হ্রস্ব definitions

Bangla-Tangla Dictionary
হ্রস্ব – short (eg, short i)
Samsad Bengali-English Dictionary
হ্রস্ব [ hrasba ] a short; small; dwarfish; low; low pitched; small in amount, little; abbreviated; shortened; reduced; (gr.—of vowels) short. ~দীর্ঘজ্ঞান n. (fig.) common sense, gumption, nous. ~স্বর n. a short vowel. হ্রস্বীকরণ n. shortening; abbreviation; reduction.
Samsad Bangla Abhidhan
হ্রস্ব [ hrasba ] বিণ. খাটো, খর্ব, ক্ষুদ্র; অল্প, কম; লঘু, হালকা; (ব্যাক.) একমাত্রাব্যাপী উচ্চারণবিশিষ্ট (যেমন, ই উ)। [সং. √ হ্রস্ + ব]। বি. ~তা, ~ত্ব। ~দীর্ঘ-জ্ঞান বি. লঘুগুরুবোধ, ছোটোবড়োর প্রভেদের জ্ঞান; সাধারণ জ্ঞান, কাণ্ডজ্ঞান।

Processing time: 1.24 s