হাতেখড়ি definitions

Bangla-Tangla Dictionary
হাতেখড়ি – initiation
Samsad Bengali-English Dictionary
খড়ি [ khaṛi ] n chalk (also চা-খড়ি, ফুলখড়ি); silt or alluvial clay (with which the fore head is painted); a cardinal number or a figure (খড়ি পাতা); dry dirt in the form of a crust on the skin (খড়ি ওড়া). খড়ি ওড়া, খড়ি ওঠা v. (of skin or body) to give off dry dirt (esp. when rubbed). খড়ি পাতা v. to divine or foretell by means of writing down numbers or drawing figures. হাতে-খড়ি see হাত । হাতে [ hātē ] adv by hand; at hand; ready to hand; on hand. হাতে-কলমে adv. first hand; by direct practice and training. ~খড়ি n. the sacrament of initiation into one's studies, first lesson in writing to a child; (fig.) initiation into a work; commencement of apprenticeship or the initial stage of learning (a trade etc.). ~গড়া a. handmade; (fig.) brought up or built (up) by oneself. ~নাতে adv. in the very act of doing, red-handed. হাতে স্বর্গ পাওয়া to be blessed with an unexpected stroke of luck. হাতে-হাতে adv. from hand to hand; red-handed; directly; readily, promptly (হাতে-হাতে বিদায়)
Samsad Bangla Abhidhan
খড়ি [ khaṛi ] বি. 1 সাদা মাটিবিশেষ, লেখবার খড়িমাটি, chalk; 2 তিলকমাটি; 3 গণনা, অঙ্ক (খড়িপাতা); 4 ধুলো; শুকনো কাঠের গুঁড়ো, খুস্কি (খড়ি উড়ছে, গা থেকে খড়ি উঠছে)। [সং. খটিকা]। খড়ি পাতা ক্রি. চকখড়ির সাহায্যে জ্যোতিষিক গণনা করা। চা-খড়ি, ফুল-খড়ি বি. সাদা মাটিবিশেষ; চকখড়ি। হাতেখড়ি বি. 1 বালক-বালিকাদের বিদ্যারম্ভের অনুষ্ঠানবিশেষ; 2 (আল.) কোনো কাজ আরম্ভ করা, কার্যারম্ভ (পরিচারক হিসাবে তার সবে হাতেখড়ি হল)। হাতে-খড়ি, হাতে-নাতে [ hātē-khaṛi, hātē-nātē ] দ্র হাত

Processing time: 1.29 s