Omit Bangla-Tangla Dictionary Omit Samsad Bengali-English Dictionary Omit Samsad Bangla Abhidhan Omit conjugations and other variants Maximum matches to return
অন্ধকার definitions
Bangla-Tangla Dictionary
অন্ধকার – darknessgenitive of অন্ধ:অন্ধ – blind
Samsad Bengali-English Dictionary
অন্ধকার [ andhakāra ] n darkness, gloom; absence of light. ☐ a. dark, gloomy; darkened with gloom, dejection etc. (অন্ধকার মুখ); deprived of hope, delight, etc. (অন্ধকার জীবন). অন্ধকার করাv. to make (something) dark, to darken. অন্ধকার দেখাv. (fig.) to be at one's wit's end to find a means of escape from danger; to be stunned. অন্ধকার দেখানোv. (fig.) to overwhelm or bewilder (a person), to knock senseless. অন্ধকার হওয়াv. to be come dark, to darken. অন্ধকারে ঢিল মারা (fig.) to make a stray or random at tempt to hit, to take an off-chance; to beat about the bush. অন্ধকারে থাকাv. (fig.) to be quite ignorant (of), to be in the dark (about). অন্ধকারে হাতড়ানোv. (lit. & fig.) to grope in the dark. ~ময়a. full of darkness or gloom; completely dark. অন্ধকারাচ্ছন্ন, অন্ধকারাবৃতa. enveloped in or overcast with darkness; utterly dark; (fig.) utterly ignorant, distressed, depressed or obsessed.genitive of অন্ধ:অন্ধ [ andha ] a blind, sightless; extremely dark or gloomy. ('অন্ধ তামস'); utterly ignorant. ☐ n. a blind person. ~কূপn. a dark pit; a black hole. ~কূপহত্যাn. (hist.) the Blackhole Tragedy. ~তমa. darkest; extremely dark. ~তমসn. utter darkness; blinding darkness. ~তা, ~ত্বn. blindness; utter ignorance. ~তামিস্রn. utter darkness. ☐ a. utterly dark. ~প্রায়a. almost blind; like a blind; like a blind person. ~বিশ্বাসn. blind faith. ~ভাবেadv. blindly; rashly; heedlessly, indiscreetly. অন্ধের কিবা দিন কিবা রাত a blind person cannot distinguish between day and night or between brightness and gloom. অন্ধের নড়ি বা যষ্টি (lit.) a stick by the help of which a blind person moves; a blind man's prop; (fig.) a prop for a helpless or incapable person.
Samsad Bangla Abhidhan
অন্ধ-কার [ andha-kāra ] বি. 1 আলোর অবাব; তমঃ, তিমির; 2 অজ্ঞতা (মনের অন্ধকার)। ☐ বিণ. অন্ধকারময় (অন্ধকার ঘর)। [সং. অন্ধ + √ কৃ + অ]। অন্ধকার দেখা ক্রি. বি. বিপদে দিগ্বিদিক জ্ঞান লোপ পাওয়া। অন্ধকারে ঢিল্ মারা কোনো বিষয়ে নিশ্চিত জ্ঞান না থাকায় আন্দাজে সেই বিষয়ে মন্তব্য করা (যদি লেগে যায় এই আশার)। অন্ধকারে থাকা ক্রি. বি. কোনো বিষয়ে সম্পূর্ণ অজ্ঞ থাকা। অন্ধকারে হাতড়ানো ক্রি. বি. 1 চোখে দেখতে না পাওয়ায় হাতের স্পর্শ দিয়ে অনুমান করা; 2 কোনো বিষয়ে স্থির জ্ঞান না থাকায় আন্দাজে আলোচনা করা বা অনুমান করা।genitive of অন্ধ:অন্ধ [ andha ] বি. 1 চোখে দেখে না এমন, কানা, দৃষ্টিহীন; 2 গাঢ় অন্ধকারময় ('অন্ধতামস': রবীন্দ্র); 3 অজ্ঞান, বিচারবোধহীন (অন্ধ আবেগ, অন্ধ বিশ্বাস, অন্ধ সমর্থক)। [সং. অন্ধ + অ]। বি. ~তা, ~ত্ব। ~কূপ বি. অন্ধকার গহ্বর, black hole. অন্ধ-কূপ হত্যা অতি ক্ষুদ্র একটি কক্ষে বহুসংখ্যক লোককে আবদ্ধ রেখে শ্বাসরোধ করে তাদের মৃত্যু ঘটানোর ঘটনা (এই অভিযোগ বাংলার নবাব সিরাজউদ্দৌলা সম্পর্কে করেছিলেন ইস্ট ইণ্ডিয়া কোম্পানির ইংরেজরা), black-hole tragedy. ~তমস বি. গাঢ় অন্ধকার। ~তমিস্র বি. গাঢ় অন্ধকার। ☐ বিণ. গাঢ় অন্ধকারময়। ~বিশ্বাস বি. বিচার বিবেচনা না ক'রে কোনো কিছু মনে নেওয়া, নির্বিচার আস্থা। ~বেগ বি. বেপরোয়া দ্রুত বেগ। অন্ধের নড়ি, অন্ধের যস্টি অক্ষম অসহায়ের একমাত্র অবলম্বন; অসহায়ের সহায়।