সংকুচিত definitions

Bangla-Tangla Dictionary
সংকুচিত – shrunken
Samsad Bengali-English Dictionary
সংকুচিত [ saṅkucita ] a curtailed; reduced; contracted; shrivelled; (phys.) compressed; closed or narrowed or shut; cowered (ভয়ে সংকুচিত); diffident, hesitating or hesitant. সংকুচিত করা v. to curtail or reduce or contract or shrivel; to compress; to close or shut or narrow; to cower. সংকুচিত হওয়া v. to be curtailed or reduced; to contract or shrivel; to get compressed; to draw back or to shrink; to cower or hesitate.
Samsad Bangla Abhidhan
বিস্ফার, বিস্ফারণ [ bisphāra, bisphāraṇa ] বি. 1 বিস্তার, প্রসারণ; 2 স্ফূর্তি; 3 বিকাশ; 4 কম্পন। [সং. বি + √ স্ফুর্ + অ, অন]। বিস্ফারিত বিণ. বিকশিত; প্রসারিত বা বিস্তারিত (বিস্ময়-বিস্ফারিত নেত্র)। বিপ. সংকুচিত সংকুচিত [ saṅkucita ] বিণ. 1 কমে গেছে বা কমানো হয়েছে এমন, হ্রস্বীকৃত (ক্ষমতা সংকুচিত); 2 গুটিয়ে বা কুঁচকে গেছে এমন, কুঞ্চিত; 3 সংকীর্ণ, অপ্রশস্ত; 4 মুদ্রিত, নিমীলিত (সংকুচিত চক্ষু); 5 কুণ্ঠিত (বলতে সংকুচিত বোধ করা)। [সং. সম্ + √ কুচ্ + ত]। সঙ্কট, সঙ্কর, সঙ্কর্ষণ, সঙ্কলন, সঙ্কল্প, সঙ্কাশ, সঙ্কীর্ণ, সঙ্কীর্তন, সঙ্কুচিত, সঙ্কুল, সঙ্কুলান, সঙ্কেত, সঙ্কোচ [ saṅkaṭa, saṅkara, saṅkarṣaṇa, saṅkalana, saṅkalpa, saṅkāśa, saṅkīrṇa, saṅkīrtana, saṅkucita, saṅkula, saṅkulāna, saṅkēta, saṅkōca ] যথাক্রমে সংকট, সংকর, সংকর্ষণ, সংকলন, সংকল্প, সংকাশ, সংকীর্ণ, সংকীর্তন, সংকুচিত, সংকুল, সংকুলান, সংকেত ও সংকোচ -এর বানানভেদ।

Processing time: 2.4 s