অভিশাপ definitions

Bangla-Tangla Dictionary
অভিশাপ – curse
Samsad Bengali-English Dictionary
অভিশাপ [ abhiśāpa ] n a curse, malediction, imprecation. অভিশাপ দেওয়া v. to curse, to im precate.
Samsad Bangla Abhidhan
অভি-শপ্ত [ abhi-śapta ] বিণ. অভিশাপ বা শাপ দেওয়া হয়েছে এমন, শাপগ্রস্ত; (আল) যার জন্য পদে পদে দুর্দশা দু়ঃখ ইত্যাদির শিকার হতে হয় এমন (অভিশপ্ত জীবন, অভিশপ্ত গুপ্তধন); বিপদসৃষ্টিকারী। [সং. অভি + √ শপ্ + ত]। বি. অভি-শাপ অভি-শাপ [ abhi-śāpa ] বি. অন্যের অমঙ্গল কামনা; অন্যের অনিষ্টের জন্য প্রার্থনাবাক্য; শাপ, অভিসম্পাত। [সং. অভি + √ শপ্ + অ]।

Processing time: 0.43 s