হালত definitions

Bangla-Tangla Dictionary
হালত – condition, state
Samsad Bangla Abhidhan
হাল3 [ hāla3 ] বি. 1 অবস্থা, দশা (রাজার হালে থাকা); 2 বর্তমান কাল (হালে আরম্ভ হয়েছে)। ☐ বিণ. বর্তমান, চলতি, আধুনিক (হাল সন, হাল আমল, হাল ফ্যাশান)। [আ.]। ~খাতা বি. খাতা দ্র। ~চাল বি. 1 অবস্থা; 2 ভাবভঙ্গি; 3 আচার-আচরণ। ~ বি. অবস্থা, দশা। ~হকি-কত বি. প্রকৃত অবস্থা; অবস্থা। ~হদিশ বি. 1 প্রকৃত অবস্থা; 2 খোঁজখবর। হালচাল, হালত [ hālacāla, hālata ] দ্র হাল3

Processing time: 1.18 s