হাঁক definitions

Bangla-Tangla Dictionary
হাঁক – yell (+ দেওয়া = to yell)
Samsad Bengali-English Dictionary
হাঁক [ hān̐ka ] n a loud call or shout. হাঁক দেওয়া, হাঁক পাড়া v. to call or shout loudly, to bawl (to).
Samsad Bangla Abhidhan
হাঁক, হাঁই হুঁই [ hān̐ka, hām̐i hum̐i ] বি. 1 উচ্চরবে ডাক (হাঁক দেওয়া, 'হাঁই হুঁই ছেড়ে ছোটে বাহকেরা'); 2 হুঙ্কার (হাঁক ছাড়া)। [সং. হুঙ্কার]। হাঁক পাড়া ক্রি. বি. চিৎকার করে ডাক দেওয়া। হাঁক-ডাক বি. 1 ক্রমাগত হাঁক; 2 আস্ফালনসূচক চিৎকার; 3 ক্ষমতা ও ঐশ্বর্যের খ্যাতি; 4 প্রভাব-প্রতিপত্তি (গ্রামে ওদের হাঁক়ডাক খুব)। হাঁক-পাঁক [ hān̐ka-pān̐ka ] বি. অতিরিক্ত ব্যস্ততা বা আগ্রহ প্রকাশ (হাঁকপাঁক করা)।[হাঁক দ্র]। হাঁকা1 [ hān̐kā1 ] ক্রি. 1 হাঁক দেওয়া; উচ্চস্বরে বা আস্ফালনপূর্বক বলা বা ঘোষণা করা ('হাঁকে বীর শির নাহি': নজরুল); 2 দাবি করা (দর হাঁকা)। [হাঁক দ্র]। হাঁকা-হাঁকি [ hān̐kā-hān̐ki ] বি. 1 চেঁচিয়ে ডাকাডাকি (এত রাতে হাঁকাহাঁকি); 2 বচসা। [হাঁক দ্র]। হাঁকুনি [ hān̐kuni ] বি. 1 উচ্চকণ্ঠে তীব্র ধমক; 2 হাঁক; 3 হুংকার। [হাঁক দ্র]।

Processing time: 1.25 s