Off by 3 letters:
কালনা definitions

Bangla-Tangla Dictionary
কালনা – Kalna, a city in the Bardhaman District of West Bengal [http://en.wikipedia.org/wiki/Kalna,_India]
কোপনা definitions

Samsad Bengali-English Dictionary
কোপ2 [ kōpa2 ] n anger, indignation, wrath, fury, rage. কোপ করা v. to express anger, to be angry (with). কোপে পড়া v. to incur one's anger or displeasure. ~কটাক্ষ, ~দৃষ্টি n. an angry look. কোপকটাক্ষ করা v. to cast an angry glance. ~ a. given to anger, easily angered or irritable, irascible, wrathful; peevish. fem. কোপনা । কোপনস্বভাব, কোপনপ্রকৃতি a. easily irritable or angered by nature. fem. কোপনস্বভাবা । ~পরবশ, ~পরায়ণ same as কোপন । ~যুক্ত a. angry, wrathful; angered.
Samsad Bangla Abhidhan
কোপ2 [ kōpa2 ] বি. 1 ক্রোধ, রাগ, রোষ (কোপানল); 2 অসন্তোষ, বিরাগ (দেবতার কোপে পড়ে সে সবই হারাল)। [সং. √ কুপ্ + অ]। ~কটাক্ষ বি. ক্রুদ্ধদৃষ্টি। ~ বিণ. ক্রুদ্ধ; ক্রোধপ্রবণ, ক্রোধী (কোপনস্বভাব)। বিণ. স্ত্রী. কোপনাকোপন-প্রকৃতি, কোপন-স্বভাব বিণ. একটুতেই রেগে যায় এমন স্বভাববিশিষ্ট। কোপানল বি. ক্রোধরূপ অগ্নি; তীব্র ক্রোধ। কোপাবিষ্ট বিণ. ক্রোধযুক্ত, ক্রুদ্ধ।
কোপান definitions

Bangla-Tangla Dictionary
2nd/3rd person respectful present simple tense of কোপানো: কোপানো – to hack

2nd person respectful present imperative tense of কোপানো:
কোপানো – to hack

Samsad Bengali-English Dictionary
2nd/3rd person respectful present simple tense of কোপানো: কোপানো [ kōpānō ] v to chop or strike with a sharp cutting implement as a sword; to dig with a spade. ☐ a. thus struck or chopped or dug. 2nd person respectful present imperative tense of কোপানো: কোপানো [ kōpānō ] v to chop or strike with a sharp cutting implement as a sword; to dig with a spade. ☐ a. thus struck or chopped or dug.
Samsad Bangla Abhidhan
2nd/3rd person respectful present simple tense of কোপানো: কুপা2, কোপা [ kupā2, kōpā ] ক্রি. 1 তীক্ষ্ণধার ভারী অস্ত্রের সাহায্যে (ক্রমাগত) আঘাত করা; অস্ত্রের কোপ দেওয়া; কোপ দিয়ে কাটা; 2 মাটি কোপানো। [বাং. √ কোপ্ + আ]। ~নো ক্রি. কুপা বা কোপা অর্থে। ☐ বিণ. বি. উক্ত অর্থে। 2nd person respectful present imperative tense of কোপানো: কুপা2, কোপা [ kupā2, kōpā ] ক্রি. 1 তীক্ষ্ণধার ভারী অস্ত্রের সাহায্যে (ক্রমাগত) আঘাত করা; অস্ত্রের কোপ দেওয়া; কোপ দিয়ে কাটা; 2 মাটি কোপানো। [বাং. √ কোপ্ + আ]। ~নো ক্রি. কুপা বা কোপা অর্থে। ☐ বিণ. বি. উক্ত অর্থে।
Off by 4 letters:
কল্পনা definitions

Bangla-Tangla Dictionary
কল্পনা – imagination (+ করা = to imagine)
Samsad Bengali-English Dictionary
কল্পন [ kalpana ] n act of inventing or imagining or fancying or ascribing or resolving or thinking or supposing. কল্পনা n. invention; imagination; fancy; ascription; re solve; thought; supposition. কল্পনা করা v. to invent; to devise; to imagine; to fancy; to ascribe; to resolve; to think; to suppose. কল্পনাকারী a. inventing or devising; imagining; fancying; ascribing; resolving; thinking; supposing. ☐ n. an inventor, a deviser; one who imagines; a fancier; one who ascribes; one who resolves, a thinker; one who supposes. কল্পনাচিত্র n. picturesque imagination; an imaginary portrait. কল্পনাত্মক a. actuated by or existing in imagination, imaginative, imaginary. কল্পনাপ্রবণ a. given to imagination. কল্পণাপ্রবণ ব্যক্তি an imaginative person. কল্পনাপ্রসূত a. imaginary; fancied. কল্পনাবিলাসী a. overindulging in imagination; vapoury. কল্পনাশক্তি n. imaginative power, faculty of imagination. কল্পনীয় a. devisable; imaginable; that which can be fancied; ascribable; thinkable; supposable.
Samsad Bangla Abhidhan
কল্পনা [ kalpanā ] বি. 1 কল্পিত বা মনগড়া বিষয়; 2 উদ্ভাবনা; 3 উদ্ভাবনী শক্তি; 4 অনুমান। [সং. ক্9প্ + অন + আ]। ~প্রবণ বিণ. কল্পনা করতে ভালোবাসে এমন, ভাবুক। ~বিলাসী (-সিন্) বিণ. কল্পনা করে সুখ পায় এমন, কল্পনা করতে ভালোবাসে এমন। ~শক্তি বি. কল্পনার বা উদ্ভাবনী ক্ষমতা।
কাঁপান definitions

Bangla-Tangla Dictionary
2nd/3rd person respectful present simple tense of কাঁপানো: কাঁপানো – to cause to tremble

2nd person respectful present imperative tense of কাঁপানো:
কাঁপানো – to cause to tremble

Samsad Bengali-English Dictionary
2nd/3rd person respectful present simple tense of কাঁপানো: কাঁপা [ kām̐pā ] v to tremble; to shudder; to shiver; to shake; to quake; to quiver; to vibrate; to palpitate (হৃদয় কাঁপা). কাঁপানো v. to set trembling, to send trembling, to tremble; to cause to shudder, to shiver; to shake; to quake; to cause to quiver; to vibrate; to set palpitating, to palpitate. ☐ a. tremulour (কাঁপানো স্বর). কেঁপে ওঠা v. to start (as in fear); to be startled. 2nd person respectful present imperative tense of কাঁপানো: কাঁপা [ kām̐pā ] v to tremble; to shudder; to shiver; to shake; to quake; to quiver; to vibrate; to palpitate (হৃদয় কাঁপা). কাঁপানো v. to set trembling, to send trembling, to tremble; to cause to shudder, to shiver; to shake; to quake; to cause to quiver; to vibrate; to set palpitating, to palpitate. ☐ a. tremulour (কাঁপানো স্বর). কেঁপে ওঠা v. to start (as in fear); to be startled.
Samsad Bangla Abhidhan
2nd/3rd person respectful present simple tense of কাঁপানো: কাঁপা [ kām̐pā ] ক্রি. কম্পিত হওয়া, থরথর করা। ☐ বি. কম্প, কম্পন। [সং. √ কম্প্]। ~নো ক্রি. কম্পিত করানো; নড়ানো। ☐ বি. বিণ. উক্ত অর্থে (ময়দান-কাঁপানো খেলোয়াড়)। 2nd person respectful present imperative tense of কাঁপানো: কাঁপা [ kām̐pā ] ক্রি. কম্পিত হওয়া, থরথর করা। ☐ বি. কম্প, কম্পন। [সং. √ কম্প্]। ~নো ক্রি. কম্পিত করানো; নড়ানো। ☐ বি. বিণ. উক্ত অর্থে (ময়দান-কাঁপানো খেলোয়াড়)।
কাঙালপনা definitions

Samsad Bengali-English Dictionary
কাঙাল [ kāṅāla ] a poor, indigent; destitute; humbly praying for; meanly hankering after, piteously eager to have (যশের কাঙাল, সন্তানের কাঙাল); wistful (কাঙাল নয়ন); suffering, miserable; earning one's livelihood by begging. ☐ n. an indigent man; a humble petitioner; a suffering or miserable man; a begger. fem. কাঙালিনি । ~পনা n. (usu. dero.) beg gary; supplication. কাঙালি same as কাঙাল । কাঙালি বিদায় n. distribution of alms to the poor or beggars. কাঙালি বিদায় করা v. to distribute alms to the poor or beggars. কাঙালি ভোজন n. feeding of the poor or beggars.
Samsad Bangla Abhidhan
কাঙাল, কাঙালি [ kāṅāla, kāṅāli ] 1 বিণ. দরিদ্র, নিঃস্ব; 2 দীন; 3 অতিশয় লোলুপ (যশের কাঙাল, অর্থের কাঙাল); 4 দুঃখী। ☐ বি. ভিক্ষুক (কাঙালের দল, কাঙালি বিদায়)। [দেশি]। স্ত্রী. কাঙালিনিকাঙালের কথা বাসি হলে খাটে (প্র.) গৌরবহীন গুরুত্বহীন লোকের উক্তি অন্যের কাছে প্রথমে উপেক্ষার বস্তু হলেও পরে প্রমাণিত হয় যে তা-ই সত্য। কাঙালের ঘোড়ারোগ দরিদ্রের সাধ্যতীত ব্যয়বহুল শখ। ~খানা বি. অনাথ আশ্রম। ~পনা বি. দীনতা; কাঙালের মতো আচরণ; অতিশয় লোলুপতা; দীন যাচ্ঞা। কাঙাল বিদায়, কাঙালি বিদায় বি. দরিদ্র ও ভিখারিদের অন্নবস্ত্র ও অর্থ দান; (গৌণ অর্থে) অবজ্ঞার সঙ্গে দান।
কানা definitions

Bangla-Tangla Dictionary
কানা – one eyed
Samsad Bengali-English Dictionary
কানা1 [ kānā1 ] n border, edge; brim, rim. কানায় কানায় adv. to the brim. কানায় কানায় ভরা full to the brim, brimful. ~ভাঙ্গা a. with broken brim. কানা2 [ kānā2 ] a blind of one eye, one-eyed; blind; having a hole, useless, valueless (কানাকড়ি). ~কড়ি n. (lit.) a cowrie (কড়ি) with a hole; a cowrie which is not convertible, a useless or valueless cowrie; (fig.) minimum wealth (কানাকড়িও সম্বল নেই). ~খোঁড়া n. (as pl.) the blind and the lame; (as sing.) a blind and lame per son. কানাখোঁড়ার একগুণ বাড়া (fig.) a worthless person is often full of troublesome vanity or mischief. ~গলি a blind alley, a cul-de-sac, an impasse. কানা গোরুর ভিন্ন পথ (lit.) a one-eyed cow often goes astray from the right way; (fig.) a fool or an ignorant person often strays away from the safe route. কানা ছেলের নাম পদ্মলোচন (fig.) a ridiculous affair such as adorning an ugly person gaudily, a cur put in fur. ~মাছি n. blindman's buff.
Samsad Bangla Abhidhan
কানা1 [ kānā1 ] বি. 1 কিনারা, প্রান্ত (পুকুরের কানা); 2 পাত্রাদির মুখের বেড় (কলসির কানা)। [সং. কর্ণ]। কানায় কানায় ক্রি. বিণ. কিনারা পর্যন্ত (পুকুরটা কানায় কানায় ভরে গেছে)। কানা2 [ kānā2 ] বিণ. 1 চক্ষুহীন; 2 অন্ধ; 3 ফুটো (কানাকড়ি, কানাবেগুন); 4 একদিক বন্ধ, একমুখো (কানাগলি)। ☐ বি. চক্ষুহীন ব্যক্তি, অন্ধ লোক। [সং. কাণ]। কানি বিণ. বি. (স্ত্রী.) চক্ষুহীনা (স্ত্রীলোক)। ~কড়ি বি. ভাঙা বা ফুটো কড়ি; (আল.) অতি তুচ্ছ পরিমাণ (এক খেটেও পাবে তো কানাকড়ি)। ~মাছি বি. 1 ছোটদের খেলাবিশেষ (এই খেলায় একজন চোখ-বাঁধা অবস্থায় অন্যদের ধরতে চেষ্টা করে); 2 বড় মাছিবিশেষ। কানা খোঁড়ার একগুণ বাড়া (প্র.) গুণহীন লোকেরই অহংকার বা বড়াই বেশি হয়। কানা গোরুর ভিন্ন পথ (প্র.) অজ্ঞান বা কাণ্ডজ্ঞানহীন লোক কানা গোরুর মতো গোয়ালের দিকে না গিয়ে অর্থাৎ নিরাপদ পথ ত্যাগ করে বিপধে যায়। কানা ছেলের নাম পদ্মলোচন যার যে-গুণ একেবারেই নেই, তার নামের মধ্যে সেই গুণের উল্লেখ থাকার মতো হাস্যকর ব্যাপার। কানামাছি [ kānāmāchi ] দ্র কানা2 কানী [ kānī ] দ্র কানা2
কালনাগ definitions

Samsad Bengali-English Dictionary
কালনাগ [ kālanāga ] n the black cobra, the cobra. fem. কালনাগিনি ।
Samsad Bangla Abhidhan
কাল3, কালো [ kāla3, kālō ] বি. কৃষ্ণবর্ণ, কালো রং। ☐ বিণ. কৃষ্ণবর্ণবিশিষ্ট, কালো রঙের। [সং. কৃ + √ অল্ + অ]। কালো-কিষ্টি, কাল-কিষ্টি বিণ. অত্যন্ত কালো, মলিন ও কুৎসিত। কাল-গঙ্গা বি. কালিন্দী, যমুনা। কাল-চিটা, কাল-চিটে বি. বিণ. কালো দাগ; কালচে। কালচে বিণ. কৃষ্ণাভ তবে গাঢ় কালো নয় এমন। কাল-শশী বি. কৃষ্ণপক্ষের চাঁদ। কাল-শিরা, কাল-শিটা, কাল-শিটে বি. আঘাতের ফলে রক্ত জমে উৎপন্ন কালো দাগ। কাল-নাগ, কাল-সর্প, কাল-সাপ বি. কৃষ্ণসর্প, কেউটে সাপ।
কালমান definitions

Samsad Bengali-English Dictionary
কালমান [ kālamāna ] n a measure or measurement of time, a chronometer or chronometry.
কালা definitions

Bangla-Tangla Dictionary
কালা – deaf
Samsad Bengali-English Dictionary
কালা1 [ kālā1 ] a deaf; hard of hearing. কালা2 [ kālā2 ] a black; defaced, soiled, dirty, in disrepute, stigmatized (কালা মুখ). ☐ n. an appellation of Krishna (কৃষ্ণ). ~কানুন a black act. ~বাজার the black market. ~মুখ a. shamefaced; brazen-faced. ☐ n. a shamefaced man; a brazen-face; a shameful face. ~মুখো a. shamefaced; brazen-faced. ☐ n. a shamefaced man; a brazen-face; a man of soiled reputation. fem. কালামুখী ।
Samsad Bangla Abhidhan
কালা1 [ kālā1 ] বিণ. বধির, শ্রবণশক্তিরহিত; কানে শুনতে পায় না এমন। [সং. কল্ল]। কালা2 [ kālā2 ] বি. শ্রীকৃষ্ণ। ☐ বিণ. 1 কৃষ্ণবর্ণ; 2 কলঙ্কিত (এই কালা মুখ আর দেখাতে চাই না)। [সং. কাল3]। কালা কানুন বি. প্রজাস্বার্থবিরোধী অন্যায় আইন, black act. ~চাঁদ বি. শ্রীকৃষ্ণ। কালাচাঁদ [ kālācān̐da ] দ্র কালা2
কালানল definitions

Samsad Bengali-English Dictionary
কালাগ্নি, কালানল [ kālāgni, kālānala ] n (myth.) the expected divine conflagration which will annihilate the universe, the fire of universal annihilation.
Samsad Bangla Abhidhan
কালাগ্নি, কালানল [ kālāgni, kālānala ] বি. প্রলয়াগ্নি, প্রলয়কালের সৃষ্টিনাশক অগ্নি। [সং. কাল2 + অগ্নি, অনল]। কালানল [ kālānala ] দ্র কালাগ্নি
কালানো definitions

Samsad Bangla Abhidhan
কালানো [ kālānō ] ক্রি. বি. (আঞ্চ.) অত্যন্ত শীতল হওয়া, খুব ঠাণ্ডা হয়ে যাওয়া। ☐ বিণ. খুব ঠাণ্ডা হয়ে গেছে এমন (কালানো ভাত খেয়ো না)। [বাং. কাল1 + আনো]।
কালাপানি definitions

Samsad Bengali-English Dictionary
কালাপানি [ kālāpāni ] n the dark-coloured waters of an ocean or a sea esp. of the Indian Ocean; an ocean, a sea; the Andaman and the Nicobar islands; Port Blair; sentence of transportation from India in the British regime. কালাপানি ঘুরে আসা v. to have served a sentence of transportation from India. কালাপানি পার হওয়া v. to go across a sea or an ocean.
Samsad Bangla Abhidhan
কালা-পানি [ kālā-pāni ] বি. 1 (একসময় ভারতীয়দের কাছে সমুদ্রযাত্রা অশুভ ও নিষিদ্ধ ছিল বলে) সমুদ্র বা নিষিদ্ধ সমুদ্র; 2 আন্দামান দ্বীপপুঞ্জে নির্বাসন; 3 দ্বীপান্তর দণ্ড। [বাং. কালা2 + হি. পানি]।
কালো definitions

Bangla-Tangla Dictionary
কালো – black
Samsad Bengali-English Dictionary
কালো [ kālō ] n the black colour. ☐ a. black. কালো করা v. to make black, to blacken; to make dark, to darken; to pollute; to defame. কালো হওয়া v. to become black; to blacken; to become dark, to darken; to become polluted or to be defamed. কালো পতাকা n. a black flag (usually shown to somebody, as a mark of pro test or disapproval). ~বাজার the black market. ~বাজারি n. a black marketeer.
Samsad Bangla Abhidhan
কাল3, কালো [ kāla3, kālō ] বি. কৃষ্ণবর্ণ, কালো রং। ☐ বিণ. কৃষ্ণবর্ণবিশিষ্ট, কালো রঙের। [সং. কৃ + √ অল্ + অ]। কালো-কিষ্টি, কাল-কিষ্টি বিণ. অত্যন্ত কালো, মলিন ও কুৎসিত। কাল-গঙ্গা বি. কালিন্দী, যমুনা। কাল-চিটা, কাল-চিটে বি. বিণ. কালো দাগ; কালচে। কালচে বিণ. কৃষ্ণাভ তবে গাঢ় কালো নয় এমন। কাল-শশী বি. কৃষ্ণপক্ষের চাঁদ। কাল-শিরা, কাল-শিটা, কাল-শিটে বি. আঘাতের ফলে রক্ত জমে উৎপন্ন কালো দাগ। কাল-নাগ, কাল-সর্প, কাল-সাপ বি. কৃষ্ণসর্প, কেউটে সাপ। কালো [ kālō ] বিণ. 1 কৃষ্ণবর্ণ, অন্ধকারের রং (কালো চুল); 2 ময়লা, মলিন (জামাকাপড় কালো হয়েছে); 3 বিষণ্ণ, গোমড়া (মুখ কালো করা)। [< সং. কাল3]। ~টাকা বি. বেআইনিভাবে আয় করা টাকা; হিসাববহির্ভূত টাকা। ~বাজার বি. সরকারের নির্ধারিত দামের চেয়ে বেশি দামে জিনিস বিক্রয়ের বাজার; নির্ধারিত দামের চেয়ে বেশি দামে জিনিস কেনা-বেচা। ~বাজারি বি. কালোবাজারে জিনিস বিক্রির কাজ।
কালো পতাকা definitions

Samsad Bengali-English Dictionary
কালো [ kālō ] n the black colour. ☐ a. black. কালো করা v. to make black, to blacken; to make dark, to darken; to pollute; to defame. কালো হওয়া v. to become black; to blacken; to become dark, to darken; to become polluted or to be defamed. কালো পতাকা n. a black flag (usually shown to somebody, as a mark of pro test or disapproval). ~বাজার the black market. ~বাজারি n. a black marketeer.
কালোটাকা definitions

Samsad Bangla Abhidhan
কালো [ kālō ] বিণ. 1 কৃষ্ণবর্ণ, অন্ধকারের রং (কালো চুল); 2 ময়লা, মলিন (জামাকাপড় কালো হয়েছে); 3 বিষণ্ণ, গোমড়া (মুখ কালো করা)। [< সং. কাল3]। ~টাকা বি. বেআইনিভাবে আয় করা টাকা; হিসাববহির্ভূত টাকা। ~বাজার বি. সরকারের নির্ধারিত দামের চেয়ে বেশি দামে জিনিস বিক্রয়ের বাজার; নির্ধারিত দামের চেয়ে বেশি দামে জিনিস কেনা-বেচা। ~বাজারি বি. কালোবাজারে জিনিস বিক্রির কাজ।
কোনা definitions

Samsad Bengali-English Dictionary
কোনা [ kōnā ] n a corner; a bay; the narrow in side of a room; a nook. ~কুনি, ~কোনি adv. diagonally; slantwise, athwart. ☐ a. diagonal; slantwise; athwart. ~চে a. aslant; awry.
Samsad Bangla Abhidhan
কোণা, কোণাকুণি, কোণাচ [ kōṇā, kōṇākuṇi, kōṇāca ] যথাক্রমে কোনা, কোনাকুনি ও কোনাচ -এর বর্জি. বানান। কোনা [ kōnā ] বি. কোণ, প্রান্ত (ঘরের এক কোনায় পড়ে আছে)। ☐ বিণ. কোণযুক্ত (চারকোনা)। [সং. কোণ + বাং. আ]। কোনা-কুনি, কোনা-কোনি ক্রি-বিণ. এক কোণ থেকে বিপরীত কোণ পর্যন্ত (কোনাকুনি ছুটতে লাগল)। ☐ বিণ. ওইভাবে বিস্তৃত (কোনাকুনি রাস্তা)।
কোপন definitions

Samsad Bengali-English Dictionary
কোপ2 [ kōpa2 ] n anger, indignation, wrath, fury, rage. কোপ করা v. to express anger, to be angry (with). কোপে পড়া v. to incur one's anger or displeasure. ~কটাক্ষ, ~দৃষ্টি n. an angry look. কোপকটাক্ষ করা v. to cast an angry glance. ~ a. given to anger, easily angered or irritable, irascible, wrathful; peevish. fem. কোপনা । কোপনস্বভাব, কোপনপ্রকৃতি a. easily irritable or angered by nature. fem. কোপনস্বভাবা । ~পরবশ, ~পরায়ণ same as কোপন । ~যুক্ত a. angry, wrathful; angered.
Samsad Bangla Abhidhan
কোপ2 [ kōpa2 ] বি. 1 ক্রোধ, রাগ, রোষ (কোপানল); 2 অসন্তোষ, বিরাগ (দেবতার কোপে পড়ে সে সবই হারাল)। [সং. √ কুপ্ + অ]। ~কটাক্ষ বি. ক্রুদ্ধদৃষ্টি। ~ বিণ. ক্রুদ্ধ; ক্রোধপ্রবণ, ক্রোধী (কোপনস্বভাব)। বিণ. স্ত্রী. কোপনাকোপন-প্রকৃতি, কোপন-স্বভাব বিণ. একটুতেই রেগে যায় এমন স্বভাববিশিষ্ট। কোপানল বি. ক্রোধরূপ অগ্নি; তীব্র ক্রোধ। কোপাবিষ্ট বিণ. ক্রোধযুক্ত, ক্রুদ্ধ।
কোপা definitions

Bangla-Tangla Dictionary
2nd person intimate present imperative tense of কোপানো: কোপানো – to hack
Samsad Bengali-English Dictionary
2nd person intimate present imperative tense of কোপানো: কোপানো [ kōpānō ] v to chop or strike with a sharp cutting implement as a sword; to dig with a spade. ☐ a. thus struck or chopped or dug.
Samsad Bangla Abhidhan
কুপা2, কোপা [ kupā2, kōpā ] ক্রি. 1 তীক্ষ্ণধার ভারী অস্ত্রের সাহায্যে (ক্রমাগত) আঘাত করা; অস্ত্রের কোপ দেওয়া; কোপ দিয়ে কাটা; 2 মাটি কোপানো। [বাং. √ কোপ্ + আ]। ~নো ক্রি. কুপা বা কোপা অর্থে। ☐ বিণ. বি. উক্ত অর্থে। কোপা, কোপানো [ kōpā, kōpānō ] যথাক্রমে কুপা2 ও কুপানো -র চলিত রূপ। 2nd person intimate present imperative tense of কোপানো: কুপা2, কোপা [ kupā2, kōpā ] ক্রি. 1 তীক্ষ্ণধার ভারী অস্ত্রের সাহায্যে (ক্রমাগত) আঘাত করা; অস্ত্রের কোপ দেওয়া; কোপ দিয়ে কাটা; 2 মাটি কোপানো। [বাং. √ কোপ্ + আ]। ~নো ক্রি. কুপা বা কোপা অর্থে। ☐ বিণ. বি. উক্ত অর্থে।
কোপানল definitions

Samsad Bengali-English Dictionary
কোপানল, কোপাগ্নি [ kōpānala, kōpāgni ] n the fire of anger or wrath or fury; fit of violent anger.
Samsad Bangla Abhidhan
কোপ2 [ kōpa2 ] বি. 1 ক্রোধ, রাগ, রোষ (কোপানল); 2 অসন্তোষ, বিরাগ (দেবতার কোপে পড়ে সে সবই হারাল)। [সং. √ কুপ্ + অ]। ~কটাক্ষ বি. ক্রুদ্ধদৃষ্টি। ~ বিণ. ক্রুদ্ধ; ক্রোধপ্রবণ, ক্রোধী (কোপনস্বভাব)। বিণ. স্ত্রী. কোপনাকোপন-প্রকৃতি, কোপন-স্বভাব বিণ. একটুতেই রেগে যায় এমন স্বভাববিশিষ্ট। কোপানল বি. ক্রোধরূপ অগ্নি; তীব্র ক্রোধ। কোপাবিষ্ট বিণ. ক্রোধযুক্ত, ক্রুদ্ধ।

Processing time: 1.84 s