সামাল definitions

Bangla-Tangla Dictionary
সামাল – (+ দেওয়া = to deal with)
Samsad Bengali-English Dictionary
সামাল [ sāmāla ] int beware, be on guard, take care. সামাল করা v. to check; to manage; to manage to keep in position or to keep safe or steady.
Samsad Bangla Abhidhan
সামলা [ sāmalā ] ক্রি. সামলানো। [সামাল দ্র-তু. হি. সঁভালনা]। ~নো ক্রি. 1 সংবরণ করা; 2 রোধ করা (চোখের জল সামলানো); 3 সংযত করা (রাগ বা মুখ সামলানো, লোভ সামলানো); 4 রক্ষা করা, সংরক্ষণ করা (টাকাকড়ি সামলানো); 5 আয়ত্তে রাখা (ছেলে বা ঘর সামলানো); 6 উত্তীর্ণ হওয়া, রক্ষা পাওয়া (রোগ বা বেদনার দায় থেকে সামলে ওঠা)। ☐ বি. উক্ত সব অর্থে। সামাল [ sāmāla ] অব্য. সাবধান, সতর্ক হও ('সামাল সামাল পুরুষ সামাল')। ☐ বি. সংবরণ, রোধ, রক্ষা (সামাল করা)। সামাল দেওয়া বি. ক্রি. সামলানো। [হি. সঁভাল্ < সং. সম্ + √ বৃ]।

Processing time: 1.22 s