কাতরাতেন definitions

Bangla-Tangla Dictionary
2nd/3rd person respectful past habitual tense of কাতরানো: কাতরানো – to become distraught
Samsad Bengali-English Dictionary
2nd/3rd person respectful past habitual tense of কাতরানো: কাতরানো [ kātarānō ] v to groan; to moan; to fidget.
Samsad Bangla Abhidhan
2nd/3rd person respectful past habitual tense of কাতরানো: কাতর [ kātara ] বি. 1 আর্ত; কষ্টে বা দুঃখে অভিভূত; 2 ব্যাকুল (কাতর প্রাণের প্রার্থনা); 3 কুণ্ঠিত (অর্থব্যয়ে কাতর; তু. অকাতরে অর্থব্যয়); 4 ভীত (ভয়ে কাতর)। [সং. কু (-ঈষৎ) + তৃ + অ]। স্ত্রী. কাতরা1। বি. ~তা, (বিরল) কাতর্যকাতরা2 ক্রি. কাতরতা বা যন্ত্রণা প্রকাশ করা, ছটফট করা; আর্তনাদ করা। কাতরানো ক্রি. বি. কাতর হওয়া, কাতরতা প্রকাশ করা। কাতরানি বি. কাতরতা; যন্ত্রণা প্রকাশ অথবা যন্ত্রণা প্রকাশের ধ্বনি; ছটফটানি; আর্তনাদ। কাতরোক্তি বি. কাতরতাপূর্ণ বাক্য।

Processing time: 1.22 s