অনুমান definitions

Bangla-Tangla Dictionary
অনুমান – guess (+ করা = to guess)
Samsad Bengali-English Dictionary
অনুমান [ anumāna ] n supposition; guessing, conjecture; a guess, a hypothesis; deduction; (log.) inference; (geom.) a corollary; (rhet.) a Sanskrit figure based on guessing akin to prosopopoeia or vision. অনুমান করা v. to suppose; to guess; to conjecture; to deduce; (log.) to infer. অনুমিত [ anumita ] a supposed; guessed, conjectured; taken as a hypothesis; deduced; (log.) inferred. অনুমিত হওয়া v. to seem to appear. অনুমিতি same as অনুমান ।
Samsad Bangla Abhidhan
অনু-মান, অনু-মিতি [ anu-māna, anu-miti ] বি. 1 ধারণা; আন্দাজ (আমার অনুমান, সে সফল হবে); 2 যুক্তির দ্বারা জ্ঞাত বস্তু থেকে অজ্ঞাত বস্তু সম্বন্ধীয় সিদ্ধান্তে যাওয়া, inference; 3 অর্থালংকারবিশেষ। [সং. অনু + √ মা + অন, তি]। অনু-মিত বিণ. অনুমান করা হয়েছে এমন। অনু-মেয় বিণ. অনুমানযোগ্য; অনুমান বা আন্দাজ করা যায় এমন (যন্ত্রের শক্তি সহজেই অনুমেয়)। অনুমিত, অনুমিতি [ anumita, anumiti ] দ্র অনুমান অনুমেয় [ anumēẏa ] দ্র অনুমান

Processing time: 1.23 s