জয় definitions

Bangla-Tangla Dictionary
জয়
1. Joy [surname]
2. victory
Samsad Bengali-English Dictionary
জয় [ jaẏa ] n act of defeating or conquering; victory, triumph, win, conquest; ovation, applause (জয়ধ্বনি). ☐ int. victory (জয় ভগবান). জয় করা v. to win; to defeat; to conquer; to succeed. জয় হওয়া v. to be won or conquered; to be crowned with victory or success (তোমার জয় হবে). ~গান n. a song of praise; singing in praise. ~জয়কার n. (popular) praise of a victorious person; huzza; (loos.) great or repeated victory. জয়জয়কার করা v. to receive with an ovation, to huzza; জয়জয়কার হওয়া v. to be received with an ovation, to be acclaimed. ~জয়ন্তী n. an Indian musical mode. ~ঢাক n. a war-drum. ~তু v. be victorious, let victory attend you (জয়তু শিবাজি); glory be. ~দুর্গা n. a manifestation of Goddess Durga (দুর্গা). ~ধ্বনি n. peals of victory; noise of ovation with which a triumphant or famous person is received, huzza. জয়ধ্বনি করা v. to receive with an ovation, to huzza. ~ধ্বজ, ~পতাকা n. a flag or standard of victory or triumph. ~পত্র n. a written certificate or declaration of success or triumph. ~পরাজয় n. victory and defeat; success and failure. ~ভেরি n. a war drum. ~মাল্য n. a wreath or laurel of victory. ~যুক্ত a. victorious, triumphant; successful. ~লক্ষ্মী same as ~শ্রী । ~লাভ n. attainment of victory. ~লেখ same as ~পত্র । জয়শঙ্খ n. a conch that is blown by a person to announce his or her victory. ~শ্রী n. the presiding goddess of victory. ~সাধ্য a. conquerable, vincible. ~স্তম্ভ n. a pillar or monument of victory.
Samsad Bangla Abhidhan
জয় [ jaẏa ] বি. 1 পরাভুত বা দমন করা (শত্রু জয়, যুদ্ধ জয়); 2 যুদ্ধ ইত্যাদির দ্বারা অধিকার করা (দেশ জয়); 3 কার্যসিদ্ধি, সাফল্য (জীবনে জয়লাভ করা, মহারাজের জয় হোক)। [সং. √ জি + অ]। ~কেতু বি. জয়পতাকা। ~জয়-কার বি. জয়ধ্বনি; বিজয়ের পরাকাষ্ঠা; জয়োল্লাসের ধ্বনি। ~জয়ন্তী বি. 1 সংগীতের রাগবিশেষ; 2 বিজয়নিশান। ~ঢাক বি. রণবাদ্যরূপে ব্যবহৃত বিরাট ঢাক; বড় ঢাক। ~তি ক্রি. জয় হয়। ~তু ক্রি. জয় হোক। ~দুর্গা বি. দুর্গাদেবীর রূপবিশেষ। ~ধ্বজ বি. জয়পতাকা। ~ধ্বনি বি. 1 জয়োল্লাসের ধ্বনি; 2 গৌরবকীর্তন বা বিজয়ঘোষণা ('তোরা সব জয়ধ্বনি কর': নজরুল)। ~নাদ বি. জয়ধ্বনি; আনন্দধ্বনি। ~পতাকা বি. বিজয়নিশান। ~পত্র বি. বিজয় বা সাফল্যের নিদর্শনসূচক পত্র বা লেখন। ~ভেরী বি. জয়ঢাক। ~মঙ্গল বি. 1 মঙ্গলচণ্ডী; 2 জ্বরনাশক কবিরাজি ওষুধবিশেষ; 3 রাজহস্তী। ~মাল্য বি. জয়ের নিদর্শনরূপে প্রাপ্ত মালা। ~যুক্ত বিণ. জয়ী; জয় বা সাফল্য অর্জন করেছে এমন (জয়যুক্ত হও)। ~লক্ষ্মী বি. সাফল্যরূপ লক্ষ্মী; জয়শ্রী; বিজয়। ~লেখ বি. বিজয়ীর ললাটে জয়ের যে বিবরণপত্র এঁটে দেওয়া হয় বা হত ('ললাটে দিয়াছে জয়লেখ': রবীন্দ্র); (আল.) বিজয় নিদর্শন; সাফল্যের নিদর্শন। ~শঙ্খ বি. যে শঙ্খ বাজিয়ে যোদ্ধা নিজের জয় ঘোষণা করে। ~শ্রী বি. 1 জয়লক্ষ্মী, বিজয়ের অধিষ্ঠাত্রী দেবী; 2 সংগীতের রাগবিশেষ। ~স্তম্ভ বি. বিজয়লাভের নিদর্শন বা স্মারক হিসাবে নির্মিত স্তম্ভ। জয়োন্মত্ত বিণ. জয়লাভের ফলে উন্মত্ত বা উদ্দাম। জয়োৎসব বি. বিজয়লাভের উপলক্ষ্যে উৎসব। জয়োল্লাস বি. জয়ের আনন্দ। জয়োল্লাস [ jaẏōllāsa ] দ্র জয়

Processing time: 1.2 s