সবেমাত্র definitions

Bangla-Tangla Dictionary
সবেমাত্র – only
Samsad Bangla Abhidhan
সবে [ sabē ] ক্রি-বিণ. অব্য. 1 মোটে, সর্বসাকুল্যে, সবসুদ্ধ (সবে একশো লোক); 2 মাত্র, কেবল (সবে দুদিন এসেছে); 3 এইমাত্র (সবে ভোর হল)। [সং. সর্ব]। সবে ধন নীলমণি একমাত্র লোক বা সন্তান। ~মাত্র ক্রি-বিণ. অব্য. এইমাত্র; কেবল (সবেমাত্র মুখহাত ধুয়ে বসেছি, এমন সময় এল); একমাত্র।

Processing time: 1.27 s