খেলাটা definitions

Bangla-Tangla Dictionary
definitive of খেলা: খেলা – to play
Samsad Bengali-English Dictionary
definitive of খেলা: খেলা [ khēlā ] n a play, a game, a sport; a recreational match or contest; a pastime; a diversion; an amusement; a show of an entertaining trick or feat (সাপখেলা, জাদুখেলা, লাঠিখেলা, সার্কাসের খেলা); artistry, artistic display (ছবিতে রঙের খেলা, আকাশে মেঘের খেলা); act of trifling (পড়াশুনা নিয়ে খেলা, বিপদ নিয়ে খেলা); act of fondling. ☐ v. to play; to work (বুদ্ধি খেলা, অঙ্কে মাথা খেলা); to trifle; to fondle. খেলা কথা নয় something not to be trifled with or taken lightly. খেলা করা v. same as খেলা (v). ~ঘর n. (rare.) a room or hall for indoor games; a miniature house built by children at play with sand or mud or straw, a doll's house; (fig.) domestic life or earthly life. ~ধুলা n. games and sports; sports and pastime. ~নো v. to cause to play; to supervise at play; to control and lead at pleasure, to make a person do every thing one wishes him to do, to lead by the nose (বণিকরা সরকারকে খেলায়); (in football, hockey etc.) to pass the ball frequently in the course of a game to a player of one's own side to play (উইংকে দিয়ে খেলানো). খেলার ছলে adv. playfully. খেলার মাঠ n. a playground. খেলার সঙ্গী, খেলার সাথি n. a playmate. খেলার সরঞ্জাম n. sports goods.
Samsad Bangla Abhidhan
definitive of খেলা: খেল [ khēla ] দর্ খেলা definitive of খেলা: খেলনা [ khēlanā ] দ্র খেলা definitive of খেলা: খেলা [ khēlā ] বি. 1 ক্রীড়া (বল নিয়ে খেলা); 2 কৌতুক বা পারদর্শিতা প্রদর্শন (সাপ খেলা, ছোরা খেলা) ; 3 লীলা, অবস্থাবিশেষের আচরণ ('এই খেলা তো শেষ খেলা নয়': রবীন্দ্র) ; 4 ভোজবাজি (ভানুমতীর খেলা)। ☐ ক্রি. 1 খেলা করা (ছেলেরা মাঠে খেলছে); 2 স্ফুরিত বা বিকশিত হওয়া (মাথায় একটা বুদ্ধি খেলে গেল) ; 3 বুদ্ধিযুক্ত হওয়া (অঙ্কটা তার মাথায় ঠিক খেলে না)। [সং. √খেল্ + বাং. আ]। খেল বি. 1 ক্রীড়া; 2 ভোজবাজি (ভানুমতীর খেল)। খেলনা বি. ক্রীড়নক, পুতুল। ☐ বিণ. ক্রীড়নকরূপে ব্যবহার্য (খেলনা-পুতুল)। ~ঘর বি. (আল.) কৃত্রিম সংসার। ~ধুলা বি. তুচ্ছ জিনিস নিয়ে শিশুদের ক্রীড়াকৌতুক; নানাবিধ খেলা। ~নো ক্রি. 1 খেলা করানো (ছেলেদের খেলাচ্ছে); 2 চালনা করে কৌতুক দক্ষতা রঙ্গ ইত্যাদি প্রদর্শন করা (সাপ খেলানো) ; 3 ইচ্ছামতো পরিচালিত করা (মাছটাকে খেলাচ্ছি, পুলিশ চোরকে খেলাচ্ছে)।

Processing time: 1.26 s