Off by 3 letters:
গাথা definitions

Bangla-Tangla Dictionary
গাথা – poem, song
Samsad Bengali-English Dictionary
গাথা [ gāthā ] n a poem; a couplet, a distich; a verse; a ditty, a song; a ballad; narration (গুণগাথা).
Samsad Bangla Abhidhan
গাথা [ gāthā ] বি. 1 গেয় শ্লোক; 2 দেবতা অথবা কীর্তিমান নৃপতি ইত্যাদির প্রশংসামূলক গান ; 3 কাহিনিমূলক কবিতা, শ্লোক, গীতিকবিতাবিশেষ, ballad; 4 মঙ্গলকাব্যের পালাগান; 5 বর্ণনা (গুণগাথা) [সং. √গৈ + থ + আ]।
Off by 4 letters:
গাঁথা definitions

Samsad Bengali-English Dictionary
গাঁথা [ gān̐thā ] v to lay (as bricks, stones etc. in construction of buildings); to construct, to build; to string (as garland); compose, to set (ছন্দে গাঁথা); to cling or stick steadfastly (হৃদয়ে গেঁথে থাকা). ☐ a. laid; constructed; built; strung; composed, set; clung, stuck.
Samsad Bangla Abhidhan
গাঁথন [ gān̐thana ] বি. 1 (ফুলের মালা ইত্যাদি) রচনা; 2 গঠন, নির্মাণ; 3 (পাকা বাড়ি ইত্যাদি নির্মাণের জন্য) স্তরে স্তরে ইট ইত্যাদি স্থাপন। [গাঁথা দ্র]। গাঁথনি, গাঁথুনি [ gān̐thani, gān̐thuni ] বি. 1 (পাকা ইমারত তৈরিতে) পরপর স্থাপিত ইট ইত্যাদির কাজ (পাথরের গাঁথনি); 2 ইট ইত্যাদি স্থাপনের পদ্ধতি (শক্ত গাঁথনি); 3 বিন্যাস, রচনা ('ফুলের গাঁথুনি: চণ্ডী)। [গাঁথা দ্র]। গাঁথা [ gān̐thā ] ক্রি. 1 পরপর স্থাপনপূর্বক রচনা বা নির্মাণ করা (ফুল দিয়ে মালা গাঁথা, ইট দিয়ে বাড়ি গাঁথা, ভিত গাঁথা); 2 দৃঢ়সংলগ্ন থাকা, চিরদিন অটুট বা জাগরূক থাকা (কথাটা মনে গেঁথে গেছে) ; 3 আবদ্ধ বা যুক্ত করা (বঁড়শিতে মাছ গাঁথা)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। [বাং. √গাঁথ্ (সং. √গ্রন্থ্) + আ]।
যথা definitions

Bangla-Tangla Dictionary
যথা – namely
Samsad Bengali-English Dictionary
যথা [ yathā ] adv as; as for instance, as for ex ample, namely; as much; to the utmost degree, amount or number; in accordance with; where or in which. ☐ a. proper, fitting, right. ~কর্তব্য adv. & a. in accordance with one's duty; as one's duty demands or warrants. ~কালে adv. at the proper or right or suitable or due time; in time; in good time, betimes; seasonably; in due course. ~ক্রমে adv. in regular or due order or succession; respectively. ~তথ a. accurate; actual; true; real. ~তথা same as যত্রতত্র (see যত্র). ~দিষ্ট a. complying with or obedient to the order. ~নিয়মে adv. in accordance with the rule or law or formalities. যথানুপূর্ব a. conforming to the regular or due order or succession or sequence. ~পূর্ব a. & adv. as before. ~পূর্বং তথা পরং no change in the condition or state; (derog.) as bad as ever. ~বৎ a. & adv. according to the rule or law or formalities; as before; without change. ~বিধি same as ~নিয়ম । ~বিহিত a. & adv. as is prescribed or due. যথাভিপ্রেত, যথাভিমত n. & adv. according to one's desire, as one pleases. ~ adv. where, wherein. ~যথ a. & adv. according to the due order or succession or sequence. □ a. accurate; exact; correct; right; just; true; fit. ☐ adv. accurately; exactly; correctly; rightly; justly; truly; fittingly, fitly (also যথাযথভাবে). ~যোগ্য same as যথোচিত । ~রীতি a. & adv. as is usual or customary, according to usage or custom or practice. ~রুচি a. & adv. according to one's inclination or taste or choice. ~শক্তি a. & adv. to the best of one's abilities, as much as one can. ~শাস্ত্র a. & adv. conforming to the scriptures or scriptural prescriptions. ~সময়ে same as ~কালে । ~সম্ভব adv. as far as or as much as or as many as possible. ~সর্বস্ব n. whatever one possesses, one's entire possessions. ~সাধ্য same as ~শক্তি । যথাসাধ্য চেষ্টা করা to try one's best or utmost. ~স্থান n. the right or proper or fixed or appointed place.
Samsad Bangla Abhidhan
যথা [ yathā ] অব্য. বিণ. 1 যেমন, যেরূপ ('যথা ভীম ভীমসেন কৌরবসমরে': মধু.) 2 যেরূপ-সেরূপ (যথাশক্তি করা); 3 উচিত, উপযুক্ত, নির্দিষ্ট (যথাকালে, যথাসময়ে, যথাস্থানে); 4 দৃষ্টান্তস্বরূপ বা উদাহরণস্বরূপ (দ্বীপ যথা-সিংহল)। [সং. যদ্ + থা (প্রকারার্থে)]। ~কথঞ্চিৎ ক্রি-বিণ. 1 যে-কোনো রকমে; 2 কষ্টেসৃষ্টে। ~কর্তব্য বিণ. ক্রি-বিণ. কর্তব্য অনুযায়ী, কর্তব্য অনুসারে। ~কালে, ~.সময়ে ক্রি-বিণ. উপযুক্ত সময়ে, নির্দিষ্ট সময়ে। ~ক্রমে ক্রি-বিণ. ক্রমানুসারে, পরপর, পরম্পরা অনুসারে। ~জ্ঞান ক্রি-বিণ. জ্ঞান অনুসারে। ~তথা ক্রি-বিণ. যেখানে-সেখানে, যত্রতত্র। ~দিষ্ট বিণ. আদেশানুরূপ। ☐ ক্রি-বিণ. যেমন আদেশ করা হয়েছে, আদেশানুসারে। ~নিয়ম, ~.বিধি বিণ. ক্রি-বিণ. বিধি বা নিয়ম অনুযায়ী। ~নির্দিষ্ট বিণ. যেমন স্থিরীকৃত বা আদিষ্ট। ~নু-পূর্ব বিণ. ক্রি-বিণ. যথাক্রমে, পরপর, ক্রম অনুসারে। ~ন্যায় ক্রি-বিণ. বিণ. ন্যায্য, সংগত। ~পূর্ব বিণ. ক্রি-বিণ. পূর্ববৎ, আগের মতো। ~যথা পূর্বং তথা পরম্ অবস্থা পূর্বের মতোই, অর্থাৎ কোনো পরিবর্তনই হয়নি। ~বৎ বিণ. ক্রি-বিণ. বিধি অনুযায়ী আগের মতো, অপরিবর্তিত। ~বিধি, ~.বিহিত বিণ. ক্রি-বিণ. নিয়মানুযায়ী বিধান অনুসারে (যথাবিহিত সম্মানপ্রদর্শন)। ~ভি-মত বিণ. ক্রি-বিণ. ইচ্ছানুরুপ। ~যথ বিণ. 1 পরম্পরা অনুযায়ী 2 ঠিকঠিক, নির্ভুল (যথাযথ বর্ণনা)। ~যথ-ভাবে ক্রি বিণ. ঠিকভাবে, নির্ভুলভাবে। ~যোগ্য বিণ. ঠিক, যথোচিত (যথাযোগ্য ব্যবস্থা)। ~ ক্রি-বিণ. যেখানে। ~রীতি বিণ. ক্রি-বিণ. প্রচলিত রীতি বা আচার অনুযায়ী, প্রথামতো। ~রুচি বিণ. ক্রি-বিণ. পছন্দ অনুযায়ী। ~লাভ বি. যৎকিঞ্চিৎ বা অপ্রত্যাশিত প্রাপ্তিযোগ। ~শক্তি, ~.সাধ্য বিণ. ক্রি-বিণ. ক্ষমতানুযায়ী। ~শাস্ত্র বিণ. ক্রি-বিণ. শাস্ত্রীয় বিধান অনুযায়ী। ~সম্ভব বিণ. ক্রি. বিণ. যতদূর সম্ভব হতে পারে বা ঘটতে পারে (যথাসম্ভব ভালো, যথাসম্ভব দ্রুত)। ~সর্বস্ব বি. সবকিছু, ধনসম্পদ (যথাসর্বস্ব দিয়েও চেষ্টা করব)। ~স্থান বি. উপযুক্ত বা নির্দিষ্ট স্থান। ~স্থিতি বিণ. প্রকৃত, সত্য। ☐ ক্রি-বিণ. যথার্থভাবে।
যশোগাথা definitions

Samsad Bengali-English Dictionary
যশ, যশঃ [ yaśa, yaśḥ ] n fame, renown, celebrity, good name, (good) reputation, credit. যশ গাওয়া, যশঃকীর্তন করা, যশঃখ্যাপন করা v. to celebrate one's fame, to sing one's praise; to glorify; to extol, to eulogize. যশস্কর a. bringing fame or renown; creditable. যশস্কামনা, যশাকাঙ্ক্ষা n. desire for fame or glory. যশঃস্তম্ভ n. the monument of fame or glory. যশস্বী a. famous, renowned, celebrated, reputed. fem. যশস্বিনী । যশোগাথা, যশোগান, যশোগীতি n. a song of praise. যশোগান গাওয়া same as যশঃকীর্তন করা । যশোভাগ্য n. luck or destiny to earn fame. যশোদ । a. same as যশস্করn. mercury, quick-silver. যশোদা a. fem. of যশোদ ☐ n. fem. Krishna's (কৃষ্ণ) foster-mother. যশোদাদুলাল, যশোদানন্দন n. the son of Yashoda (যশোদা); Krishna (কৃষ্ণ). যশোমণ্ডিত a. crowned with fame or glory. যশোমতী n. fem. same as যশোদা (n.). যশোরাশি n. great fame; wide celebrity; honours in plenty. যশোরেখা n. (palmistry) the line of fame. যশোলাভ করা v. to earn fame; to attain glory. যশোলিপ্সা n. greed of fame. যশোলিপ্সু a. greedy of fame. যশোহানি n. loss of fame or reputation; disgrace, infamy; dis credit.
Samsad Bangla Abhidhan
যশ [ yaśa ] (যশস্, যশঃ) বি. কীর্তি, খ্যাতি। [সং. √ অশ্ + অস্ য্ আগম]। ~কীর্তন, যশঃ-কীর্তন বি. খ্যাতি বা গৌরব প্রচার। ~স্কর, -স্য বিণ. যশস্বী বা কীর্তিমান করে এমন, খ্যাতিজনক। ~স্কাম বিণ. খ্যাতি কামনা করে এমন। ~স্বান, স্বী (-স্বিন্), যশো-ধন বিণ. কীর্তিমান, খ্যাতিসম্পন্ন। স্ত্রী. ~স্বতী, স্বিনী। যশাকাঙ্ক্ষা বি. খ্যাতির আকাঙ্ক্ষা বা আশা। যশো-গাথা, যশো-গীতি, যশো-গান বি. কীর্তির বর্ণনাপূর্ণ সংগীত। যশোদ বিণ. কীর্তিদায়ক, যশস্কর। ☐ বি. পারদ। যশোদা বিণ. (স্ত্রী.) খ্যাতিদায়িনী। ☐ বি. শ্রীকৃষ্ণের পালিকা মাতা, নন্দের স্ত্রী। যশোদা-নন্দন বি. শ্রীকৃষ্ণ। যশো-ধন বিণ বিখ্যাত, যশস্বী। যশো-ভাক (-ভাজ্) বিণ. যশ বা খ্যাতির অংশীদার। যশো-ভাগ্য বি. যশোলাভের সৌভাগ্য। যশো-মতী বি. যশোদা। যশো-রাশি বি. বহু যশ। যশো-লিপ্সা বি. খ্যাতির লোভ। যশো-হানি বি. খ্যাতিনাশ, অখ্যাতি। যশোগাথা, যশোগান, যশোদগীতি, যশোদা, যশোভাক, যশোভাগ্য, যশোমতী, যশোলিপ্সা, যশোহানি [ yaśōgāthā, yaśōgāna, yaśōdagīti, yaśōdā, yaśōbhāka, yaśōbhāgya, yaśōmatī, yaśōlipsā, yaśōhāni ] দ্র যশ
Off by 5 letters:
অযথা definitions

Bangla-Tangla Dictionary
অযথা – baseless, baselessly, unnecessarily
Samsad Bengali-English Dictionary
অযথা [ ayathā ] a baseless, groundless; false (অযথা নিন্দা); inappropriate (অযথা প্রয়োগ); unnecessary; unwarranted (অযথা কলহ); fruitless, wasteful, extravagant (অযথা খরচ); exaggerated (অযথা প্রশংসা). ☐ adv. without cause, unwarrantedly, for nothing; unjustly.
Samsad Bangla Abhidhan
অযথা [ ayathā ] বিণ. যথার্থ নয় বা ঠিক নয় এমন; অমূলক; সঠিক নয় এমন, অপ্রকৃত। ☐ ক্রি-বিণ. অন্যায়ভাবে; অকারণে (অযথা মিথ্যা বোলো না)। [সং. ন + যথা]।
গা definitions

Bangla-Tangla Dictionary
গা – body (+ করা = to heed)

2nd person intimate present imperative tense of গাওয়া:
গাওয়া – to sing

Samsad Bengali-English Dictionary
-গা1 [ -gā1 ] fem of গ2 (নিম্নগা). গা2 [ gā2 ] int a meaningless term or expletive used in conversation (হ্যাঁ গা মেয়ে, বল কি গা). গা3 [ gā3 ] n (mus.) the third note in the natural scale, E. গা4 [ gā4 ] n the body (গায়ের জোর); the surface of the body, the skin (খসখসে গা); sensibility, sensitiveness (অপমান গায়ে না লাগা); attention, heed, interest, willingness (কাজে গা নেই). গা করা v. to set one's mind (to); to pay heed (to); to take interest (in). গা কাঁপা v. to shudder in fear; to shiver. গা কেমন করা, গা কেমন-কেমন করা v. to be stricken with nausea, to feel uneasy or have nausea; to feel indisposed; to be stricken with fear. ~-গতর n. the whole body. ~-গরম n. state of having or running a temperature. গা গরম হওয়া v. to have one's body warmed up; to have a temperature, to run a temperature; to become feverish. গা গুলানো v. to be stricken with nausea, to have nausea, to feel queasy. গা ঘামানো v. to toil (esp. earnestly); (of an athlete, performer, etc.) prepare for a contest, performance, etc. by practising, warm up. গা ঘেঁষা v. to get very close to; to try to be intimate with. গা জুড়ানো v. to soothe, to gratify, to please; to refresh. -জুড়ানো a. soothing; pleasant; refreshing (গা-জুড়ানো বাতাস). ~-জোরি n. application or showing of undue force. গা জ্বালা করা v. to have burning sensation in the body; (fig.) to be malicious or spiteful; to be jealous; to grudge; to be displeased; to get angry. গা ঝাড়া দেওয়া v. to shake one's body. গা ঝাড়া দিয়ে ওঠা v. (lit.) to get up after shaking one's body; (fig.) to become active again with an effort, to shake off inertia. গা ঝিমঝিম করা v. to feel dizzy. গা ঢাকা দেওয়া v. to go into hiding, to abscond. গা ঢেলে দেওয়া v. to lie down; to relax one's efforts and let things have their own course; to join (in a work) wholeheartedly. গা তোলা v. to get up. গা দেওয়া same as গা করা । গা পেতে নেওয়া v. to invite (punishment, insult etc.) upon oneself. গা বমি-বমি করা same as গা গুলানো । গা মাটি-মাটি করা v. to feel like lying down in idleness. গা ম্যাজম্যাজ করা v. to feel uneasy, to feel out of sorts; to feel sluggish. গায়ে কাঁটা দেওয়া v. to have horripilation; to have one's hair stand on end, to have goose flesh. গায়ে গায়ে very close, closely situated, standing very close; side by side; clinging together. গায়ে থুতু দেওয়া v. to spit upon one's face; (fig.) to detest extremely, to abhor, to abominate. গায়ে দেওয়া v. to wear, to put on. গায়ে পড়ে officiously; uninvitedly. গায়ে ফুঁ দিয়ে বেড়ানো v. (fig.) to move about avoiding toil and responsibility. গায়ে ফোসকা পড়া v. (fig.) to fret with pain or malice or jealousy; to be over-sensitive. গায়ে মাংস (বা মাস) লাগা v. to grow fat, to gain flesh, to put on flesh or weight. গায়ে পড়া a. officious; talking or doing something unsolicitedly. গায়ে মাখা v. (fig.) to pay heed to, to care for. গায়ে হলুদ n. the Hindu ceremony of be smearing the bridegroom and the bride with a paste of turmeric and then bathing them on the eve of their wedding. গায়ে হাত তোলা v. to beat, to lay hands on. গায়ের জোরে by brute force, by physical force. গায়ের জ্বালা burning sensation of the body; (fig.) malice, spite, jealousy, hatred, anger, displeasure. গায়ের ঝাল ঝাড়া বা মেটানো v. to vent one's grudge (against another), to vent one's spleen. গা জ্বালা same as গায়ের জ্বালা । গা-সওয়া, গা-সহা a. accustomed (to an evil) by repeated suffering (from it). 2nd person intimate present imperative tense of গাওয়া: গাওয়া3 [ gāōẏā3 ] v to sing; to chant; to sing in praise; to praise. ☐ a. that has been sung (গাওয়া গান). ~নো v. to cause to sing.
Samsad Bangla Abhidhan
[ g ] বাংলা ভাষার তৃতীয় ব্যঞ্জনবর্ণ এবং অল্পপ্রাণ ঘোষবৎ কণ্ঠ্যধ্বনি গ্-এর লিখিত রূপ। গা1 [ gā1 ] অব্য. (গ্রা.) সম্বোধনসূচক শব্দবিশেষ (ওখানে কে গা, হ্যাঁ গা)। গা2 [ gā2 ] বি. (সংগীতে) স্বরগ্রামের তৃতীয় সুর গান্ধারের সংক্ষিপ্ত রূপ বা সংকেত। গা3 [ gā3 ] বি. 1 দেহ, গাত্র, শরীর (গা-ভরতি গয়না); 2 দেহের উপরিভাগ বা চামড়া (খসখসে গা) ; 3 যেকোনো বস্তুর পৃষ্ঠ (কলসির গা দিয়ে জল গড়াচ্ছে, মন্দিরের গায়ে অলংকরণ) ; 4 অনুভূতি (অপমান তার গায়ে লাগে না); 5 মনোযোগ, ইচ্ছা, প্রবৃত্তি (কাজে মোটেই গা নেই); 6 শারীরিক অবস্থা (গা পাক দিচ্ছে)। [সং. গাত্র]। গা করা ক্রি. বি. উৎসাহ, দেখানো; মনোযোগ দেওয়া। গা কশকশ করা ক্রি. বি. ক্রোধ, বিরক্তি ইত্যাদির জন্য চাপা আক্রোশে অস্বস্তি হওয়া। গা কাঁপা ক্রি. বি. প্রচণ্ড ভয় পাওয়া। গা কেমন (কেমন কেমন) করা ক্রি. বি. ভয়, অস্থিরতা বা অসুস্থতা বোধ করা; বমির উদ্রেক হওয়া। গা গতর বি. সর্বাঙ্গ; সারা গা (খাটুনির চোটে গা-গতর ব্যথা হয়ে গেছে)। গা গুলানো ক্রি. বি. বমির উদ্রেক হওয়া। গা ঘেঁষা ক্রি. বি. কাছে ঘেঁষে আসা; বেশি অন্তরঙ্গ হওয়ার চেষ্টা করা। গা জুড়ানো ক্রি. বি. শান্তি বা তৃপ্তি পাওয়া বা দেওয়া; ক্লান্তি বা জ্বালা-যন্ত্রণা দূর হওয়া। গা জ্বালা করা ক্রি. বি. ক্রোধ বা বিরক্তির উদ্রেক হওয়া। গা ঝাড়া দিয়ে ওঠা ক্রি. বি. জড়তা ত্যাগ করে কাজে প্রবৃত্ত হওয়া। গা ঝিম ঝিম করা ক্রি. বি. অবসন্ন বা অসুস্থ বোধ করা। গা ঢাকা দেওয়া ক্রি. বি. লুকানো, পালিয়ে যাওয়া (সেই সুযোগে চোরটা গা ঢাকা দিল)। গা ঢেলে দেওয়া ক্রি. বি. 1 শুয়ে পড়া; 2 চেষ্টা ত্যাগ করা। গা তোলা ক্রি. বি. ওঠা। গা দেওয়া ক্রি. বি. উৎসাহ দেখানো; মনোযোগ দেওয়া (ছেলেটা আমার কথায় গা-ই দিল না)। গা পেতে নেওয়া ক্রি. বি. বিনা প্রতিবাদে অথবা স্বেচ্ছায় সহ্য করা। গা বমি বমি করা ক্রি. বি. বমির উদ্রেক হওয়া; অত্যন্ত ঘৃণা বোধ হওয়া। গা ভারী হওয়া ক্রি. বি. 1 অসুস্থ বোধ করা ; 2 (আঞ্চ.) অন্তঃসত্ত্বা হওয়ার জন্য শরীর স্ফীত হওয়া। গা ম্যাজম্যাজ করা ক্রি. বি. আলস্য বোধ হওয়া; শরীরে অস্বস্তি বোধ করা বা জ্বরভাব বোধ করা। গায়ে কাঁটা দেওয়া ক্রি. বি. ভয়ে রোমাঞ্চিত হওয়া। গায়ের চামড়া তোলা ক্রি. বি. অত্যধিক প্রহার করা। গায়ের চামড়া জ্বালা বি. গাত্রদাহ; ঈর্ষা; হিংসা; ক্রোধ, আক্রোশ (প্রচণ্ড মেরে তবে তার গায়ের জ্বালা মিটল)। গায়ের ঝাল ঝাড়া (মেটানো) ক্রি. বি. মনের জমে-থাকা ক্রোধ প্রকাশ করা; প্রতিশোধ নেওয়া। গায়ে থুতু দেওয়া ক্রি. বি. অত্যন্ত অবজ্ঞা বা ঘৃণা প্রকাশ করা। গায়ে দেওয়া ক্রি. বি. পরিধান করা (জামা গায়ে দাও)। গায়ে ফুঁ দিয়ে বেড়ানো ক্রি. বি. পরিশ্রম না করে আরামে দিন কাটানো বা দায়-দায়িত্ব এড়িয়ে চলা। গায়ে ফোসকা পড়া ক্রি. বি. (আল.) অসহ্য যন্ত্রণা বোধ হওয়া। গায়ে মাখা ক্রি. বি. আমল দেওয়া; গ্রাহ্য করা। গায়ে মাস (মাংস) লাগা ক্রি. বি. মোটা হওয়া, শরীর ভালো হওয়া। গায়ে হাত তোলা ক্রি. বি. মার দেওয়া, প্রহার করা। গা গরম বি. অল্প জ্বর। গা-জুড়ানো বিণ. শান্তি বা তৃপ্তিদায়ক; শান্তি বা জ্বালা দূর করে এমন (গা-জুড়ানো হাওয়া)। গা-জোরি, গা-জোয়ারি বি. জবরদস্তি (গা-জোয়ারি দেখিয়ে কোনো লাভ নেই)। ☐ বিণ. জবরদস্তিসহ কৃত (তার গা-জোয়ারি মনোভাব ছাড়তে হবে)। ☐ ক্রি-বিণ. জবরদস্তিভাবে (শেষ পর্যন্ত অবশ্য কাজটা গা-জোয়ারি আদায় করে নিয়েছে)। গা-সহা, গা-সওয়া বিণ. অভ্যস্ত, সহ্য (ওসব ব্যবহার আমাদের গা-সওয়া হয়ে গেছে)। গায়ে-পড়া বিণ. উপর-পড়া; অযাচিত ও অবাঞ্ছিত (গায়ে-পড়া স্বভাব, গায়ে-পড়া উপদেশ)। গায়ে পড়ে ক্রি-বিণ. উপর-পড়া হয়ে, অযাচিতভাবে (গায়ে পড়ে ঝগড়া বাধানো)। গায়ে হলুদ বি. বিবাহের অব্যবহিত পূর্বে পাত্র-পাত্রীকে হলুদ মাখিয়ে স্নান করানোর হিন্দু সংস্কারবিশেষ। 2nd person intimate present imperative tense of গাওয়া: গাওয়া3 [ gāōẏā3 ] ক্রি. 1 গান করা; 2 কীর্তন করা, মহিমা বর্ণনা করা (গুণ গাওয়া) ; 3 প্রচার করা (গেয়ে বেড়ানো, আগে থেকেই তার অসুবিধার কথা গেয়ে রেখেছে)। ☐ বিণ. গীত, গাওয়া হয়েছে এমন (গাওয়া গান)। ☐ বি. গান (গাওয়া শেষ হল, গাওয়া শুনেই কার শিষ্য বলে দেওয়া যায়)। [বাং. √গাহ্ (সং. গৈ) + আ]। ~নো ক্রি. অন্যের দ্বারা গান করানো। ☐ বি. বিণ. উক্ত অর্থে।
গাছা definitions

Bangla-Tangla Dictionary
গাছা – bunch, bundle (eg, of rope, of bangles)
Samsad Bengali-English Dictionary
গাছা1 [ gāchā1 ] n a lampstick (cp. a candlestick); a lampstand. গাছা2, গাছি [ gāchā2, gāchi ] a (art.) the, a, an (একগাছ লাঠি).
Samsad Bangla Abhidhan
গাছা1 [ gāchā1 ] বি. পিলসুজ, দীপাধার। [বাং. গাছ + আ (সাদৃশ্যার্থে)]. গাছা2, গাছি [ gāchā2, gāchi ] সচ. দীর্ঘ ও সরু বস্তুর সংখ্যাসূচক বা নির্দেশক, enclitic; গোটা, খণ্ড, -টা, -টি (লাঠিগাছা, একগাছি মালা, পাঁচগাছি সজনে খাড়া)।
গাতা definitions

Samsad Bengali-English Dictionary
গাতা [ gātā ] a one who (or that which) sings.
Samsad Bangla Abhidhan
গাতা [ gātā ] (-তৃ) বিণ. বি. গায়ক (উদ্গাতা)। [সং. √গৈ + তৃ]। স্ত্রী. গাত্রী
গাথক definitions

Samsad Bangla Abhidhan
গাথক [ gāthaka ] বিণ. বি. গায়ক। [সং. √গৈ + থক]। স্ত্রী. গাথিকা
গাথিকা definitions

Samsad Bangla Abhidhan
গাথক [ gāthaka ] বিণ. বি. গায়ক। [সং. √গৈ + থক]। স্ত্রী. গাথিকা
গাদা definitions

Bangla-Tangla Dictionary
গাদা – pile
Samsad Bengali-English Dictionary
গাদা1 [ gādā1 ] n a slice from the back of a flat-fish. গাদা2, গাদানো [ gādā2, gādānō ] v to stuff, to cram; to load or ram (a gun). ~বন্দুক n. a gun in which powder is to be crammed with hand, a blunderbuss, a musket, a muzzle-loader. গাদা3, গাদি [ gādā3, gādi ] n a heap, a pile; a stack (খড়ের গাদা); a crowd, a swarm. গাদা গাদা a. in heaps, heaps of, in large quantities. গাদাগাদি n. (act of) crowding or huddling; state of being crowded. গাদাগাদি করা v. to crowd; to huddle. গাদানো v. to pile, to heap, to crowd.
Samsad Bangla Abhidhan
গাদন [ gādana ] বি. 1 ঠেসেঠুসে ভরা; ঠাসা; 2 (কৌতু.) প্রহার (যা গাদন দেওয়া হয়েছে!)। [গাদা2 দ্র]। গাদা1 [ gādā1 ] বি. বড় মাছের পিঠের অংশ (গাদার মাছ খেতে পারি না)। [< গ্রা. বাং. গাঁত (=গাত্র)]। গাদা2 [ gādā2 ] ক্রি. ঠেসে ভরা, ঠাসা, জোর করে ভরা। ☐ বি. গাদন। ☐ বিণ. ঠেসে ভরা হয় বা হচ্ছে এমন। [হি. √গাদ + বাং. আ]। ~নো ক্রি. বি. 1 ঠেসে ভরা (এইটুকু ভ্যানে এতগুলো ছাগল গাদানো হয়েছে কেন?); 2 জোর করে খাওয়ানো। গাদা বন্দুক বি. বারুদ ঠেসে ঠেসে ভরতে হয় এমন বন্দুক। গাদা3, গাদি [ gādā3, gādi ] বি. 1 স্তূপ (খড়ের গাদা); 2 রাশি, ভিড় (বইয়ের গাদা)। [হি. গদ্দা]। গাদা গাদা বিণ. স্তূপীকৃত; রাশি রাশি; বহু। গাদা-গাদি বি. ঠাসাঠাসি, ঘেঁষাঘেঁষি; ভিড়।
গাধা definitions

Bangla-Tangla Dictionary
গাধা – donkey
Samsad Bengali-English Dictionary
গাধা [ gādhā ] n the ass; (in mild reproof or ridicule) a stupid fellow, a dunderhead. ~বোট n. a very heavy and slow-moving boat or ship carrying cargo, barge; (ridi.) any slow-moving vehicle, a sluggard. ~মি n. folly, silliness. গাধামি করা v. to make an ass of oneself, to be have in a crassly stupid fashion. গাধার খাটুনি dull and excessive toil not calling for exercise of intelligence; drudgery.
Samsad Bangla Abhidhan
গাধা [ gādhā ] বি. 1 গর্দভ; 2 (আল.) বোকা লোক। [সং. গর্দভ]। স্ত্রী. গাধিগাধার খাটূনি বি. যে কাজে বা যে পরিশ্রমে রসকষ নেই, বুদ্ধিবত্ত প্রয়োজন হয় না। ~বোট বি. গাধার মতো মন্থরগতি ভারবাহী নৌকা বা পোত। ~মি বি. মূর্খতা, বোকামি।
গাবা definitions

Samsad Bangla Abhidhan
গাবা1 [ gābā1 ] ক্রি. 1 কলঙ্কযুক্ত করা বা হওয়া; 2 নৌকায় গাবের কষ লাগানো। [বাং. গাব + আ]। ~নো1 ক্রি. গাবা। ☐ বি. বিণ. উক্ত অর্থে। গাবা2 [ gābā2 ] বি. (আঞ্চ.) 1 গর্ভ; 2 গর্ত, খাদ (গঙ্গার গাবায় ফেলে দিয়ে এসো)। ☐ ক্রি. পুকুর, ডোবা প্রভৃতি জলশয়ের জল আলোড়িত করা বা ঘোঁটা। গাবা3 [ gābā3 ] ক্রি. 1 গর্বভরে নিজের প্রভাব প্রতিপত্তি প্রচার করা; 2 বিনা কাজে গল্পগুজব করা এবং ঘুরে বেড়ানো (সারাদিন বেশ গাবিয়ে বেড়াচ্ছে)। [< সং. গর্ব + বাং. আ]। ~নো2 ক্রি. গাবা। ☐ বি. উক্ত অর্থে।
গালা definitions

Bangla-Tangla Dictionary
গালা – to drain
Samsad Bengali-English Dictionary
গালা1 [ gālā1 ] n lac, shellac. গালা2 [ gālā2 ] v to melt; to press out or squeeze out the matter (usu. morbid matter) of something (ফোঁড়া গালা); to cause to flow out (ভাতের ফেন গালা); to strain; to utter (দিব্যি গালা).
Samsad Bangla Abhidhan
গালা1 [ gālā1 ] বি. লাক্ষা, লা, জতু। [দেশি]। গালা2 [ gālā2 ] ক্রি. 1 গালিয়ে ফেলা, দ্রব বা তরল করা; 2 ফাটিয়ে ভিতরের পদার্থ বার করা (ফোঁড়া গালা) ; 3 বার করে ফেলা, নিষ্কাশিত করা (ভাতের ফেন গালা)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। [সং. √গল্ + ণিচ্ + বাং. আ]। গালানো [ gālānō ] ক্রি. গালিয়ে ফেলা; তরল বা দ্রব করা (সোনা গালানো)। ☐ বি. বিণ. উক্ত অর্থে। [গালা2 দ্র]।
গাহা definitions

Bangla-Tangla Dictionary
গাহা – old form of গাওয়া [sadhu]

shadhu verbal noun of গাওয়া:
গাওয়া – to sing

Samsad Bengali-English Dictionary
shadhu verbal noun of গাওয়া: গাওয়া3 [ gāōẏā3 ] v to sing; to chant; to sing in praise; to praise. ☐ a. that has been sung (গাওয়া গান). ~নো v. to cause to sing.
Samsad Bangla Abhidhan
shadhu verbal noun of গাওয়া: গাওয়া3 [ gāōẏā3 ] ক্রি. 1 গান করা; 2 কীর্তন করা, মহিমা বর্ণনা করা (গুণ গাওয়া) ; 3 প্রচার করা (গেয়ে বেড়ানো, আগে থেকেই তার অসুবিধার কথা গেয়ে রেখেছে)। ☐ বিণ. গীত, গাওয়া হয়েছে এমন (গাওয়া গান)। ☐ বি. গান (গাওয়া শেষ হল, গাওয়া শুনেই কার শিষ্য বলে দেওয়া যায়)। [বাং. √গাহ্ (সং. গৈ) + আ]। ~নো ক্রি. অন্যের দ্বারা গান করানো। ☐ বি. বিণ. উক্ত অর্থে।
গাড়া definitions

Bangla-Tangla Dictionary
গাড়া – to establish
Samsad Bengali-English Dictionary
গাড়া [ gāṛā ] v to plant, to drive in (খুঁটি গাড়া); to spread firmly, to strike (শিকড় গাড়া); to establish, to set up (আস্তানা গাড়া); to fold (হাঁটু গাড়া). শিকড় গাড়া v. to strike root; (fig.) to settle down firmly or permanently. হাঁটু গাড়া v. to kneel down.
Samsad Bangla Abhidhan
গাড়া [ gāṛā ] ক্রি. 1 ভিতরে ঢোকানো, পোঁতা (খুঁটি গাড়া, শিকড় গাড়া); 2 চাপা, স্থাপন করা (আড্ডা গাড়া, আস্তানা গাড়া, গেড়ে বসেছে); 3 মুড়ে বসা (হাঁটু গাড়া)। [বাং. √গাড়্ + আ]।
জগ definitions

Samsad Bengali-English Dictionary
জগ1 [ jaga1 ] in comp the world (জগজন, জগমোহন). জগ2 [ jaga2 ] n a jug.
Samsad Bangla Abhidhan
জগ1 [ jaga1 ] বি. বিশ্ব, জগৎ, ভুবন (জগজন, জগবন্ধু)। [সং. জগৎ]। জগ2 [ jaga2 ] বি. হাতলওয়ালা গাড়ুবিশেষ, হাতলওয়ালা জলপাত্রবিশেষ। [ইং. jug]।
জা definitions

Samsad Bengali-English Dictionary
জা1 [ jā1 ] n. fem a wife of one's husband's brother, a woman's sister-in-law. জা2 [ jā2 ] sfx son (বোজসা) = a son of Mr Bose, a son of a Bose family).
Samsad Bangla Abhidhan
জা1 [ jā1 ] বি. দেবর বা ভাসুরের পত্নী। [সং.যাতৃ]। জা2 [ jā2 ] বি. সন্তান; পুত্র (ঘোষজা, বোসজা)। [বাং. প্রত্যয় < সং. জাত]।
জাগা definitions

Bangla-Tangla Dictionary
জাগা – to wake up

2nd person intimate present imperative tense of জাগানো:
জাগানো – to awaken someone or something

Samsad Bengali-English Dictionary
জাগা [ jāgā ] v to rise from sleep, to wake (ভোরে জাগা); to rise (ঘুম ভেঙে জাগা); to be without sleep (সারারাত জেগেছে); to be inspired ('জাগিয়া উঠেছে প্রাণ'); to occur to, to strike (মনে জাগা). ☐ a. awake. জাগানো v. to rouse from sleep, to awake; to rouse; to keep awake; to in spire; to cause to wake; to remind.
Samsad Bangla Abhidhan
জাগা [ jāgā ] ক্রি. বি. 1 নিদ্রোত্থিত হওয়া, ঘুম থেকে ওঠা (খুব ভোরে জেগে যাই); 2 না ঘুমানো, বিনিদ্র থাকা (রাত জাগা ভালো নয়); 3 প্রবৃদ্ধ হওয়া, চেতনা লাভ করা ('জাগিয়া উঠেছে প্রাণ': রবীন্দ্র); 4 উদিত হওয়া (মনে একটা প্রশ্ন জেগেছে); 5 উঁচু হয়ে থাকা (কাঁটাটা জেগে আছে, জলের মধ্যে ডালপালাগুলো জেগে আছে)। [সং. জাগৃ + বাং আ]। ~নো বি. ক্রি. 1 ঘুম ভাঙানো ('ওরে জাগায়ো না': রবীন্দ্র); 2 প্রবুদ্ধ বা সচেতন করা; 3 সতর্ক করা; 4 স্মরণ করানো। ☐ বিণ. উক্ত সব অর্থে। 2nd person intimate present imperative tense of জাগানো: জাগা [ jāgā ] ক্রি. বি. 1 নিদ্রোত্থিত হওয়া, ঘুম থেকে ওঠা (খুব ভোরে জেগে যাই); 2 না ঘুমানো, বিনিদ্র থাকা (রাত জাগা ভালো নয়); 3 প্রবৃদ্ধ হওয়া, চেতনা লাভ করা ('জাগিয়া উঠেছে প্রাণ': রবীন্দ্র); 4 উদিত হওয়া (মনে একটা প্রশ্ন জেগেছে); 5 উঁচু হয়ে থাকা (কাঁটাটা জেগে আছে, জলের মধ্যে ডালপালাগুলো জেগে আছে)। [সং. জাগৃ + বাং আ]। ~নো বি. ক্রি. 1 ঘুম ভাঙানো ('ওরে জাগায়ো না': রবীন্দ্র); 2 প্রবুদ্ধ বা সচেতন করা; 3 সতর্ক করা; 4 স্মরণ করানো। ☐ বিণ. উক্ত সব অর্থে।
জাঠা definitions

Samsad Bengali-English Dictionary
জাঠা1 [ jāṭhā1 ] n an iron cudgel used as a weapon in war in ancient times. জাঠা2 [ jāṭhā2 ] n a moving assembly of men; a procession.
Samsad Bangla Abhidhan
জাঠা1, যাঠা [ jāṭhā1, yāṭhā ] বি. পৌরাণিক যুদ্ধাস্ত্রবিশেষ, লৌহযষ্টি। [সং. যষ্টি]। জাঠা2 [ jāṭhā2 ] বি. অভিযান, মিছিল। [তু. সং. যাত্রা]।

Processing time: 1.72 s