Off by 1 letter:
ছিল definitions

Bangla-Tangla Dictionary
3rd person ordinary past simple tense of আছ-: আছ- – to be
Samsad Bengali-English Dictionary
ছিল [ chila ] p of the verb-root আছ or থাকা ।
Off by 2 letters:
আছিল definitions

Samsad Bengali-English Dictionary
আছিল [ āchila ] v (poet.) 3rd. per. (sing.) was; (pl.) were.
কিলো definitions

Samsad Bengali-English Dictionary
কিলো [ kilō ] n a unit of weight, kilogram.
Samsad Bangla Abhidhan
কিলো [ kilō ] বি. মেট্রিক পদ্ধতির এক হাজার পরিমাণ; কিলোগ্রাম কিলোলিটার কিলোমিটার প্রভৃতির সংক্ষিপ্ত রূপ (এক কিলো মাছ)। [ইং. kilo]। ~গ্রাম বি. বিণ. এক হাজার গ্রাম [গ্রাম1 দ্র]। ~মিটার বি. বিণ. এক হাজার মিটার [মিটার1 দ্র]। ~লিটার বি. বিণ. এক হাজার লিটার। গ্রাম1 [ grāma1 ] বি. ওজনের মাপবিশেষ, কিঞ্চিদধিক 7 1/2 রতি, এক কিলোগ্রামের এক হাজার ভাগের এক ভাগ, 1/1 কিলোগ্রাম। [ইং. gram(me), কিলো দ্র]।
গিলো definitions

Bangla-Tangla Dictionary
2nd person ordinary future imperative tense of গেলা: গেলা – to swallow
ছল definitions

Samsad Bengali-English Dictionary
ছল [ chala ] n deception, deceit, fraud; dissimulation; a hoax, a deceptive trick, a stratagem; course (কথাচ্ছলে); form, shape ('বৃষ্টিছলে মেঘ কাঁদে'); a beck ('কথা কয় ছলে'); a pretext, a pretence, a plea (প্রণামের ছলে, ক্রীড়াচ্ছলে); a fault or failing, a defect (ছল ধরা). ছল করা v. to hide one's real feelings, thoughts etc. to give a wrong idea of them, to feign. ছল ধরা v. to find fault with, to cavil. ছল পাতা v. to lay a trap. ~চাতুরি n. fraud and deceit. ~গ্রাহী a. fault-finding, cavilling. ☐ n. a faultfinder, a caviller. ~ছুতো n. faults and pretexts, pretexts and pretences; a negligible fault or defect; excuses (to explain or defend one's conduct etc.) ছলেবলে adv. by force or fraud, by hook or by crook.
Samsad Bangla Abhidhan
ছল [ chala ] বি. 1 ছলনা, প্রবঞ্চনা, প্রতারণা (ছলেবলে); 2 উপলক্ষ্য, ব্যপদেশ, প্রসঙ্গ (কথাচ্ছলে); 3 রূপ, আকার ('বৃষ্টি ছলে মেঘ কাঁদে': ভা. চ.); 4 ইঙ্গিত, ইশারা ('কথা কয় ছলে': ভা. চ.); 5 ছুতা, ওজর, ভান (প্রশংসার ছলে বিদূপ, খেলাচ্ছলে); 6 দোষ, ত্রুটি, খুঁত (ছল ধরা)। ☐ বিণ. কপট, ছদ্ম। [সং. √ ছল্ + অ]। ছল পাতা ক্রি. বি. ফাঁদ পাতা। ~কপট, ~চাতুরী বি. শঠতা; প্রবঞ্চনা। ~গ্রাহী (-হিন্) বিণ. ছিদ্রান্বেষী, দোষদর্শী। ~ছুতো বি. 1 অছিলা; 2 সামান্য ত্রুটি।
ছি definitions

Bangla-Tangla Dictionary
ছি [interjection] expression of chiding, disgust, etc
Samsad Bengali-English Dictionary
ছি [ chi ] int fie. ছি-ছি n. reproach, upbraiding, abuse, condemnation. ছি-ছি করা v. to reproach, to upbraid, to look down upon, to condemn.
Samsad Bangla Abhidhan
ছি, ছ্যা [ chi, chyā ] অব্য. বি. ঘৃণা নিন্দা লজ্জা প্রভৃতি প্রকাশক শব্দ। [প্রাকৃ. ছি]। ছি ছি, ছ্যা ছ্যা বি. ধিক্কার, নিন্দা। ছি ছি করা ক্রি. বি. ধিক্কার দেওয়া, নিন্দা করা, ঘৃণা করা। ছিছিক্কার বি. নিন্দা, অপবাদ (এ নিয়ে চার দিকে একেবারে ছিছিক্কার পড়ে গেছে)। ছিছিক্কার [ chichikkāra ] দ্র ছি ছ্যা [ chyā ] দ্র ছি
ছিলা definitions

Samsad Bengali-English Dictionary
ছিলা [ chilā ] n a bowstring; fringe of a piece of cloth, fringe of the sari worn by the Indian women.
Samsad Bangla Abhidhan
ছিলা1 [ chilā1 ] ক্রি. বাং. আছ্ ধাতুর অতীত কালের মধ্যম পুরুষে ছিলে -র আঞ্চ. রূপ। ছিলা2 [ chilā2 ] বি. 1 ধনুকের গুণ, জ্যা; 2 বস্ত্রাদির প্রান্তভাগের ঝালরের মতো সুতো। [সং. ছল্লি]।
ছিলি definitions

Bangla-Tangla Dictionary
2nd person intimate past simple tense of আছ-: আছ- – to be
ছিলে definitions

Bangla-Tangla Dictionary
conditional participle and 2nd person ordinary past simple tense of আছ-: আছ- – to be
Samsad Bangla Abhidhan
ছিলা1 [ chilā1 ] ক্রি. বাং. আছ্ ধাতুর অতীত কালের মধ্যম পুরুষে ছিলে -র আঞ্চ. রূপ।
ছুলো definitions

Bangla-Tangla Dictionary
2nd person ordinary future imperative tense of ছোলা: ছোলা
1. to peel
2. chick pea, gram
Samsad Bengali-English Dictionary
2nd person ordinary future imperative tense of ছোলা: ছুলা, ছোলা [ chulā, chōlā ] v to peel (নারকেল ছোলা); to scrape (জিভ ছোলা). ☐ n. act of peeling or scraping; something to scrape with (জিভ ছুলছে). ছোলানো v. to cause to peel or scrape.
Samsad Bangla Abhidhan
2nd person ordinary future imperative tense of ছোলা: ছুলা, ছোলা [ chulā, chōlā ] ক্রি. 1 ছাল বা খোসা ছাড়ানো (নারকেল ছুলছে, বাঁশ ছোলা); 2 চাঁচা, পরিষ্কার করা (জিভ ছোলা)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। [প্রাকৃ. ছোল্ল]। ~নো ক্রি. অন্যের দ্বারা খোসা বা ছাল ছাড়ানো; চাঁচানো। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে।
ছো definitions

Samsad Bangla Abhidhan
ছৌ, ছো [ chau, chō ] বি. পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার প্রসিদ্ধ নৃত্যবিশেষ। [দেশি]।
ছোলো definitions

Bangla-Tangla Dictionary
2nd person ordinary present imperative tense of ছোলা: ছোলা
1. to peel
2. chick pea, gram
Samsad Bengali-English Dictionary
2nd person ordinary present imperative tense of ছোলা: ছুলা, ছোলা [ chulā, chōlā ] v to peel (নারকেল ছোলা); to scrape (জিভ ছোলা). ☐ n. act of peeling or scraping; something to scrape with (জিভ ছুলছে). ছোলানো v. to cause to peel or scrape.
Samsad Bangla Abhidhan
2nd person ordinary present imperative tense of ছোলা: ছুলা, ছোলা [ chulā, chōlā ] ক্রি. 1 ছাল বা খোসা ছাড়ানো (নারকেল ছুলছে, বাঁশ ছোলা); 2 চাঁচা, পরিষ্কার করা (জিভ ছোলা)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। [প্রাকৃ. ছোল্ল]। ~নো ক্রি. অন্যের দ্বারা খোসা বা ছাল ছাড়ানো; চাঁচানো। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে।
ছড়িল definitions

Bangla-Tangla Dictionary
shadhu 3rd person ordinary past simple tense of ছড়া: ছড়া – to be scraped
Samsad Bengali-English Dictionary
shadhu 3rd person ordinary past simple tense of ছড়া: ছড়া1 [ chaṛā1 ] v to get scratched or grazed or bruised or flayed; to strip the skin or bark from. shadhu 3rd person ordinary past simple tense of ছড়া: ছড়া2 [ chaṛā2 ] n a rhyme (ছেলে-ভোলানো ছড়া = a nursery rhyme; গ্রাম্য-ছড়া = a folk rhyme); a set of things threaded together or arranged as if threaded, a string (গোটছড়া); a bunch, a cluster (একছড়া কলা); a spell of sprinkling or a solution for sprinkling (গোবর ছড়া). ছড়া কাটা v. to cap verses, to quote apt verses.
Samsad Bangla Abhidhan
shadhu 3rd person ordinary past simple tense of ছড়া: ছড়া1 [ chaṛā1 ] ক্রি. ছড়ানো। [সং. ছটা]। shadhu 3rd person ordinary past simple tense of ছড়া: ছড়া2 [ chaṛā2 ] ক্রি. ছড়ে যাওয়া, আঁচড় লাগা; ছাল উঠে যাওয়া। ☐ বি. বিণ. উক্ত অর্থে। [ছড়2 দ্র]। shadhu 3rd person ordinary past simple tense of ছড়া: ছড়া3 [ chaṛā3 ] বি. 1 শিশু-ভোলানো বা মেয়েলি কবিতা; 2 গ্রাম্য কবিতাবিশেষ; 3 ছড়ি বা মালার আকারবিশিষ্ট বস্তু (গোটছড়া, হারছড়া); 4 গুচ্ছ, থোলো (কলার ছড়া); 5 ইতস্তত ছড়ানো তরল পদার্থ, ছিটা (জলছড়া, গোবরছড়া, ছড়া দেওয়া)। [সং. ছটা]। ছড়া কাটা ক্রি. বি. ছড়া আবৃত্তি করা; ছড়া তৈরি করে উত্তর-প্রত্যুত্তর করা। ছড়া-কার বি. ছড়া তৈরি করে এমন ব্যক্তি, ছড়া-রচয়িতা। shadhu 3rd person ordinary past simple tense of ছড়া: ছড়ানো [ chaṛānō ] ক্রি. 1 ইতস্তত নিক্ষেপ করা, বিক্ষিপ্ত করা (জিনিসপত্র এভাবে ছড়াল কে?); 2 বিস্তৃত হওয়া, বিস্তার লাভ করা, ব্যাপ্ত হওয়া (রোগ ছড়াচ্ছে, আগুন ছড়িয়ে পড়ছে); 3 ছিটানো (জল ছড়ানো, বীজ ছড়ানো)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। [ছড়া1 দ্র]।
বিলো definitions

Bangla-Tangla Dictionary
2nd person intimate present imperative tense of বিলোনো: বিলোনো [variant of বিলানো]; to distribute
মিলো definitions

Bangla-Tangla Dictionary
2nd person ordinary future imperative tense of মেলা: মেলা
1. to meet, to mix, to be in sync, to be obtained
2. to spread, to open (eg, eyes)
3. [noun] fair [pron: ম্যালা]
4. numerous
Samsad Bengali-English Dictionary
2nd person ordinary future imperative tense of মেলা: মিলা, মেলা [ milā, mēlā ] v to meet together; to meet; to assemble; to get on or pull on together (ভাইয়ে ভাইয়ে মেলে না); to fit (জোড় মেলা); to agree, to correspond; to mix well or perfectly; to agree with the given result (অন্ক মিলেছে); to be balanced, to tally (হিসাব মেলা); (pros.) to rhyme; to be available (বাজারে মাছ মেলে না); to be procured or obtained (চাকরি মেলা). মিলানো . v. to cause to meet together, to bring together; to cause to meet; to assemble; to fit; to cause to agree or correspond; to mix well or perfectly; to cause to agree with the given result; to balance, to tally; to compare (অন্কের ফল মিলানো); (pros.) to rhyme; to make available; to procure. মেলামেশা n. social intercourse; intimate association, familiarity. মেলামেশা করা v. to communicate socially; to make free with.
Samsad Bangla Abhidhan
2nd person ordinary future imperative tense of মেলা: মিলা, মেলা [ milā, mēlā ] ক্রি. 1 একত্র হওয়া (তিনের সঙ্গে দুই মিলে পাঁচ, 'হেথার সবারে হবে মিলিবারে': রবীন্দ্র); 2 বনিবনা হওয়া (ভাইয়ে-ভাইয়ে মোটেই মেলে না); 3 মিশ খাওয়া, খাপ খাওয়া (জোড় মেলা); 4 সংযুক্ত হওয়া, মেশা (দুটি পথ মিলেছে); 5 সম্পূর্ণ মিশ্রিত হওয়া (তেলে জলে মেশা); 6 মিলযুক্ত হওয়া (ছন্দ মিলছে না, পদ্য মিলছে না); 7 জোটা পাওয়া যাওয়া (বাজারে ভালো চাল মিলছে না); 8 (গনি.) হওয়া (অঙ্ক মিলেছে?); 9 মিলিত হওয়া ('মিলিব বন্ধুর সনে')। [সং. √ মিল্ + বাং. আ]। ~নো ক্রি. বি. 1 একত্র বা মিশ্রিত বা সংযুক্ত করা (হাট মেলানো, মেলা মেলানো); 2 মিশ খাওয়ানো, খাপ খাওয়ানো; 3 মিল দেওয়া (পদ্য মিলানো); 4 জোটানো, সংস্থান করা (চাকরি মিলানো কি সহজ কথা!); 5 গলে বা লীন হয়ে যাওয়া ('ধুপ আপনারে মিলাইতে চাহে গন্ধে': রবীন্দ্র)। মেলা-মেশা বি. 1 সংসর্গ; 2 বন্ধুত্ব বা সদ্ভাব।
লো definitions

Samsad Bangla Abhidhan
লো [ lō ] অব্য. স্ত্রীলোকের পরস্পর সম্বোধনসূচক শব্দবিশেষ, ওলো (সখী লো, লো সুন্দরী)। [প্রাকৃ. হলা]।
Off by 3 letters:
অছি definitions

Samsad Bengali-English Dictionary
অছি [ achi ] n a guardian, a custodian; a trustee; an administrator.
Samsad Bangla Abhidhan
অছি [ achi ] বিণ. অভিভাবক; সম্পত্তি ইত্যাদির তত্ত্বাবধায়ক, guardian, administrator, executor, trustee [আ. বসী]। ~পরিষদ রাষ্ট্রপুঞ্জের (United Nations Organisation) সংস্থাবিশেষ, Trusteeship Council.
অছিলা definitions

Bangla-Tangla Dictionary
অছিলা – pretense
Samsad Bengali-English Dictionary
অছিলা [ achilā ] n a pretext or plea (usu. a false one); an excuse; a pretence.
Samsad Bangla Abhidhan
অছিলা [ achilā ] বি. ছল, ছুতো, অজুহাত (কাজের অছিলায় সে দ্রুত স্থান ত্যাগ করল)। [ফা. বসীলা]।
আছি definitions

Bangla-Tangla Dictionary
1st person present simple tense of আছ-: আছ- – to be
Samsad Bengali-English Dictionary
আছি [ āchi ] v (sing.) am; (pl.) are.
আছিলে definitions

Samsad Bengali-English Dictionary
আছিলে [ āchilē ] v (poet.) 2nd. per. were.

Processing time: 1.81 s