সহা definitions

Bangla-Tangla Dictionary
সহা – old form of সওয়া [sadhu]

shadhu verbal noun of সওয়া:
সওয়া [variant of সহ্য করা]

Samsad Bengali-English Dictionary
সহা [ sahā ] v to bear; to suffer; to endure; to sustain; to be inured (to) (শীতগ্রীষ্ম সহা); to be acclimatized (আবহাওয়া সহা); to tolerate, to stand (অন্যায় সহা); to brook (অপমান সহা).
Samsad Bangla Abhidhan
সওয়া2 [ sōẏā2 ] ক্রি. বি. সহ্য করা (আঘাত সওয়া, আর সইতে পারছে না, 'ব্যথা যারা সয়ে গেছে রাতি-দিন': জী. দা)। [সহা দ্র]। সয় [ saẏa ] ক্রি. সহ্য হয়। [সহা দ্র]। সহা, (কথ্য) সওয়া [ sahā, (kathya) sōẏā ] ক্রি. 1 সহ্য করা (কষ্ট সহা); 2 সহ্য হওয়া (হাতে গরম সওয়া, লোকসান সইবে না); 3 ক্ষমা বা বরদাস্ত করা (অপরাধ সহা)। ☐ বি. উক্ত সমস্ত অর্থে (কষ্ট সওয়া আমার অভ্যাস)। ☐ বিণ. সহ্য হয় বা হয়ে গেছে এমন (গা-সওয়া)। [সং. √ সহ্ + বাং. আ]। ~নো ক্রি. সহ্য করানো। ☐ বি. বিণ. উক্ত অর্থে। সহানো [ sahānō ] দ্র সহা shadhu verbal noun of সওয়া: সওয়া2 [ sōẏā2 ] ক্রি. বি. সহ্য করা (আঘাত সওয়া, আর সইতে পারছে না, 'ব্যথা যারা সয়ে গেছে রাতি-দিন': জী. দা)। [সহা দ্র]।

Processing time: 1.51 s