি। ~মগ্ন বিণ. জলে ডুবে গেছে বা ডুবে আছে এমন। ~ময় বিণ. জলপূর্ণ, জলে ভরা; জলপ্লাবিত। জল মরা ক্রি. বি. জল কমে বা শুকিয়ে যাওয়া। ~মার্জার বি. উদ্বিড়াল। ~মুক (-মুচ্) বি. মেঘ। ~যন্ত্র বি. 1 জল তুলবার যন্ত্র; 2 জলঘড়ি; 3 ধারাযন্ত্র, পিচকারি, spray. ~যাত্রা বি. 1 জলপথে যাত্রা; 2 জল আনার জন্য যাওয়া। ~যান বি. জলপথে যাতায়াতের জন্য নৌকো জাহাজ ইত্যাদি যান। ~যোগ বি. জলখাবার খাওয়া। ~রং বি. জলে গুলে নিয়ে আঁকতে হয় এমন রং। ~রোধী বিণ. 1 জল আটকায় এমন, watertight; 2 যার মধ্যে দিয়ে জল প্রবেশ করতে পারে না, waterproof. ~শৌচ বি. মলমূত্রাদি ত্যাগের পর জল দিয়ে শরীরের অঙ্গ ধোওয়া। ~সত্র, ~ছত্র বি. যে স্থান থেকে সর্বসাধারণকে বিনামূল্যে জল দান করা হয়। জল সরা ক্রি. বি. 1 জল বার হওয়া; 2 পুকুর ইত্যাদি জলাশয়ে নিত্যপ্রয়োজনে জল ব্যবহার করা। জল সহা, (কথ্য) জল সওয়া ক্রি. বি. বিবাহাদি উপলক্ষ্যে প্রতিবেশীর বাড়ি থেকে জল সংগ্রহরূপ মঙ্গলাচরণ করা। ~সেক বি. জলসেচন; গরম জলে ন্যাকড়া তুলো ইত্যাদি ভিজিয়ে সেক দেওয়া। ~স্তম্ভ বি. সমুদ্র নদী ইত্যাদিতে স্তম্ভের আকারে উত্থিত জলরাশি, waterspout. জল হওয়া ক্রি. বি. 1 বৃষ্টি হওয়া; 2 তরল বা দ্রব হওয়া (গলে জল হয়ে গেছে); 3 শান্ত বা শুঁড়িবিহীন জলজন্তুবিশেষ। ~হাওয়া বি. আবহাওয়া। জলীয় বিণ. 1 জলপূর্ণ; 2 জলসম্বন্ধীয়; 3 জলমিশ্রিত। জলে দেওয়া, জলে ফেলা ক্রি. বি. নষ্ট করা; অপাত্রে দান করা। জলে পড়া ক্রি. বি. অস্থানে উপস্থিত হওয়া; অপাত্রে পড়া; বিপদে পড়া। জলে যাওয়া ক্রি.বি. নষ্ট হওয়া; অপচয় হওয়া; লোকসান বা ব্যর্থ হওয়া। জলের দাগ বি. নিমেষেই মুছে যায় এমন চিহ্ন। জলের দামে ক্রি-বিণ. নামমাত্র দামে, খুব সস্তায়। objective of জল: জলীয় [ jalīẏa ] দ্র জল

Processing time: 1.2 s