সমুদ্র definitions

Bangla-Tangla Dictionary
সমুদ্র – ocean
Samsad Bengali-English Dictionary
সমুদ্র [ samudra ] n an ocean; a sea. অকুল সমুদ্রে পড়া v. (fig.) to be at sea, to be in great danger. সমুদ্রে ঝাঁপ দেওয়া v. (fig.) to brave or face a great danger. সমুদ্র-উদ্ভিদ n. a sea weed. ~গর্ভ n. sea-bottom; the inside of the sea, the womb of the sea. ~গামী a. sea-going; seafaring. ~জাত a. sea-born. ~তট, ~তীর n. sea-bank, seashore. ~পথ n. sea-way, sea-route. ~পথে adv. by sea. ~পৃষ্ঠ n. the surface of the sea; sea-level. ~বহ্নি n. submarine fire. ~বলয়াঙ্কিত a. sea-girt. ~বায়ু n. sea-breeze, sea-wind, sea-air. ~বাহিত a. seaborne. ~বেলা n. sea-beach, seashore, sea-bank. ~মন্থন n. (Hindu myth.) the churning of the ocean by gods and demons. ~মেখলা a. sea-girt. ~যাত্রা n. a sea-voyage. সমুদ্রযাত্রা করা v. to make a sea-voyage, to go on a sea-voyage. ~যান n. a sea-going vessel. ~যুদ্ধ n. a sea-fight. ~স্নান n. sea-bathing. ~স্রোত n. ocean current.
Samsad Bangla Abhidhan
সমুদ্র [ samudra ] বি. পৃথিবীর অধিকাংশ স্থান জুড়ে রয়েছে যে লবণাক্ত ঊর্মিল জলরাশি; সাগর, সিন্ধু, বারিধি, অর্ণব, পারাবার, জলধি, রত্নাকর। [সং. সম্ + √ উন্দ্ + র]। ~গর্ভ বি. সমুদ্রের তলদেশ। ~তট, ~তীর বি. সমুদ্রের কূল, সমুদ্রের ধারের স্থলভাগ। ~পথ বি. যাতায়াতের জন্য ব্যবহৃত সমুদ্র। ~মন্থন বি. অমৃত আহরণার্থ মন্দরপর্বতকে দণ্ড এবং শেষনাগকে রজ্জুরূপে ব্যবহার করে দেবাসুর কর্তৃক সমুদ্রজলের আলোড়ন। ~মেখলা বিণ. সমুদ্র যাকে মেখলার ন্যায় পরিবেষ্টন করে আছে এমন (সমুদ্রমেখলা পৃথ্বী)। ☐ বি. পৃথিবী। ~যাত্রা বি. জাহাজে চড়ে সমুদ্রপথে যাওয়া। ~যান বি. অর্ণবপোত, জাহাজ। ~হৃদয় বিণ. (আল.) উদারমনা, যার হৃদয় বা মন (সমুদ্রের মতো) বিরাট। সমুদ্রে ঝাঁপ দেওয়া ক্রি. বি. (আল.) কঠিন বিপদের সম্মুখীন হওয়া।

Processing time: 1.23 s