উদার definitions

Bangla-Tangla Dictionary
উদার – liberal, open-minded
Samsad Bengali-English Dictionary
উদার [ udāra ] a high, lofty; noble; liberal; charitable, generous, munificent; magnanimous; kind; open-hearted; free from narrowness. উদার আকাশ the high (and open or free) sky. ~চরিত্র, ~প্রকৃতি, ~স্বভাব a. noble-charactered, noble-natured; noble; liberal; magnanimous; lofty. ~চেতা, ~মতি, ~মনা, ~হৃদয় a. noble minded, high-souled, noble-hearted; noble; liberal; magnanimous; open hearted. ~তা n. loftiness; nobleness; liberality; charitableness, generosity, munificence; magnanimity; kindness; freedom from narrowness. ~নীতি n. (chiefly pol.) liberalism. ~নীতিক, ~নৈতিক a. liberal. ~পন্থী same as উদারনৈতিক ।
Samsad Bangla Abhidhan
উদার [ udāra ] বিণ. 1 মহৎ, উচ্চ, প্রশস্ত (উদারহৃদয়, উদার আকাশ); 2 দানশীল, বদান্য; 3 করুণাপূর্ণ; 4 সংকীর্ণতাশূন্য (উদার প্রকৃতি, উদার নীতি)। [সং. উৎ + আ + √ ঋ + অ]। বি. ~তা। ~চরিত্র বিণ. চরিত্রে উদারতা আছে এমন। ~চিত্ত বিণ. অন্তর উদারতার পূর্ণ এমন; উন্নতমনা; বদান্য; সংকীর্ণতামুক্ত। ~চেতা-উদারচিত্ত -র অনুরূপ। ~নীতি বি. সংকীর্ণতামুক্ত নীতি, liberal policy. বিণ. ~নীতিক, ~নৈতিক। ~পন্থী বিণ. বি. উদারনীতি অনুসরণ করে এমন; উদারনৈতিক। ~মতি, ~মনা-উদারচিত্তউদারচেতা -র অনুরূপ। ~স্বভাব বিণ. উদারমনা; উদারচিত্ত। ~হৃদয় বিণ. যার হৃদয় উদারতার ভরা।

Processing time: 1.21 s