শঙ্কিত definitions

Bangla-Tangla Dictionary
শঙ্কিত – afraid
Samsad Bengali-English Dictionary
শঙ্কিত [ śaṅkita ] a frightened, alarmed; afraid; seized with a misgiving; perturbed; fearful, timorous.
Samsad Bangla Abhidhan
শঙ্কা [ śaṅkā ] বি. 1 ভয়, আশঙ্কা; 2 সংশয়। [সং. √ শঙ্ক্ + অ + আ]। ~হর, ~হরণ বিণ. শঙ্কাদূরকারী। স্ত্রী. ~হরা। ~হীন বিণ. নির্ভীক, ভয়হীন। শঙ্কিত বিণ. শঙ্কাপ্রাপ্ত, শঙ্কাযুক্ত, ভীত। স্ত্রী. শঙ্কিতাশঙ্কিল বিণ. শঙ্কাপূর্ণ বা বিপজ্জনক ('শঙ্কিল পঙ্কিল বাট': গো. দা.; 'মরণ শঙ্কিল পথে': রবীন্দ্র)। শঙ্কী (-ঙ্কিন্) বিণ. (সমাসের উত্তরপদে) শঙ্কাযুক্ত (পাপশঙ্কী, অমঙ্গলশঙ্কী)।

Processing time: 1.21 s