সৃজন definitions

Bangla-Tangla Dictionary
সৃজন – creation (+ করা = to create)
Samsad Bengali-English Dictionary
সৃজন [ sṛjana ] n creation; production, formation; designing; institution. সৃজন করা v. to create; to bring into existence; to make or produce or form; to design; to institute. ~কর্তা n. a creator; a maker; a producer; a designer. fem. ~কর্ত্রী । সৃজনী a. creative. সৃজনীশক্তি n. creative power or faculty.
Samsad Bangla Abhidhan
সৃজন [ sṛjana ] বি. সৃষ্টি, নির্মাণ, রচনা (সৃজনশক্তি, চরিত্রসৃজন)। [বাংলা শব্দ < সং. √ সৃজ্]। ~ধর্মী বিণ. সৃষ্টি করবার স্বভাব বা শক্তিবিশিষ্ট (সৃজনধর্মী চিত্তবৃত্তি)। ~শীল বিণ. সৃজনীশক্তিবিশিষ্ট; সৃষ্টিশীল (সৃজনশীল প্রতিভা)। বি. ~শীলতাসৃজনী-শক্তি বি. সৃষ্টি করবার ক্ষমতা। সৃজা ক্রি. (কাব্যে) সৃষ্টি করা ('সৃজিলা অপূর্ব ব্যূহ শচীকান্ত বলী': মধু.)। সৃজিত বিণ. সৃষ্টি করা হয়েছে এমন।

Processing time: 2.13 s