শাল definitions

Bangla-Tangla Dictionary
শাল – shawl
Samsad Bengali-English Dictionary
শাল2 [ śāla2 ] n a shawl. শাল3 [ śāla3 ] n a large pike for impalement of criminals; (fig.) a heart-rending affliction or grief. শাল4 [ śāla4 ] n a large gregarious tree, the sal, the Shorea robusta; its timber; a large tubular river-fish.
Samsad Bangla Abhidhan
ঢেঁকি [ ḍhēn̐ki ] বি. 1 ধান ডাল ইত্যাদি শস্য বা অন্যান্য বস্তু ভানবার বা কুটবার জন্য ব্যবহৃত এবং বড় কাঠের দণ্ড দিয়ে তৈরী যন্ত্রবিশেষ; 2 (আল.) অত্যন্ত বোকা লোক বুদ্ধির ঢেঁকি)। [মুন্ডা.ডিংকি]। কল বি. ঢেঁকির আকৃতিবিশিষ্ট চাপ দিয়ে ওঠানামা করার জন্য বালক-বালিকাদের ক্রিয়াযন্ত্রবিশেষ। শাক বি. ভোজ্য শাকবিশেষ। শাল বি. ঢেঁকিঘর। ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে (সচ. খেদোক্তিতে) যার ভাগ্য মন্দ তার কোনো অবস্থাতেই ভালো কিছু হতে পারে না। বুকে ঢেঁকির পাড় পড়া (প্রধানত পরশ্রীকাতরতার দুরুন) মর্মজ্বালায় ছটফট করা। শাল1 [ śāla1 ] বি. 1 বৃহৎ শূল (শালে চড়ানো); 2 শেল; 3 (আল.) মর্মান্তিক কষ্ট বা দুঃখ ('হৃদয়ে রহিল শাল': ক. ক.)। [সং. শল্য]। শাল2 [ śāla2 ] বি. 1 গৃহ (ঘোড়াশাল, হাতিশাল); 2 কারখানা (কামারশাল)। [সং. শালা]। শাল3 [ śāla3 ] বি. শীত নিবারণের জন্য ব্যবহৃত (সচ. পশমের) চাদরবিশেষ। [ফা. শাল]। ~ওয়ালা বি. শালবিক্রেতা। ~কর বি. 1 শালবিক্রেতা; 2 যে শাল মেরামত করে বা ধোয়। শাল4 [ śāla4 ] বি. 1 বড়ো গাছবিশেষ বা তার কাঠ; 2 শোলজাতীয় বড়ো মাছবিশেষ। [সং. √ শাল্ + অ]। ~তি বি. শালগাছের গুঁড়ি দিয়ে তৈরি ছোটো কিন্তু দ্রুতগামী নৌকাবিশেষ। ~নির্যাস বি. ধুনো। ~পাতা বি. (সাধারণত পাত্র হিসাবে ব্যবহৃত শালগাছের বড়ো পাতা)। ~প্রাংশু বিণ. (দেহ বা অঙ্গ সম্বন্ধে) শালগাছের মতো দীর্ঘাকার। ~বন বি. যে বনে প্রচুর শালগাছ আছে। শালের কোঁড়া শালগাছের তেজি চারা।

Processing time: 1.22 s