গাহে definitions

Bangla-Tangla Dictionary
shadhu 3rd person ordinary present simple tense of গাওয়া: গাওয়া – to sing
Samsad Bengali-English Dictionary
locative of গাহ: গাহ, গাহন1 [ gāha, gāhana1 ] n act of bathing by dipping the whole body in the water of a pond, river, sea etc.; immersion. গাহন করা v. to bathe. shadhu 3rd person ordinary present simple tense of গাওয়া: গাওয়া3 [ gāōẏā3 ] v to sing; to chant; to sing in praise; to praise. ☐ a. that has been sung (গাওয়া গান). ~নো v. to cause to sing.
Samsad Bangla Abhidhan
locative of গাহ: গাহন, গাহ [ gāhana, gāha ] বি. (পুকুর, নদী ইত্যাদির) জলে সর্বাঙ্গ ডুবিয়ে স্নান, অবগাহন। [সং. √গাহ্ + অন, অ]। shadhu 3rd person ordinary present simple tense of গাওয়া: গাওয়া3 [ gāōẏā3 ] ক্রি. 1 গান করা; 2 কীর্তন করা, মহিমা বর্ণনা করা (গুণ গাওয়া) ; 3 প্রচার করা (গেয়ে বেড়ানো, আগে থেকেই তার অসুবিধার কথা গেয়ে রেখেছে)। ☐ বিণ. গীত, গাওয়া হয়েছে এমন (গাওয়া গান)। ☐ বি. গান (গাওয়া শেষ হল, গাওয়া শুনেই কার শিষ্য বলে দেওয়া যায়)। [বাং. √গাহ্ (সং. গৈ) + আ]। ~নো ক্রি. অন্যের দ্বারা গান করানো। ☐ বি. বিণ. উক্ত অর্থে।

Processing time: 1.28 s