কালো definitions

Bangla-Tangla Dictionary
কালো – black
Samsad Bengali-English Dictionary
কালো [ kālō ] n the black colour. ☐ a. black. কালো করা v. to make black, to blacken; to make dark, to darken; to pollute; to defame. কালো হওয়া v. to become black; to blacken; to become dark, to darken; to become polluted or to be defamed. কালো পতাকা n. a black flag (usually shown to somebody, as a mark of pro test or disapproval). ~বাজার the black market. ~বাজারি n. a black marketeer.
Samsad Bangla Abhidhan
কাল3, কালো [ kāla3, kālō ] বি. কৃষ্ণবর্ণ, কালো রং। ☐ বিণ. কৃষ্ণবর্ণবিশিষ্ট, কালো রঙের। [সং. কৃ + √ অল্ + অ]। কালো-কিষ্টি, কাল-কিষ্টি বিণ. অত্যন্ত কালো, মলিন ও কুৎসিত। কাল-গঙ্গা বি. কালিন্দী, যমুনা। কাল-চিটা, কাল-চিটে বি. বিণ. কালো দাগ; কালচে। কালচে বিণ. কৃষ্ণাভ তবে গাঢ় কালো নয় এমন। কাল-শশী বি. কৃষ্ণপক্ষের চাঁদ। কাল-শিরা, কাল-শিটা, কাল-শিটে বি. আঘাতের ফলে রক্ত জমে উৎপন্ন কালো দাগ। কাল-নাগ, কাল-সর্প, কাল-সাপ বি. কৃষ্ণসর্প, কেউটে সাপ। কালো [ kālō ] বিণ. 1 কৃষ্ণবর্ণ, অন্ধকারের রং (কালো চুল); 2 ময়লা, মলিন (জামাকাপড় কালো হয়েছে); 3 বিষণ্ণ, গোমড়া (মুখ কালো করা)। [< সং. কাল3]। ~টাকা বি. বেআইনিভাবে আয় করা টাকা; হিসাববহির্ভূত টাকা। ~বাজার বি. সরকারের নির্ধারিত দামের চেয়ে বেশি দামে জিনিস বিক্রয়ের বাজার; নির্ধারিত দামের চেয়ে বেশি দামে জিনিস কেনা-বেচা। ~বাজারি বি. কালোবাজারে জিনিস বিক্রির কাজ।

Processing time: 1.21 s